| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত হলো শিল্প সাহিত্যের ছোট কাগজ জলসিঁড়ি। সপ্তক সাহিত্য চক্র, মাগুরা কর্তৃক প্রকাশিত কাগজটির নভেম্বর-২০১৪ সংখ্যাটি সম্পাদনা করেছেন কবি এম মনির উজ জামান। এ সংখ্যায় ছোটগল্প লিখেছেন অসিত বিশ্বাস, বীরেন মুখার্জী, ইব্রাহিম আলি মোনাল, খান মাজহারুল হক, হোসনে আরা মনি ও লিটন ঘোষ জয়। সংখ্যাটিতে স্থান পেয়েছেন মাগুরার লোকজ শিল্পী ছুরত আলি বয়াতীর জীবনী এবং মাগুরার আঁকিয়েদের বিষয়াদি। এছাড়াও রয়েছে কবিতা, ছড়া, অনুবাদ, আদিবাসি কবিতা। জলসিঁড়ি পাওয়া যাবে পাঠক সমাবেশ, কবি, জনান্তিক ও প্রকৃতিতে। শিল্পী বিধান সাহার প্রচ্ছদকৃত জলসিঁড়ির এই সংখ্যাটি নতুন মাত্রা পেয়েছে...
©somewhere in net ltd.