নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যাবচ্ছেদ-৩৬- বিবর্তন

২১ শে জুন, ২০২০ রাত ৮:২৮





এলিটা, খুড়ে নাও হৃদয়ের শেকড় যতটুকু পার
আত্মার গভীরতায় ছুয়ে অমৃত হেমলক
মেহগনি পাতার মত মিশমিশে ঘন সবুজে
পল্লবাধার গহীনের ছায়াঘন স্মৃতিরাও জানে
প্রেম জমেছিল ভোরের আলোতে
শিশিরের মতন সবার আড়ালে
সূর্যের আলো জ্বলে ওঠার আগেই...
ছুয়ে নাও সমস্ত জলের টুপটাপ প্রেমালিঙ্গণ
সংগোপনে সাধিত সকল জলকাব্য ঝাপি
বুদবুদের মত নিজেকে আজও চঞ্চল ভাবি...



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে জুন, ২০২০ ভোর ৬:৩১

ভ্রমরের ডানা বলেছেন: অশেষ ধন্যবাদ সেলিম ভাই! প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

২| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০১

নেওয়াজ আলি বলেছেন: একরাশ  মুগ্ধতা ।

২২ শে জুন, ২০২০ ভোর ৬:৩২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার অনুভবে অশেষ প্রীতি ও ভালবাসা! শুভকামনা রইল!

৩| ২১ শে জুন, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

অনেকদিন পর ব্লগে আপনার পোষ্ট পেলাম।

২২ শে জুন, ২০২০ ভোর ৬:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা রইল।

৪| ২১ শে জুন, ২০২০ রাত ১১:৪৩

জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। এলিটা এখনো আছে। :)

২২ শে জুন, ২০২০ ভোর ৬:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় বহুপুরোনো এক কবিকে পেয়ে খুবই প্রীত হলাম! উপভোগ্য মুহূর্ত জেন ভাই

ভ্রমরের ডানা থাকলে
এলিটাও থাকবেই....


কি বলেন ;)

৫| ২২ শে জুন, ২০২০ রাত ৮:৩৬

মিরোরডডল বলেছেন: "প্রেম জমেছিল ভোরের আলোতে
শিশিরের মতন সবার আড়ালে
সূর্যের আলো জ্বলে ওঠার আগেই
ছুয়ে নাও সমস্ত জলের টুপটাপ প্রেমালিঙ্গণ"


প্রেমালিঙ্গণ, এর চাইতে ভালো লাগা আর কি হতে পারে !

"তবু , নীলাকাশ ওই যে আমার
রেখো তোমার দুচোখে ছোঁয়াতে
আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি জোনাক
পিদিম বাতি
এ রাতে"

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮

ভ্রমরের ডানা বলেছেন: এমন দু একটা অনুভব অজস্র লেখার প্রেরণা! আপনার অনুভব খুবই শক্তিশালী!


খুব সুন্দর লিখেছেন


"তবু , নীলাকাশ ওই যে আমার
রেখো তোমার দুচোখে ছোঁয়াতে
আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি জোনাক
পিদিম বাতি
এ রাতে"



কে লিখেছে এটা?

৬| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:২০

মিরোরডডল বলেছেন:



তবু শিশিরের মুক্তো অনেক
গেছে জমে স্মৃতির ঘরেতে
আমি খুঁজে নেবো সেখান থেকে
ভালোবাসার অশ্রু কিছু
এ রাতে


গানের কথামালা :)

২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: অত্যন্ত সুন্দর কথা মালা! খুব ভাল লেগেছে!

৭| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৫

মিরোরডডল বলেছেন: ভ্রমর কি গানটা শুনতে চায় ?
সব গানেরই একটা ভিন্ন পরিবেশ থাকে ।
মন দিয়ে শুনতে হবে নইলে কিন্তু খেলবো না :)

আমি খুঁজে নেবো সেখান থেকে একটি গোলাপ আমার জন্য এ রাতে

২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

ভ্রমরের ডানা বলেছেন: আবেগ মথিত গান! আবেশ অনুপম! ধন্যবাদ মিরোরডল! শুভকামনা রইল৷

৮| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:০০

মিঠু জাকীর বলেছেন: ভাল লেগেছে।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.