| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমকে ইসলাম
হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না
** ২০০৭ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা। সেই সময় মোবাইল ফোনের একটি জনপ্রিয় ইন্টারনেট সেবার মাসিক খরচ ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। এখন ব্যান্ডউইডথের দাম মেগাবিট- প্রতি চার হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৩৪৫ টাকাই আছে। **
**(ব্রডব্যান্ডের বাজেট চাই, মুনির হাসান, প্রথম আলোর, তারিখ: ১৮-০৫ -২০১৩)
এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তখন এই প্যাকেজের গ্রাহক ছিল বর্তমানের তুলনায় অনেক কম, গ্রাহক বৃদ্ধির সাথে সাথে মোবাইল কোম্পানির লাইন প্রতি এই সেবার খরচ অবশ্যই কমেচে। তাই এখন এই সেবার মাসিক খরচ ভ্যাটসহ ১১৫ টাকা হওয়াই বিধেয়। আমরা আশা করব বিটিআরসি ব্যাপারটি লক্ষ্য করবে।
২|
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০২
এমকে ইসলাম বলেছেন: এক সেকেন্ডেই মুভি ডাউনলোড যে বাংলাদেশে কবে হবে.....?
৩|
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯
এমকে ইসলাম বলেছেন: আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলো তো দেশি না, তারা লাভের সব টাকাই নিজ নিজ দেশে নিয়ে যায়, তাই তাদের এত ছাড় দেয়ার কোন মানে নাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ১:৩৯
অমৃত সুধা বলেছেন: এক সেকেন্ডেই মুভি ডাউনলোড!
http://dhakajournal.com/?p=7686