| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের প্রতিটি গৌরবময় অর্জনের সার্থক রূপকার আমাদের তরুণ সমাজ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ- প্রতিটি আন্দোলন সংগ্রামে তারুণ্যের শৌর্যদীপ্ত ভূমিকা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। অতন্দ্র-প্রহরী তরুণরাই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে শাণিত করেছে। বিশ্বব্যাপী আজ যে পরিবর্তনের জোয়ার, তার মূলে রয়েছে তরুণ সমাজের প্রগাঢ় চেতনা আর অবিচল প্রত্যয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনের অন্যতম প্রতিবন্ধক দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজের বলিষ্ঠ ভূমিকা পালন প্রয়োজন।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তরুণরাই সর্বদা অগ্রগামী। দুর্নীতি সমাজের নিকৃষ্টতম অন্যায়ের উদাহরণ। দারিদ্র, অবিচার ও অব্যবস্থাপনাকে প্রকটতর করে তোলে দুর্নীতি।
পূর্বসূরিরা অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে এ দেশকে সুন্দর, সমৃদ্ধ উন্নত ও দুর্নীতি মুক্ত করা। ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ করার মহান ব্রত হচ্ছে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা।
দুর্নীতি মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে অবমাননা করেছে। রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে আদর্শ ও নৈতিকতা। এ অবস্থার পরিবর্তনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি, অপার সম্ভবনা। তরুণদের আদম্য আগ্রহ, সৃজনশীলতা এবং সুন্দর বাংলাদেশের স্বপ্ন এই সম্ভবনাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। দেশে সুশাসন, গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতায় আজ তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি।
দুর্নীতিবিরোধী চেতনায় বিকশিত তরুণ সমাজ যেমন আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিবে তেমনি আজকের বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করছে। হতাশার অন্ধকার ঠেলে উজ্জ্বল আলোয় প্রিয় স্বদেশকে এগিয়ে নিতে তারা অঙ্গীকারবদ্ধ।
©somewhere in net ltd.