নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসীম সোবাহানের ভাবনা

ওয়াসীম সোবাহান চৌধুরী

ওয়াসীম সোবাহান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বঙ্গাব্দ ১৪০০ নামে একটা গানের এ্যালবাম ছিল, ওগো ভালোবাসা নামে একটা গানের এ্যালবাম ছিল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

আমাকে কয়েক বছর আগে প্রশ্ন করা হয়েছিলো কোন গানের এ্যালবাম গুলো আমার মনে সবচাইতে বেশী দাগ কেটেছে। আমি বললাম ফিডব্যাকের ‘বঙ্গাব্দ ১৪০০’। প্রশ্নকর্তা, যিনি নিজেও একজন গুনি শিল্পী, প্রশ্ন করলেন ‘এর পর?’ আমি বললাম ‘বঙ্গাব্দ ১৪০০’। তিনি হেসে বললেন ‘আচ্ছা বুঝেছি, এর পর কোনটা?’ আমি বললাম ‘বঙ্গাব্দ ১৪০০’। তারপর যুক্তি দিলাম "ওই এ্যালবাম আমি তিন বার কিনেছিলাম; তাই আমি তিনবার এটা বলতে পারি।" এবার তিনি প্রশ্ন করলেন, বঙ্গাব্দ ১৪০০ এর পর কোন এ্যালবাম আমার সবচাইতে প্রিয়। আমি বললাম মাকসুদুল হকের ‘ওগো ভালোবাসা’। এই এ্যালবামও আমি তিনবার কিনেছিলাম।

অনেকে সবচেয়ে প্রিয় ১০ টি গানের লিস্ট বানাচ্ছে। আমি চিন্তা করছি এই দুই এ্যালবাম থেকে ১০ টি গান সিলেক্ট করা আমার জন্য বেশ কঠিন হবে।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

পলাশমিঞা বলেছেন: আমার প্রিয় গায়।

পাল্কি,

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

ওয়াসীম সোবাহান চৌধুরী বলেছেন: পাল্কীর কিছু কথা বেশ কড়া ছিল... 'ধনীর বাড়ির কাঙাল ভোজের আয়োজনে'

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

সায়ান তানভি বলেছেন: ওহ কি দারুন, আমার সঙ্গে এভাবে মিলে গেল, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, বঙ্গাব্দ ১৪০০ এ্যালবামটা আমি আমার একটা গল্পেও উল্লেখ করেছি, এতোটা পছন্দ করি। ফিডব্যাক ভেঙ্গে বাংলা ব্যান্ডের বিরাট ক্ষতি হয়েছে, নয়তো আরও কিছু কালজয়ী এ্যালবাম আমরা পেতাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

ওয়াসীম সোবাহান চৌধুরী বলেছেন: আমাদের আরও কিছু মিল আছে মনে হচ্ছে প্রিয় লেখক! এই বইমেলায় আমারও প্রথম গল্পগ্রন্থ বের হবার সম্ভাবনা আছে।

পুরনো ফিডব্যাক আমার বেশ খানিকটা সত্ত্বা জুড়ে আছে এখনো!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: আসলেই দারুণ এ্যালবাম।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

সায়ান তানভি বলেছেন: আপনার বইয়ের জন্য শুভকামনা :)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

অতঃপর হৃদয় বলেছেন: শুনি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.