![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১৯)
একটা বন্ধু হবে কি বলো তুমি আমার...
(রাত ২.৩০ মিনিট বুধবার ৩১/০১/২০১৭)
এই পৃথিবীটা বড়ই আজব। এখানে কেউ কাউকে বিশ্বাস করে না,পুরোপুরিভাবে। কেউ কারও মনের কথা বুঝতে পারে না সঠিকভাবে। সবাই শুধু নিজের কথা ভাবে। মাঝেমধ্যে মনে প্রশ্ন জাগে কেন মানুষ এত স্বার্থপর? অন্যের কান্নায় দুঃখী না হয়ে সুখী হওয়া মানুষের সংখ্যা এই পৃথিবীতে বেশি । তবে পৃথিবীটা এমন নয় যে সবাই একই রকম। বিভিন্ন ঢঙের এবং বিভিন্ন মনের ও রঙের মানুষ রয়েছে,কেউ কেউ চেষ্টা করে নিজের দুঃখ- কষ্ট গুলোকে মনের জেলখানায় মৃত্যুদন্ডে দন্ডিত করে অন্যকে সুখী করতে। এমন মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। আসলে আমরা ভাবি আমাদের জন্য এই পৃথিবীটা দুদিনের মাত্র। আসা (জম্ম),খাওয়া ও যাওয়া(মৃত্যু) মাঝেই জীবন শেষ । কিন্তু যারা নিজের কষ্ট- দুঃখগুলোকে মনের গহিন ঘরে তালা দিয়ে রাখে, তারা কেবল অন্যের দুঃখ-কষ্ট অনুভব করতে পারে। কেবল তারাই অপরের আসা, খাওয়া ও যাওয়া ছাড়া অন্য কাজ করতে পারে। তারাই সত্যিকারের মানুষ।
©somewhere in net ltd.