![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১৬)
হয়ত একদিন থেমে যাবে কলমের গতি: হয়ত হারিয়ে যাবে লেখা ও লেখকের স্মৃতি হয়ত কলো কালির হরফ গুলো মুছে যাবে কাগজের পাতা থেকে হয়ত মানুষ ভুলে যাবে, মাটির নীচে শুয়ে থাকা একজন মানুষের হাসি-কান্না ও আনন্দ বেদনার কথা, তার আশা ও নিরাশার কথা এবং তার স্বপ্নভাঙ্গের কথা। যদি মুছে যায় যাক ভুলে যায় যাক! কলম এবং কলমের লেখা যার দান, আমি তো শুধু তাঁরই কাছে চাই প্রতিদান।
©somewhere in net ltd.