| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্ন মৃত আত্না হয়ে দাঁড়িয়ে আছে আঙিনায়
আমি নির্ঘুম চেয়ে থাকি, ভাবি নীল কষ্টগুলো বড় বেদনার
তুমি জানালার সার্সিতে রাতের তিমিরে খুঁজে ফিরছো
আমার অনাহুত আগমন
অপলক দেখছো নক্ষত্রেরা কতো প্রাণবন্ত আমরণ
এভাবে কেটে গেছে দিন- যুগলযুগের স্বপ্নবছর
বদলে গেছো তুমি! বদলে গেছে পৃথিবীর সব আয়োজন...
©somewhere in net ltd.