নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
... "কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো; কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে" আলতো সুর আজ ভোরে ঘুম ভাঙ্গাইল; আমি আঁতকায় উঠলাম। নিজেকে আবিষ্কার করলাম নিল সার্ট আর খাকি পেন্টের ভেতর, শাহীন স্কুলের আসেম্বলিতে। স্কুল আমার কাছে বিভীষিকা - প্রতি পিরিয়ডে পড়া না পারা, কান ধরে দাঁড়িয়ে থাকা, নিল ডাউন, বেতের বাড়ি, এবড়ো থেবড়ো হাতের লেখা, কানের নীচে মার, শূন্য পরিক্ষার খাতা, ফেলের পড় ফেল, বাবা মার ক্রদান্নিত আর হতাশ মুখ।
তাহলে কি আরেকটা বিভীষিকাময় দিনের শুরু? তারপর বুঝলাম এলাকার স্কুলে আসেম্বলি হচ্ছে; ইদানিং মনে হয় স্পিকার লাগানো হইসে। বুকের ধরভরানি কমলো, শান্তির নিঃশ্বাস ফেললাম। কফি বানাইলাম, বারান্দায় দাঁড়ায়া রোঁদ পোহাইলাম। ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
মারুফ তারেক বলেছেন: এখনও মনে পরে
এসেম্বেলি লাইনে কতজন যে হিটস্টোকে পড়ে গেছে তার ইয়ত্তা নেই। এগুলো বন্ধ করা উচিত। আর করলেও পাচ মিনিটের বেশী করা উচিত হবে না।