![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(10)
জীবন যখন যেখানে কারো কাছে কিছু পেয়েছি, তাকে কৃতঞ্জতা জানিয়ে কিছু না কিছু লেখেছি; আমি লেখেছি মায়ের কথা, বাবার কথা, ভাই, বোনদের কথা, লেখা হয়নি শুধু আমার কলমের কথা, অথচ এমন উপকারী বন্ধু আমার জীবনে আর কে আছে! জীবনে যখন যেখানে যা কিছু দেখে মুগ্ব হয়েছি, হৃদয়ের সুরভি মেখে আমি তার কথা লিখেছি ফুল ও বসন্তের কথা, চাঁদ ও জোসনার কথা, আলো ও জোনাকির কথা, আমি লেখেছি ভোরের কথা, শিশিরের কথা; আরো অনেক কিছুর কথা। লিখিনি শুধু কলমের কথা, অথচ কলমই আমার প্রথম ভালোবাসা, কলমই আমার শেষ ভালোবাসা!
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫
রোজনামচা বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩১
শরিফ ৯৬ বলেছেন: কলম আমার ও ভালবাসা