নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জায়গাটির নাম দিয়ার মানিক চর। অবস্থান দেশের একদম উত্তরে, পদ্মা নদীর ওপারে। যেতে হলে প্রমত্ত পদ্মা পাড়ি দিতে হয়।
দিয়ার মানিক চরের দৃশ্য যেমন সুন্দর, চলাফেরা, বসবাস তত কঠিন।
চরের অন্যপাশ ভারত। রাস্তা অনেকটাই কাচা, কিছু পাকা। সেখানে আছে বর্ডার গার্ডস বাংলাদেশের এক আউট পোস্ট। ১৯৭৪ সালে এই পোস্ট বসানো হয়। রাত নেই, দিন নেই বর্ডার গার্ডস বাংলাদেশের সদস্যরা প্রহরা দিয়ে যাচ্ছেন এই সীমান্ত।
প্রশ্ন করে জানলাম মূলত হেরোইন, ফেন্সিডিল, গরু আর অস্ত্র আসে এই রুটে। তাই এই পোস্টে কর্মরত বর্ডার গার্ডস বাংলাদেশের সদস্যদের তটস্থ থাকতে হয়। পাচারের সময় মূলত সন্ধ্যা এবং রাত ৩ টা থেকে ভোর পর্যন্ত। ধাওয়া দিলে পাচারকারীরা অনেক সময় দৌড়ে যেয়ে পানিতে ঝাপিয়ে পরে। এজন্য এখানকার কমান্ডিং অফিসার সম্প্রতি একটি all terrain vehicle ডিপ্ল্যয় করেছেন।
আমরা শহরে থাকি, স্বাধীনতার মানে কপচাই, সার্বভৌমত্ব নিয়ে টকশোর সোফা গরম করি, দেশ রসাতলে গেল বলে মোবাইলের ডাটা উড়াই, ফেসবুক ভিত্তিক 'হিরো' তৈরি করি আর বর্ডার গার্ডস বাংলাদেশের সদস্যরা পরিবার পরিজন ছেড়ে, সর্বনিম্ন সুযোগ সুবিধার মধ্যে থেকে, নিজেদের উজার করে দেশের সীমান্ত প্রহরা দেয়।
'তুমি হায় বুঝবে কি হায়, ফুরফুরে দিন কেটে যায়
বোঝাচ্ছ স্বাধীনতার মানে!
যে অধীন দিনে রাতে। বুলেটে যে বুক পাতে
সে বুঝেছে স্বাধীনতার মানে!
সে বুঝেছে খাঁচায় থেকে, গরাদ ভাঙায় কী দম লাগে
লাগে কতো রক্ত কতো ঘাম..."
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
ওয়াসীম সোবাহান চৌধুরী বলেছেন: আবারো তির্যক মন্তব্য করলেন চাঁদগাজী ভাই!
২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
শাহারিয়ার ইমন বলেছেন: পর্যটক যায় নাকি ?
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪
ওয়াসীম সোবাহান চৌধুরী বলেছেন: না, জায়গাটি বেশ দুর্গম। যাওয়া আসা সহজ নয়। নৌ পথে যেতে হয়, রাস্থাঘাটও তেমন ভাল না।
৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩
ওমেরা বলেছেন: উপরের ছবিটা আমার খুব পছন্দ লাগছে । কত সুন্দর এত সবুজ !!
৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর জায়গার সন্ধান দিয়েছেন ভাই, চোখ জোড়ানো প্রকৃতি।
জেনে ভালো লাগলো স্বদেশের জায়গা সম্পর্কে
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭
ওয়াসীম সোবাহান চৌধুরী বলেছেন: জায়গাটি সুন্দর কিন্তু দুর্গম। যাওয়া আসা সহজ নয়। নৌপথে যেতে হয়, চরের রাস্থাঘাটও তেমন ভাল না।
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮
রাকু হাসান বলেছেন: এমন সবুজ আমি দেখেছি বলে মনে হয় না । শুধু তাকিয়েই থাকলাম । শাহারিয়ার ইমন ভাইয়ের প্রশ্নের উত্তর আমিও চাই ।
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০২
বাকপ্রবাস বলেছেন: সুন্দর এর সাথে নচি তায় ভালর মাত্রাও বেড়ে গেল
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮
চাঙ্কু বলেছেন: জায়গাটা সুন্দর!!
৮| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: কত জায়গা যে আছে বেড়ানোর। এক জীবনে সব ঘুরে দেখা সম্ভব না।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনি দেশকে অনেক ভালোাসেন, দিয়ারচরের ঐ সীমান্ত চৌকিতে কয়েকদিন পাহারা দেন।