নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -৩৫- লকডাউনে কম্পন

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২০




যাদুগরী নগরীর বাসিন্দারা
বলতে পার গত দুটি মাস
কবে তোমার নগর ঘুমিয়েছে নির্ভার হয়ে?
কবে নেচেছিল শ্যাম্পেইন বুদবুদে চঞ্চল রেস্তোরাঁ?
কবে শেষ রাত অবধি জেগেছিল তিলোত্তমার চঞ্চল চিকুর ?
কবে ছড়িয়েছিল শহরের ফুলগুলো সমস্ত বুকের ঘ্রান?
কবে হেসেছিল প্রানখুলে বৈশাখের হেসেল ঘর?
কেউ জানে না!

যাদুগরী নগরীর বাসিন্দারা,
দেখ, ইতালির লুম্বারদিনিতে,
যখন সমস্ত সমতলে আসমানে,
মিলান থেকে রোম অবধি খুজতে থাকে মানুষ পরওয়ারদিগার,
বিদীর্ণ কন্ঠে ফ্রান্সের গলিতে তোলে তাহার জিকির
তিনটি শতাব্দীর প্রথা ভেঙে স্পেনে গেয়ে যায় সুললিত সুর
তখন বল তো, কে মহান?
কে মহান এই দিগম্বরীর বুকে?

তোমাদের লজিকের লজিক্যাল ব্যবচ্ছেদ করে
কে রুখে দিল শহরে শহরে সমস্ত দূষণ?
কে এনে দিল মধ্যপ্রাচ্যের আরব শিশুদের শান্তির ঘুম,
কিভাবে এল রেকর্ড কালো সোনার নেগেটিভ মূল্যমান?
কে ভেঙে দিল সমুদ্রবল্গা রনতরীর দুরন্ত মাস্তুল?
কে খুলে দিল জংগল হরিণীর নিষ্ঠুর জিঞ্জির?
চোখের জানালা খোলে দেখ,
রাতের সহস্র তারায় চোখে অন্তরে
কে বন্দীদশায়, কে মুক্ত বিহঙ্গ?
খোজ নাও, চেয়ে দেখ!

যাদুগরী নগরীর বাসিন্দারা,
বলতে পার গত দুটি মাসের কম্পন,
তোমাদের কি বলতে চায়?

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

ইসিয়াক বলেছেন: অনবদ্য।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন: প্রথম মন্তব্যে ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা রইল!

২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬

সোহানী বলেছেন: কবিতায় ভালোলাগা।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা! ধন্যবাদ জানবেন!

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

৪| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

শের শায়রী বলেছেন: দারুন

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছা রইল!

৫| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: নন্দিত ভাবে উপস্থাপন ।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

প্রশংসার জন্যে কৃতজ্ঞতা। শুভকামনা রইল!

৬| ০৬ ই মে, ২০২০ বিকাল ৩:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আকাশ বাতাস সমানে বিদীর্ণ করোনার কম্পনে।‌
কাব্যে ভালোলাগা। ++

রমজানের শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৬ ই মে, ২০২০ বিকাল ৪:২১

ভ্রমরের ডানা বলেছেন: করোনা শুধুমাত্র একটা অতিক্ষুদ্র জীবাণু যার অস্তিত্ব আমাদের বিপন্ন করে তোলেছে। এসব শুধুই সামান্য ইংগিত! আসমানে খুজি তাহারে যাহার ইশারায় বিশ্ব নাচে!

রমজানের শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

৭| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন:
"তখন বল তো, কে মহান?"
আর রাহমান, আর রাহমান!

০৬ ই জুন, ২০২১ সকাল ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন: লেখাটি পাঠে ও মন্তব্যে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা সুপ্রিয় লেখক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.