| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বাঁচি আরো কিছুকাল লিখে যাবো আরো কিছু অন্ধকার
প্রতিরাত শেষে ভোরের খামার যতটুকু ঘুম লেখে
ভুলে যাই সব
গলে যাই ঘুরন্ত চাকার মিলিত শ্লোকে
ইদানিঙ চশমার গ্লাসেও জিয়ানো মেঘ
অবতল লেন্সে অতীতের প্রিয়মুখ, শহরের উদ্বেগ
যখন ক্ষতবিক্ষত কাঙ্ক্ষাগুলো থুবড়ে পড়ে
রাতের রেলিঙ ঘেষে তুমি নির্জন ছাদে দাড়িয়ে থাকো
ফোঁটা ফোঁটা হিম-অশ্রু গায়ে মেখে আমাকে নাড়িয়ে দাও কম্পিত বিশ্বাসে।
২|
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ++
৩|
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
শিকদার ওয়ািলউজ্জামান বলেছেন: ধন্যবাদ সেজুতি আপু
৪|
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩
শিকদার ওয়ািলউজ্জামান বলেছেন: ধন্যবাদ ভাই কলেমর কালি শেষ...
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
সেজুতি_শিপু বলেছেন: খুব ভাল লাগলো ।
খন ক্ষতবিক্ষত কাঙ্ক্ষাগুলো থুবড়ে পড়ে
রাতের রেলিঙ ঘেষে তুমি নির্জন ছাদে দাড়িয়ে থাকো
ফোঁটা ফোঁটা হিম-অশ্রু গায়ে মেখে আমাকে নাড়িয়ে দাও কম্পিত বিশ্বাসে।