![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে স্বাধীনতা কি?শুধু ঢাকা থেকে প্রশাসনিক নির্দেশ দেয়ার নামই কি স্বাধীনতা!!!!
বৃটিশ বা পাকিস্তানএর শাষনামলে কি কারো বাবা বলতো, "মাগরিবের পর বাড়ির বাইরে যাইস না, দেশের অবস্থা ভাল না"। ওই সময় কি সরকারের বিরুদ্ধে কথা বললেই কেউ হারিয়ে যেত শূণ্যে? ওই সময় কি দিনে ১০০ গুম হওয়ার পরও মন্ত্রীরা বলতো, "গুম বলতে আসলে কিছুই নেই, সব মিডিয়ার সৃষ্টি"। অই সময় কি কোনো ৭ম/৮ম শ্রেনীতে পড়া ছেলের নামে ৪/৫টা মামলা দেয়া হত!! যে এখনো মামলা কি, বোঝেইনা। ওই সময়ে কি ১মন ধান বেচে দেড় কেজি গোশত কিনিতে কেউ হিমশিম খেতো? ওই সময়ে কি কেউ মামা-চাচার অভাবে বেকার হয়ে, একসময় মাস্তানীতে নাম লেখাতো!! ওই সময় কি কেউ সারাবছর ঠিকভাবে পড়েও পরীক্ষার হলে এসে দেখতো, পাশের ফাঁকিবাজ ছেলেটা গতকাল রাতে প্রশ্ন পেয়ে আজ কোপাচ্ছে। সে কি আর পড়বে আগামী পরীক্ষায় ভালভাবে??
কি লাভ হল স্বাধীন হয়ে? আসলে স্বাধীনতা মানে কি?? আলাদা ভুখন্ডের শাষন মানেই পরাধীন?? তাহলে যমুনা-পদ্মা নদীর দ্বারা যে উত্তরবঙ্গ, ঢাকা থেকে আলাদা। এর অর্থ, আমরা পরাধীন? উত্তর জনপদের মানুষ পরাধীন?? আর স্বাধীনতার সংগা কি? কেন আমি নিজেকে স্বাধীন বলবো? কেন আমি নিজেকে স্বাধীন দেশের নাগরিক ভাববো? কিভাবে আমি স্বাধীন? আজ যে স্বাধীনতার ৪৪ তম বার্ষিকী, শুধু সৃতিসৌধে ফুল দিয়েই শেষ? আমি আজ আমার অবস্থান থেকে বলছি আমি কেন-কিভাবে পরাধীন। আসলে সবাই পরাধীন। প্রধানমন্ত্রী দাদাদের কাছে, নেত্রী আছেন বালুর ট্রাকের পেছনে। বাকিদের কথা আর নাইই বললাম। অবশ্য তারাও বলবে না। কারন অর্ধেকের কলিজা নাই, এই কথাগুলো বলার। আর বাকিরা বেশি অলস থুক্কু ব্যস্ত, ফলে এইসব আজেবাজে কথা বলার সময় তারা পান না। তারা গুগলে সানি আপুর নাম সার্চ দিতেই সময় পান না, আর এ তো আর কি?
আসলে ৪৪ বছর পরেও আমি স্বাধীনতা কি তা বোঝার চেস্টা করছি। অবশ্য চলুক, আল্লাহর রহমতে তো SSC পাশ মারলাম। দোস্তরা, জীবনের প্রতিপদে হোচট খাওয়ার পর যখন কথা বলতে যাবা, কেউ শুনবে না। কারন ততদিনে তুমি looser. আজ এই স্বাধীনতা(!) দিবসে সবাইকে শুকনো শুভেচ্ছা।
আমরা দুঃখিত হে শহীদগন, মাফ করো। তোমাদের প্রানের মুল্যে কেনা স্বাধীনতাকে আমরা আজও চিনতে পারলাম না। পারলাম না তাকে রক্ষা করতে।
[ভাগ্য ভাল আমি বিখ্যাত কেউ নই। নাইলে, স্বাধীনতার চেতনায় আঘাত করার অপরাধে কোন চিপায় পড়তাম, আল্লাহ্ই ভাল জানেন]
২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৩:২১
বিলোয় বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামী লীগের লালসালু। এই লালসালুকে ঘিরে থাকা ভণ্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দেয়______________তারেক রহমান
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:৩৮
bappyalmamun বলেছেন: আপনি যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর আপনারই খুব ভালো জানা আছে। সবারই জানা আছে। মোটের উপর পরাধীনতার অলস রক্ত আমাদের রক্তে মিশে আছে। তাই এখনো কারো না কারো হাতে জিম্মি থাকতে ভালবাসী। ধর্মের দোহাই দিয়ে হোক, জাতীয়তাবাদের দোহাই দিয়ে হোক, আর চেতনা দ্বারা প্রভাবিত হয়ে হোক।