![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাওয়ার স্রোতধারায় পৃথিবী থেকে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে "মানবকিতা" নামক বস্তুটি। মানুষ আজ খুবই নিজকে নিয়ে ব্যস্ত। ব্যস্ততাটা এতই বেশি যে তারা তাদের খুব কাছে্র জিনিস টাকে ও ভালো করে দেখতে পায় না। মানুষ আজ এতটাই অমানবিক যে একদিনের শিশুকে ডাস্টবিনে ফেলে দেয়। অথচ এই শিশুটি নিজেই জানে না তার অপরাধটা কি? মানুষ আজ এতটাই অমানবিক যে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য হাজারো মানুষের জীবনকে বলীর পাঠা বানায়। মানুষ আজ এতটাই অমানবিক যে রাস্তায় যখন কোন গাড়ি দুর্ঘঠনা ঘঠে তখন দুর্ঘঠনায় আহত মানুষকে উদ্ধারের পরিবর্তে তার পকেটের টাকা,মোবাইল,মূল্যবান সামগ্রী আগে নিজের পকেটে ভরে। চারদিকে শুধু তেলমারা আর চাটুকারিতার ছড়াছড়ি যা শুধু নিজের স্বার্ধসিদ্ধির জন্য। মানবিকতা নামক জিনিসটি হারিয়ে যাওয়ার কারনেই আজ বাংলাদেশে রিলেফের চাল কিংবা ত্রানের টাকা খুব সহজেই নিজের পকেটে ভরে । মানবকিতা হারিয়ে যাওয়ার কারনেই আজ দেখি আসহায় মানুষকে সাহায্য করার পরিবর্তে তার সামনে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত মানুষকে। মানবিকতা নেই,মৃত্যুর ভয় নেই , মানুষের প্রতি ভালবাসা নেই বলেই আজ দেখি ৩ বছরের বাচ্ছা ও রেহাই পায়না হিংস্র দানবের পাশবিকতা থেকে। আজ দেশের উচ্চ প্রদস্থ লোক থেকে শুরু করে আমজনতা এমনকি আমি নিজে ও সবাই আজ মানবিকতা নামক গুনটিকে হারিয়ে মানুষরুপি পশুরমত জীবনযাপন করছি।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
আমি যাযাবর বলিছ বলেছেন: সব জায়গায়ই আজ মৃত মানবিকতা বিরাজ করছে
২| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
মানবতা বিলুপ্ত হলে নতুন নবী আসেন?
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭
আমি যাযাবর বলিছ বলেছেন: আপনার কি মনে হয়?
৩| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭
কানিজ রিনা বলেছেন: সত্যটা উপস্থাপ করেছেন। রাস্তার ছিনতাইকারীর
সাথে দুর্নীতি গ্রোস্ত মানুষের একটা তফাত
ছিনতাইকারী ছিনতাই করে অভাবে বা নেশার
টাকা জোগার করতে। আর দুর্নীতি গ্রোস্তরা
দুর্নীতি করে বিলাসিতায় গা ভাসিয়ে চলবে
বলে। ধর্ষকরা সব নেশায় আকৃষ্ট মানবতা
নেশায় বিলুপ্ত। দুর্নীতি গ্রোস্ত নেশা ব্যবসায়ীরা
কটিপতি আন্তরজাতীক মানের ব্যবসায়ী।
যখন যে সরকার থাকে তারা চোখে আঙুল
দিয়ে চলে। চোখে আঙুল দেওয়ার পিছনে
থাকে প্রশাসনীক কিছু দুর্নিতিবাজ কর্মকর্তা।
ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৯
আমি যাযাবর বলিছ বলেছেন: এই জন্যই তো আজ আমাদের কপালে এত দুধর্ষা।
৪| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৩
মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: "এমনকি আমি নিজে ও সবাই আজ মানবিকতা নামক গুনটিকে হারিয়ে মানুষরুপি পশুরমত জীবনযাপন করছি।" শেষটা আরো সুন্দর মিলিয়েছেন, কারন আমরা মানুষের ভুলটা ধরে দিতে পারি খুব সহজে কিন্তু নিজেরটা না। * কানিজ রিনা * আপা আপনার অল্প কথায় অনেক অর্থ লুকিয়ে আছে, আপনার মন্তব্য থেকেও শিক্ষার আছে অনেক কিছু। সবার প্রতি শুভকামনা রইলো।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
আমি যাযাবর বলিছ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: বাংলাদেশে আর মানবিকতা খুজে লাভ নেই।
আসলে বিশ্বের কোন দেশে খুঁজে লাভ কি আছে?