নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ-৩৭- আমি জানি না

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৭




কেন আমাকে গুনতে থাক,
এক, দুই তিন....
শিফনের স্তরে স্তরে গ্যালাক্টিকো ...
আমি নেই আমি নেই...

পায়েরছাপ রেখে যাওয়া কোন সমুদ্র আলম্বে
ধুয়ে যাওয়া নোনা বালু আমি..
সহস্রাব্দ কেউ খোঁজেনি আমায়...
তুমিও খুঁজতে যেওনা আমার ঠিকানা...
আমি নেই, আমি নেই..

কোন শব্দ দহনে, কোন কন্ঠ কম্পনে
কর্কশ দুপুর বেয়ে রাতের চন্দ্রিমাহত
অবোধিনী একটি আলপিন টুংকার অবধি
আমি নেই, আমি নেই...

মৌসুমি তন্দুলের মন্দ্রিত শীষের মত আমি ...
কারো আকর্ষণ আমাকে ছুঁয়ে যায় না,
তবুও বুকের নিঃশ্বাস কখন বাতাস ছুঁয়ে ঝরে
আমি নেই, আমি নেই...
আমি জানি না...


©ভ্রমরের_ডানা

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি বড় আনপ্রেডিক্টেবল। একবারেই আর ব্লগমুখো হননা।

দুর্দান্ত কবিতা
কতো মায়াবী চোখে এই ব্যবচ্ছেদের চিত্র আঁকলেন।
কখনো শিফনের স্তরে স্তরে গ্যালাস্টিকো
কখনো সমুদ্রে আলম্বে নোনা বালি,
কখনোবা রাতের চন্দ্রিমাহত অবোধিনী এক আলপিনের ঝংকার,
কখনোবা মৌসুমী তন্দুলের মন্দ্রিত শীষের ন্যায়....
কি দারুণ সব উপমা দিয়ে ব্যবচ্ছেদকে ফুটিয়ে তুললেন+++
শুভেচ্ছা কবি ভাই আপনাকে।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে শুভেচ্ছা! আন্তরিক ধন্যবাদ রইল!

২| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,





অনেকদিন পরে এসে জানিয়ে গেলেন - আমি নেই!
আসলেই আপনি ছিলেন না। না কবিতায়; না ব্লগে!

কর্কশ দুপুর বেয়ে রাতের চন্দ্রিমাহত অবোধিনী একটি আলপিনের মতো টুংকার দিয়ে কেন ওঠেন না!!!!!!!!!!!








কর্কশ দুপুর বেয়ে রাতের চন্দ্রিমাহত
অবোধিনী একটি আলপিন টুংকার অবধি
আমি নেই, আমি নেই...

মৌসুমি তন্দুলের মন্দ্রিত শীষের মত আমি ...
কারো আকর্ষণ আমাকে ছুঁয়ে যায় না,
তবুও বুকের নিঃশ্বাস কখন বাতাস ছুঁয়ে ঝরে
আমি নেই, আমি নেই...
আমি জানি না...

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
আসা যাওয়ার মধ্যেই আছি! কেমন আছেন কবি? শুভেচ্ছা রইল!

৩| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ রাজীব ভাই! শুভকামনা রইল!

৪| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: কোথাও যেন এক শূন্যতা. … হাহাকার ভরা আকুতি।
মন কেমন করা ভালো লাগা।

#কতদিন পরে আপনার কবিতা পড়লাম। এবার ব্লগে নিয়মিত হবেন আশা করি।
শুভকামনা সতত।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ!

৫| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো পাঠে I

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!

৬| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৩

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: অন্তত সপ্তাহে দুইটা করে কবিতা পোস্ট করেন ব্লগে........

কবিতার চরন ভালো লেগেছে.......

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: চেষ্টা করব! পারব কিনা জানি না! কবিতা সবসময় মাথায় আসে না!


শুভেচ্ছা রইল!

৭| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯

Abida-আবিদা বলেছেন: অনেক সুন্দর কবিতা, আপু।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

৮| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন:



ভ্রমরটা কোথায় ছিলো এতদিন !
আমরা কিন্তু ভ্রমরকে খুঁজেছি ।
কবিতার সাথে ছবিটাও খুব সুন্দর ।




০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



ভ্রমরটা ডানা ছুড়ে উড়ার সময় পাচ্ছে কম! আস্তে ধীরে ঠিক হয়ে যাবে বলে আমিও শুনেছি! ভ্রমরের খোজ করেছেন জেনে ধন্য হলাম! শুভেচ্ছা রইল! :)

৯| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২২

মিরোরডডল বলেছেন:



আমি জানি না যে
কি এমন হারিয়েছে
আমি বুঝি না যে
কেনো অশ্রু চোখে ভাসে
শুধু এইটুকু জানি
শুধু এটুকু বুঝি আমার
হৃদয় পুড়েছে



০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

আরেহ! আপনিতো এই কয়েকটি লাইনে আমাকে মুগ্ধ করে দিলেন। বাহ! সুন্দর, অনাবিল সৌন্দর্য!

১০| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২২

মিঠু জাকীর বলেছেন: বাহ!

০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ!

১১| ১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:৩৩

মিরোরডডল বলেছেন:




এটাতো Metal Maze এর একটা গান :)
ভ্রমরকে অনেকদিন পর দেখে ভালো লাগলো ।






১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন: গানটি সুন্দর!

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: আপনার কবিতার স্বাদই আলাদা।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনার স্বাদ গ্রহনের গ্রন্থিগুলো অসাধারণ! মন্তব্যে অনুপ্রাণিত করেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.