নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যাবচ্ছেদঃ ৩৮- এ সময় আমার নয়

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩০



এসময় গুলিস্তাঁদের নয়,
এসময় কড়া পারফিউম মোড়ানো রগরগে বিজ্ঞাপন
সারমেয় বুকে জিমনেশিয়াম
হলহল করে বেড়িয়ে আসা মাংসপিণ্ড দংগল..
কিংবা অপরিচিতার অনাবৃত নরম স্তনে।

প্রচন্ড রোদে পুড়ে যাওয়া রোমিওদের বুকপিঠে
ঘামের খুশবু যে প্রেমকাব্য,
জুলিয়েটের তীব্রতর রুদ্ধশ্বাসীয় নিশ্বাস, সে ইন্দ্রিয় কই?
এসময় আছে গালিবের শায়েরী ফিকে হয়ে
কিছু ওমাগলীয় স্পট লাইনে...
ঘোড়ার খুরে উড়ে যাওয়া ধুলি বোহেমিয়ান চাবুকের দাগে
প্রেমহীন অসাড়তা....
এসব কবিতা নয়, আমি তাদের প্রেমের কাব্য বলি না...
এ ভুল সময়; সে আমার নয়...

সর্বস্বত্ত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,




বহুদিন পরে ঘোড়ার খুরে ধূলি উড়িয়ে এলেনঁ!
এখন আর সে ইন্দ্রিয় পাবেন কই? সব রগরগে স্যোসাল মিডিয়ার বেনোজলে ভেসে গেছে!
সময় এখন ভালো নয়।

নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা।


১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল বলেছেন। নববর্ষের শুভেচ্ছা রইল!

২| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: ভ্রমরের ডানা ভাইয়ু!!!

কঠিন কাব্য কিন্তু রোমিও জুলিয়েটের ছবি দেখে সে সময় আর এ সময়ের প্রেম বুঝা গেলো।

১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন: বাহ আপু তুমি তো ভালই মিস করছ নভেলগুলো! গ্রেট B-)

এসময়ের বেশি কিছু দেখো না, নইলে সব ভুলে যাবে ;)



শুভেচ্ছা!

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৬

মিরোরডডল বলেছেন:




ভ্রমর, কবিতাতে ভালো লাগা এবং ছবিটাতে ।
মুভির এই সিনটা যে আমার কি ভীষণ প্রিয় ।
আমার কিন্তু নতুনটার চেয়ে সেই পুরনো রোমিও জুলিয়েট ভালো লাগে ।
আহ ভ্রমর কি মনে করিয়ে দিলো !




১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:


আসলে একটা সফট অনুভব ছিল, ধীরে ধীরে কবিতা, উপন্যাস, সিনেমা জীবন গল্প সব কিছু থেকেই সে স্নিগ্ধতা হারিয়ে যাচ্ছে!

৪| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৭

মিরোরডডল বলেছেন:




আসলেই আগের সেই ইন্টেন্সড ফিলিংস আর নেই ।
রোমিও জুলিয়েটের থিমটাও দিয়ে গেলাম ।

সুরে অনুভূতি
অনুভুতিতে সুর




১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন: মিউজিকটা ৭-৮ বার শুনলাম! অসাধারণ সফট আর পাওয়ারফুল। বুকে গিয়ে লাগে। মিউজিক শেয়ারের জন্যে ধন্যবাদ ডল!

৫| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

নূর আলম হিরণ বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে দেখলাম। সব কুশল ভালো?

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: প্রথমেই শুভেচ্ছা জানবেন। সব কুশল! শুভকামনা রইল!

৬| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কমেন্ট চিরপরিচিত! আপনি এতোদিন পরেও পজেটিভ! ভাল লাগল!

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: এখন আর আগের মত লেখেন না কেন ব্লগে?
আশা করি ভাল আছেন?

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন: আগের মত সময় হচ্ছে না। লেখার হাত তেমন ভাল নয়। আরো একটু গুছিয়ে নিতে সময় লাগছে। আমি বসে নেই। প্রচুর ভাবতে হচ্ছে!

৮| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪১

অধীতি বলেছেন: কি সুন্দর কবিতা!
ভালবাসা নিবেন কবি।

১৪ ই মে, ২০২২ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার মন্তব্য পড়ে মনটা ভাল হয়ে গেল। অনুপ্রেরণা যোগানোর জন্যে অশেষ ধন্যবাদ। শুভকামনা!

৯| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

মিঠু জাকীর বলেছেন: ভাল লাগলো

১৪ ই মে, ২০২২ রাত ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভকামনা রইল!

১০| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

মিরোরডডল বলেছেন:



কেমন আছে ভ্রমর ?
নতুন কোন কবিতা হবে ?



১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন: সরি, হবে সামনে। নিজেকে নিয়ে ভাবার সময় পাচ্ছি না।

১১| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫৭

মিরোরডডল বলেছেন:



কি খবর ভ্রমর।
ব্যস্ততা কমেনি এখনও?

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন: হুম, ব্লক কাজ করছে। লেখার তীব্রতা ধূসরিত! ভাল্লাগেনা! শুভকামনা রইল ডল!

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ব্লগে কম পায় কেনো?

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন: বাবু ভাই, ওয়ালাইকুমুস সালাম! কেমন আছেন? আশাকরি ভালই আছেন।

লেখালেখিটা পার্মানেন্টলি ছেড়ে দেব ভাবছি। তাই ব্লগে আর আসা হয় না। ভালও লাগে না।

১৩| ২১ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



এত সুন্দর কবিতা এখানে লিখে রেখে
কোথায় হারিয়ে গেলেন ।
কামনা করি শীঘ্রই দেখা দিবেন ।

শুভেচ্ছা রইল

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় লেখক, লেখালেখিটা আর মনে বসছে না। ভাল কোন টপিক মাথায় আসছে না। আসলেই লেখা শুরু করব। শুভকামনা রইল!

১৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:


পাখি নিয়ে লিখেন ।
দেশে পাখিকুল খুবই বিপদের মাঝে আছে ।
মানব সৃষ্ট কারণে প্রকৃতি পরিবেশ বিনষ্ট ও দুষিত
হওয়ার ফলে আমাদের প্রকৃতি হতে পাখিকুল
কোথায় যেন হারিয়ে যাচ্ছে । এযে আমাদের
দেশের প্রকৃতি ও পরিবেশের জন্য কত
ভয়াবহতা ডেকে আনবে তা ভেবেই হচ্ছি
ব্যকুল ।

আপনার প্রতিউ শুভকামনা রইল

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন: পাখি,মাটি বাতাস অরণ্য সকল সিগ্ধতা মুছে যাচ্ছে। আপনার ব্যাকুলতা প্রাণ ছুঁয়ে গেল! ভাল থাকবেন।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

বিজন রয় বলেছেন: আপনি কোমন আছেন? কোথায় হারালেন?

চলে আসুন ব্লগে।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাল আছি। আপনি ভাল আছেন নিশ্চয়। আমি লেখালেখি থেকে আপাতত হারিয়ে গেছি। কবে ব্লগে আসব ইয়াত্তা নেই।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিবেন?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: কি লেখব মাথায় আসছে না। আপনি হেল্প করুন প্লিজ!

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৪

বিজন রয় বলেছেন: কি যে বলেন! এভাবে সাহায্য করা যায়!!

লিখুন না, শব্দহীন রাতে হৃদয়ের গোপন আর্তি নিয়ে, যা মানুষকে ভালবাসায় পূর্ণ করে তুলবে।

আপনি কি দেশে থাকেন না বিদেশে?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
আমি অসহায় হয়ে আছি। শব্দের বাতিরা জ্বলছে না। ওরা পাখিদের মত গাইছে না। হয়ত জট লেগে আছে বাস্তবতা ব্যস্ততায় । বিহব্বল আমি দেশে আছি।


লেখা লেখব শীঘ্রই! আপনার মন্তব্যে ভালবাসা রইল!

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

বিজন রয় বলেছেন: আমি অসহায় হয়ে আছি। শব্দের বাতিরা জ্বলছে না। ওরা পাখিদের মত গাইছে না।

এটা নিয়ে কথা বলতে চাই। আপনার মনের অবস্থা বুঝতে পারছি।

আপনার সাথে কি দেখা হতে পারে?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


আমি লেখাগুলো মনের আনন্দেই লেখি। এখন অলসতা ভর করেছে। মন ভালই আছে। তবে ওই যে বললুম ব্যস্ততায় জট ভজকট! দেখা হলে ভালই হয়।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



বছর পার হতে চলল,
বছর শেষের আগেই
নতুন কবিতা পেতে চাই
এটা কবি বরের কাছে
আমাদের অমর দাবী।

২০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

মিরোরডডল বলেছেন:





সবাই এমন করে ডাকছে
তারপরও ভ্রমর নতুন লেখা নিয়ে আসছে না

একদিন এই ডাক বন্ধ হয়ে যাবে
তখন আর এসে কি হবে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.