নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াফিক ফারূক

ওয়াফিক ফারূক › বিস্তারিত পোস্টঃ

সাত গম্বুজ মসজিদের এইদিন সেইদিন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮



এই মসজিদটি মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে নির্মাণ করান শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ।

বর্তমান ঢাকার মোহাম্মদপুরে এই মসজিদ অবস্থিত। মসজিদের ভিতরে ৪টি কাতারে প্রায় ৯০ জনের নামাজ পড়ার মত জায়গা রয়েছে।

চারটি মিনারসহ সাতটি গম্বুজ আছে বলে এর নাম সাত গম্বুজ মসজিদ হয়ে যায়। মসজিদের পূর্বপাশে আছে চতুষ্কোনাকৃতির একটি কবর, কথিত আছে, এটি শায়েস্তা খাঁর মেয়ের কবর।

মসজিদের শিলালিপিটি অনুপস্থিত বলে নির্মাণের সঠিক সময় জানা যায় না তবে শৈলীগত দিক বিবেচনা করলে মসজিদটির নির্মাণকাল ১৬৮০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়।

এখন এই মসজিদের তিন পাশে বড় বড় দালান।

যদিও এটা এখন কল্পনা করা কষ্টকর তবে একসময় এই মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা, মসজিদের ঘাটে ভেড়ানো হতো লঞ্চ ও নৌকা

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: আমি গিয়েছি এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.