নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জীবনবেদ-৭- নীলকণ্ঠ

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৪



একদিন, পাহাড়ের বুকে চিবুক তুলে বলেছিলে-
কবি, আমার বুকের নীলকণ্ঠ হবে?
সেদিন থেকে ঝাঊ গাছের শান্ত ডালে, দূর থেকে দূর সমূদ্রবধু
অশান্ত দুপর জনশূন্য রাশি রাশি নীল ঢেউ
ছুটে আসা গাঙচিল ডানায় দেখেছি সূর্যাস্তকাল!
ভোরের আলোতে জ্বলন্ত শিশির অক্ষর
পাঠশালায় জেনেছি ভালবাসি গান
আর মায়াবী নদীর পাড়ে সাদা কাশফুলে ফুটেছিল
রৌদ্রস্নাত বর্ষীয়সী রুপসীর বসন।


মনে পড়ে,নিকষ আধারে অস্পষ্ট হয়ে আসা মরুবুকে
ফিরে ফিরে জীবনের ফেনিল জোয়ারের মতন
আমার ব্যালকনিতে
কফির মগে ধূমায়িত সৌরভ
শুনেছি পাখি গান সারা ভোর
পৃথিবীর জানালায় অনেকক্ষণ কথা বলা...
তারপর দূরে, অনেক দূরে একটা দুপুরের বাতাসে
তোমার খোলা চুলে জীবনের ঘ্রাণ
হাসের নরম পালকের মত বিকেলের স্নিগ্ধতা!


কপিরাইট সংরক্ষিত ©™

মন্তব্য ১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৬

শায়মা বলেছেন: আহা কতদিন পরে এক খানা নীল নীল নীলকন্ঠ কবিতা!!

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


কতদিন পর....... আহা শায়মাপুর সনে দেখা :)

২| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে দেখে খুশি হয়েছি। কবিতা পাই কিন্তু গভীরতার বড় অভাব।মে কারণে আপনাকে খুব মিস করতাম। চমৎকার কবিতায় ভালো লাগা রইলো। জীবনবেদ ৭ মানে আগে ছয়টি পর্ব হয়ে গেছে।ফাইন। আপনাকে নিয়মিত পাবো এটাই আনন্দের..
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাটি পাঠে ও চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা রইল! আমি সামান্য একজন মানুষ! কিছু কথা নিজের মত করে লেখি! ভুলত্রুটি মার্জনীয়! চেষ্টা থাকবে নিয়মিত হবার! শুভকামনা সুপ্রিয় ব্লগার!

৩| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,





অনেক অনেক দিনের পরে এলেন বৃষ্টির মতো নরম পালকের উষ্ণতা নিয়ে।

সুন্দর বাক্যের কাশফুল ফুটিয়েছেন অনেক। তবে এখানটাতে খটকা লেগেছে -" বুকের নীলকন্ঠ হবে ?" বুকের নীলকন্ঠ হয় কি করে ! নিশ্চয়ই কিছু শব্দ বাদ গেছে।
( অনেক দিন পরে এলেও এই যে একটু খটকার কথা বললুম তাতে আমাকে খারাপ ভাবার কোনও কারন নেই। আপনাকে, একজন কবিকে, আপন একজন ভাবি বলেই এমন বলতে সাহস পেলুম। )

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক অনেক দিনের পরে এলেন বৃষ্টির মতো নরম পালকের উষ্ণতা নিয়ে। আপনার মত চিরসবুজ লেখকের পেলবতা মাখা মন্তব্য মন ছুঁয়ে গেল। আনন্দিত হলাম!

আপনাকে, একজন কবিকে, আপন একজন ভাবি বলেই এমন বলতে সাহস পেলুম। এই মন্তব্যে একটু লজ্জা পেলাম। আমি অতিসামান্য একজন মানুষ। আমি কবি নই, লেখক হবার সামান্য যোগ্যতা আমার নেই! আমি নিজের ভাব প্রকাশে আনন্দ পাই তাই লেখি। সবসময় আপনার সহচর্যে অনুপ্রেরণা পাই। "কবি, আমার বুকের নীলকণ্ঠ হবে?" এখানে নীলকণ্ঠ কিন্তু একটা ফুল! পাহাড়ের গায়ে অনেক দেখেছি। যতদূর মনে পড়ে, এক নাটকে একবার নীল আকাশের নীচে নীলকণ্ঠ ফুল বুকে জড়িয়ে একজন কবিতা হতে চেয়েছিল এক নায়িকা। নীলবসনার বুকে নীলকণ্ঠ ফুলের তোড়ায় আমিও ভেসে গেছি কবিতার নীলে!


বহুদিন পর আপনার সাথে কথোপকথন! অনেক ভাল লাগা! শুভেচ্ছা রইল সুপ্রিয় ব্লগার!

৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩

মিরোরডডল বলেছেন:



ভ্রমর যে এতদিন পর !!!
কি সুন্দর একটা কবিতা নিয়ে ......

তারপর দূরে, অনেক দূরে একটা দুপুরের বাতাসে
তোমার খোলা চুলে জীবনের ঘ্রাণ
হাসের নরম পালকের মত বিকেলের স্নিগ্ধতা!


গুড টু সি ইউ ।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন: থ্যাংকস ফর ইউর বিউটিফুল আইজ অন মাই পোয়েট্রি লেডি!

বিরতিটা অনিবার্য ছিল। প্লিজ ফরগিভ মি! :)

৫| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: চমৎকার লিখেছেন ++

২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভকামনা রইল!

৬| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক দিন পর আপনার কবিতা পাঠে মুগ্ধতা।

+++++

২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ মাইদুল ভাই! শুভেচ্ছা রইল!

৭| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৬

নতুন-আলো বলেছেন: সুন্দর কাব্য

২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!

৮| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১২

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

৯| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা রেখেছি !

২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি! ধন্য হলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.