![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১৪)
আমি ছিলাম আমার চারপাশে জীবনের কোলাহল ছিল, যৌবনের উচ্ছালতা ছিলো, আনন্দের কলরব ছিলো এবং বেদনা নীরবতা ছিলো। একদিন আমি থাকবো না, কিন্তু দেশ ও সমাজ থাকবে মানুষ ও মানুষের আনন্দ বেদনা থাকবে। কোলাহল থাকবে, নীরবতা থাকবে আর থাকবে আমার কলমের লেখা। আমি থাকবো না কিন্তু মানুষের প্রতি ভালোবাসার স্মৃতি হয়ে আমার লেখা বেঁচে থাকবে কাগজের বুকে হয়ত মানুষের বুকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২
জোকস বলেছেন: স্বাগতম।