নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জীবনবেদ-৪-সারজিক্যাল মাস্ক

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫৮






সমুদ্র আকাশ সবটুকু নীলাদ্রি বিছিয়েছে যদিও
আজকাল কোনকিছুতেই মনে ধরছে না..
সমকালীন কবিদের কলরোল,
বুর্জোয়া কবিতা , পেটোয়া সাহিত্যের ঢোল..
সকল শব্দ, বাক্য বন্ধনের আসক্তি কেটে যাচ্ছে...
মোটা মোটা স্তবক, ভারী কন্ঠের বুলেটিন ,
হালচাল বড়ই সঙ্গিন...
সব ঘন ধোয়ার কুন্ডুলি ভেসে খাচ্ছে
যেমন রাতের ঘন কুয়াশা আধার খায়
সুনীল দ্বীপ বক্ষে আলোর বাতিঘর...
জীবন যেন খড়কুট, অশান্ত সময় ভয়ংকর...
এই সারভাইভাল লড়াইয়ের প্রতিটি চুড়ান্ত টাস্ক
নিরাপদ নিশ্বাস নিতেও লাগে সারজিক্যাল মাস্ক...



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


বাতাসে ভর করে ভাসছে মৃত ভাইরাস, মনে বিবিধ শংকা

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

বাতাসে ভর করে ভাসছে মৃত ভাইরাস, মনে বিবিধ শংকা মৃত ভাইরাস না জীবিত? আমার মনে হয় দুটোই! বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করবে সে ভাসবে না ডুববে। দেশে যেভাবে ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাতে বাতাসে ভাসতে তার কষ্ট হচ্ছে মনে হয়! এখন জিংক ভিটামিন ডি, আর সি ভরসা!


মনে বল বাড়ুক গাজী ভাই :D

২| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৯

জাফরুল মবীন বলেছেন: এই কবিতায় লাইক বাটন না চাপলে অন্যায় হবে।অভিনন্দন কবি।ধন্যবাদ চমৎকার কবিতাখানি পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


জাফরুল মবীন বলেছেন: এই কবিতায় লাইক বাটন না চাপলে অন্যায় হবে।


মবীন ভাই, এমন সুন্দর মন্তব্যে খুব খুশি হয়েছি :) আমার ব্লগে স্বাগতম :)

অভিনন্দন কবি।

অশেষ ধন্যবাদ ভাই! কৃতজ্ঞতা রইল! ।


ধন্যবাদ চমৎকার কবিতাখানি পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।


আপনার প্রতি রইল অফুরান ভালবাসা ও শুভকামনা!

৩| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের প্রতি জীবনের ভালবাসার কঠিন তীব্রতা
বুঝিয়ে দিলো নাইনটিফাইভ
স্রষ্টার অপার রহমতের কথাও কি মনে পড়ে?
নিরপাদ নিশ্চিন্ত নি:শ্বাসের অপার অধিকারেও
ভুলে যাই ভুলে থাকি সে সত্য।

কবিতায় ভাল লাগা রইল কবি।

১৫ ই মে, ২০২০ রাত ৮:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের প্রতি জীবনের ভালবাসার কঠিন তীব্রতা
বুঝিয়ে দিলো নাইনটিফাইভ


শুধু এটা না ভাই, আদা, তুলসী, লবংগ, লেবু জল, চা, ভিনেগার, কমলালেবু সবকিছুই তার ভালবাসার তীব্রতা দেখাচ্ছে!


স্রষ্টার অপার রহমতের কথাও কি মনে পড়ে? নিরপাদ নিশ্চিন্ত নি:শ্বাসের অপার অধিকারেও ভুলে যাই ভুলে থাকি সে সত্য।


এ নিয়ে লম্বা একটা কবিতা আছে ব্যবচ্ছেদ সিরিজে! পড়েছেন নিশ্চয়! স্রষ্টা ও সৃষ্টির রহস্য নিয়ে করোনা সকলকেই আবার ভাবতে বাধ্য করেছে।


কবিতার অনুভবে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা রইল সুপ্রিয় ব্লগার!

৪| ১৫ ই মে, ২০২০ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,




সময়টাই যে নিদারুন! এখন বাতাসে বিষাক্ত দংশন, জনপদ আতংকিত শব্দহীনতায়!
জীবন বেদের মন্ত্র এখন যে আটকে আছে একটুকরো কাপড়ের ফাঁদে।

সুন্দর কবিতা।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



সময়টাই যে নিদারুন! এখন বাতাসে বিষাক্ত দংশন, জনপদ আতংকিত শব্দহীনতায়!
জীবন বেদের মন্ত্র এখন যে আটকে আছে একটুকরো কাপড়ের ফাঁদে।


মন্ত্রমুগ্ধতার দু লাইনের সারমর্ম ! অশেষ ধন্যবাদ সুপ্রিয় লেখক কবি! নিরাপদে থাকুন। নিরন্তর শুভকামনা রইল!

৫| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: করোনার সময়ে মানুষের স্বাভাবিক মৃত্যুও বেদনাদায়ক; শেষ বিদায়টুকু জানানোর সুযোগ থাকে না।

১৫ ই মে, ২০২০ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন: বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ও হতাশার! তবে নিরাপদ দুরত্ব বজায় রেখে শেষ বিদায় জানানো অসম্ভব কিছু নয়!

৬| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে।

১৫ ই মে, ২০২০ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:







অশেষ ধন্যবাদ! শুভকামনা রইল!

৭| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার কবিতা। অনেকদিন পর আপনাকে ব্লগে পেলামম। ভালো আছেন নিশ্চয়।

১৫ ই মে, ২০২০ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: এর আগেও এসেছি। অল্প স্বল্প লেখাও লেখেছি! আপনিতো বইমেলা নিয়ে ব্যস্ত ছিলেন। তাই হয়ত নজরে আসে নি!


অনেকদিন পর আপনাকে ব্লগে পেলামম। ভালো আছেন নিশ্চয়।
৷ করোনার এই যাতনায় ভাল থাকি কি করে বলুন! তবুও আক্রান্ত যেহেতু এখনো হয়নি সেহেতু ভালই আছি আপাতত!


চমৎকার কবিতা।


ধন্যবাদ ভাই! ঘুমোতে যাবার আগে মন চাংগা করে দিলেন! নিরন্তর শুভকামনা!

৮| ১৬ ই মে, ২০২০ রাত ১:০৩

নেওয়াজ আলি বলেছেন: আজ সকল শব্দ সকল বাক্য মরনের কাছে মিথ্যা

১৬ ই মে, ২০২০ সকাল ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই! রমজানের শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.