নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জীবনবেদ-৬ - নীল নীল খামে, ভালবাসার নিলামে....

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৮




বড় কঠিন, বড় কঠিন দিনের মধ্যে
বেমানান প্রেমিক কবি আমি সকল গদ্যে, পদ্যে..
তাই ঘরের উনুনে যাক আমার
সমস্ত জীবন প্রেমের কবিতা হতাশে..
মুক্ত হৃদয় তোমার উড়ুক আকাশে বাতাসে
খুশির ফোয়ারায় নেচে-গেয়ে আজ
অসমাপ্ত পথের সমাপ্ত হল কাজ..

তবু মুক্ত হোক যারা ভুলেছ ভালবাসা আলো...
হে কাব্যদেবী তুমি সুধা ঢালো..
প্রদীপ্ত প্রদীপ জ্বেলে..
ভালবাসা বক্ষ সমুদ্র জলটুকু ঢেলে...
ভালবাসাময় হোক সকলের দুনিয়াবি যজ্ঞ..
কাব্যহীন প্রেমিক কবি রই, একাকী নিরালায় অজ্ঞ..
নীল নীল খামে...
সমুদ্র ভালবাসার নিলামে...

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ রাত ১:৫৭

শায়মা বলেছেন: কতদিন পরে এলে ভাইয়ু


ঈদ মুবারাক.....

২৫ শে মে, ২০২০ রাত ২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



শায়মাপু,


বহুদিন পরে! তোমায় মিস করেছি ভীষণ! তুমিও অনেকদিন পরে এলে! ভাল আছ নিশ্চয়! ভালো থেকো, নিরাপদে থেকো! ঈদ মোবারক!

২| ২৫ শে মে, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


কবিদের পৃথিবীতে কি কখনো বিষাদের ছা্যা পড়ে?

২৫ শে মে, ২০২০ রাত ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



আমি কবি নই, ছোট খাটো রোমিও...
রোমিওদের নীল সমুদ্রই পৃথিবী...
যেখানে সকল পথ্য কবিতা....
বিষাদের নীল অর্নব পিয়ে উড়ে যাওয়া আলবাট্রস .....

৩| ২৫ শে মে, ২০২০ রাত ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: নীল খাম নাই এখন। ইন্টারনেটর জীবন এখন।

২৫ শে মে, ২০২০ রাত ২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি নীল খামের লেখাটি বেশ কয়েকবার পড়েছেন। প্রতিটি প্রেমিক পড়ে!

৪| ২৫ শে মে, ২০২০ রাত ৩:৩৩

শিখা রহমান বলেছেন: অভিমানী কবিতা!! শেষের তিন লাইন দারুণ লেগেছে।

ঈদের শুভেচ্ছা রইলো। শুভকামনা কবি!!
নীল খামে আজ কেউ চিঠি লিখুক কবিকে।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার সাথে থাকার জন্যে অশেষ ধন্যবাদ! নিরন্তর শুভকামনা!

ঈদের শুভেচ্ছা রইল!

৫| ২৫ শে মে, ২০২০ ভোর ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অভিমানী কবিতায় ভালো লাগা।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার ও কবি। ঈদের শুভেচ্ছা রইল!

৬| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:১৩

ইসিয়াক বলেছেন: ঈদ মুবারক প্রিয় কবি।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পাঠে অশেষ ধন্যবাদ!


ঈদ মোবারক!

৭| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:১৭

ডঃ এম এ আলী বলেছেন:


নীল নীল খামে, ভালবাসার নিলামে..
আহা কতই না সুখপাঠ্য কবিতা
পাঠে প্রাণ জুড়ায় ।

এসাথে রইল পরিবারের সকলের প্রতি

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় লেখক, ব্লগার, কবি...


কবিতাটি পাঠে আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভকামনা জানাই! এমন সুন্দর বাধাই করার মত মন্তব্যে আমি অনেক অনেক৷ অনুপ্রাণিত হয়েছি! আপনার ও আপনার পরিবারের প্রতি রইল ঈদের শুভেচ্ছা!

৮| ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: খুব কঠিন ব্যক্তিত্বসম্পন্ন মানুষটিও কারো না কারো কাছে আত্মসমর্পণ করে।

২৫ শে মে, ২০২০ রাত ৮:৩১

ভ্রমরের ডানা বলেছেন:




এটাই বিটার ট্রুথ! এটা নিয়ে একদিন লেখব রাজীব ভাই! আপনাকে ও সুরভী ভাবীকে ইদের অনেক অনেক শুভেচ্ছা রইল!

৯| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

২৫ শে মে, ২০২০ রাত ৮:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:





আপনাকে মিস করছি ভীষণ সুমন ভাই! ফিরে এসেছেন দেখে খুব ভাল লাগছে। করোনাভাইরাস ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। আশা করি সকল অন্ধকার একদিন মুছে যাবে! কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইল! ঈদ মোবারক!

১০| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মিরোরডডল বলেছেন: অনেক বৃষ্টির পরে
আকাশ বড় নীল
অনেক দুঃখের পরে
নীল খামে চিঠি যেন
ভেজা চোখ রোঁদে ঝিলমিল

২৫ শে মে, ২০২০ রাত ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা আর গান মিলিয়ে কী দারুন অনুভবে মন্তব্য করে গেলেন! আপনার অনুভব অতুলনীয়! এমন আরো কয়েকটা কবিতা লেখার অনুপ্রেরণা এই মন্তব্যে পেলাম! অশেষ ধন্যবাদ!



ঈদ মোবারক!

১১| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে। সহজ সরল ভাষা। প্রানবন্ত।

২৬ শে মে, ২০২০ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি যখন কবিতা পড়েন তখন আমার মনে হয় আপনি নিজেকে রাজা রাজা মনে করেন। নইলে এতো সুন্দর মন্তব্য এতো ধারাবাহিক আসার কথা না। আমি গাজী সাহেবের মন্তব্য এঞ্জয় করি। উনার মন্তব্যের উত্তর দিতে গিয়ে আমার নিজেকে রাজাধিরাজ মনে হয়! আপনার মন্তব্যে উত্তর দিতে গিয়ে খেই হারিয়ে ফেলি। নিজেকে মিসকিন মিসকিন লাগে!

১২| ২৬ শে মে, ২০২০ বিকাল ৫:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নীল নীল খামে...
সমুদ্র ভালবাসার নিলামে...

..............................................................
ভালবাসা কখনো নীল খামে নীলামে দেয়া যায় না,
তবে নীল সমুদ্রে গভীর ভাবে অবগাহন করা যায় ।

..........................................নীল আকাশে শঙ্খচিল এভাবেই উড়ে বেড়ায় ................................

২৬ শে মে, ২০২০ রাত ৯:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
স্বপ্নের সংখচিল বলেছেনঃ ভালবাসা কখনো নীল খামে নীলামে দেয়া যায় না


কবিতা সবি সম্ভব! ঈদ মোবারক!

১৩| ২৬ শে মে, ২০২০ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে ভালোলাগা রইলো।
সেকেন্ড স্তবকের প্রথম চারলাইন দুর্দান্ত লেগেছে।++
পোস্টে ষষ্ঠ লাইক।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

২৮ শে মে, ২০২০ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন: আপনার মন্তব্য ঘরে অফুরান অনুপ্রেরণা আমাকে আরো উজ্জীবিত করেছে। অশেষ শুভেচ্ছা ও শুভকামনা রইল! ভাল থাকুন! অফুরান ভালবাসা রইল!

১৪| ২৯ শে মে, ২০২০ রাত ৯:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: মিস্টার রোমিও ;) , কবিতা পড়ে মনে হলো এটা নিয়ে ভালো একটি গান হতে পারে। শিরোনামটি খুবই টাচি, কেমন যেন সুরে সুরে পড়তে হয়!

পোস্টে লাইক।
ভালো থাকুন,।

২৯ শে মে, ২০২০ রাত ৯:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


মিস ইউনিভার্স জুলিয়েট ;) গেয়ে ফেলুন। এরপর লিংকটি আমাকে দিন। বহুদিন হল গানটান শুনি না :D


লাইকে মোগাম্বো হয়ে আছি! আভি কুছ মাত বলিয়ে জি!


আল বিদা!

১৫| ২৯ শে মে, ২০২০ রাত ৯:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: ঐ ছ্যামড়া, আপনি নিজেকে ছোটখাট রোমিও বলেছেন কিন্তু আমি কি নিজেকে জুলিয়েট বলেছি? আমি জুলিয়েট নই।

আর আমি গাইলে ওটা কবিতাও থাকবে না, গানও হবেনা, কর্কশ এলার্ম হয়ে যাবে! :D

২৯ শে মে, ২০২০ রাত ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



ইয়ে মানে তাই বলে ডিরেক্ট ছ্যামড়া :P ...

আমি তো ভাবছি জুলিয়েট বললে খুশি হবেন :D জুলিয়েট কে না হইতে চায়? একদিন ঠিকই হবেন :P


চেষ্টা করে দেখেন। যা হবে হোক! দেন শুনি! আড্ডা ঘরে দিয়েন। সবাই শুনব নে... :D

১৬| ২৯ শে মে, ২০২০ রাত ৯:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার সাথে আজ প্রথম কথা হচ্ছে আমার? নাকি আপনার ব্লগে প্রথম আসলাম? আড্ডাঘরে অনেক আড্ডা দিয়েছি, ছ্যামড়া তখনো অনেক বলেছি। এতদিন পরিচয়ের পরে ইনডাইরেক্ট হতে যাব কেন?

আমি জুলিয়েট হতে চাইনা, প্রেমের জন্যে মরতে যাব কেন বরং প্রেমের জন্যে বাঁচব, বেশি করে বাঁচব। :)

মানে আড্ডাঘরের এতগুলো মানুষের শ্রবণশক্তির বারোটা বাজাতে হবে? নো ওয়ে। আমরা পাগল আছি, পাগলই থাকি, নতুন সমস্যার দরকার নেই। ;)

২৯ শে মে, ২০২০ রাত ১০:১১

ভ্রমরের ডানা বলেছেন:




সামু পাগলা০০৭ বলেছেন: আপনার সাথে আজ প্রথম কথা হচ্ছে আমার? ইয়ে মানে, তাইলে কি আগে থেকেই দাবড়ানি দিয়েছিলেন :P


ক্যামনে ভুললাম ম্যান :-B


নাকি আপনার ব্লগে প্রথম আসলাম? না আগের বার আসে কাতুকুতু দিছিলেন।ওইটা এখনো গায়ে লাগে আছে।


এতদিন পরিচয়ের পরে ইনডাইরেক্ট হতে যাব কেন?
আপনি আসলেই ব্লগে একপিস! আড্ডা দেবার পারফেক্ট ব্লগার!



আমি জুলিয়েট হতে চাইনা, প্রেমের জন্যে মরতে যাব কেন বরং প্রেমের জন্যে বাঁচব, বেশি করে বাঁচব। আপনি কি লেডি মেফিস্টোফিলিস হতে চান?



মানে আড্ডাঘরের এতগুলো মানুষের শ্রবণশক্তির বারোটা বাজাতে হবে? নো ওয়ে। আমরা পাগল আছি, পাগলই থাকি, নতুন সমস্যার দরকার নেই





প্লিজ সামু পাগলী প্লিজ দেন! লাস্ট রিকুয়েষ্ট! নইলে কিন্তু কাইন্দা দিমু :((

১৭| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: না আগের বার আসে কাতুকুতু দিছিলেন।ওইটা এখনো গায়ে লাগে আছে।
এহ বাজে কথা!

আপনি আসলেই ব্লগে একপিস!
জ্বি ধন্যবাদ, আমারো তাই মনে হয়। ;)

লেডি মেফিস্টোফিলিস
উহা কি?

কাইন্দা দেন, কান্নার পরে হাসি, বলেছে চাঁদ মাসি। :D

২৯ শে মে, ২০২০ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন:


এহ বাজে কথা! আমারে হেনা সাব পাইছেন! মেমোরি বহুত শার্প আছে। তার থেকে বড় কথা প্রমান আছে :D


লেডি মেফিস্টোফিলিস
উহা কি?



এখন বলা যাবে না ভয় লাগে। রাত এগারটা বাজে! ঘুম আসবে না :D কাল বলব :P

১৮| ২৯ শে মে, ২০২০ রাত ১১:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাইকে কেন টানলেন? হেনাভাইয়ের মেমোরী অনেক ভালো।

প্রমাণ দেখাতে বলবনা, কেননা চাইলে আমিও প্রথম মন্তব্যগুলো দেখতে পারি। তবে আপনার সাথে আমার কাতুকুতু দেবার মতো সম্পর্ক না বস। দাবড়ানি দিতে পারি যদিও। সেটা পসিবল। :)

২৯ শে মে, ২০২০ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:





আই এম জোকিং :P


পালাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.