![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(২০)
আব্বুর সাথে নামায পড়ার কী মজার বেপ্যার, আজ ফজরের নামাযের উদ্দেশ্য রওনা দিলাম বাসাথেকে ফজরের দু“ রাকাত সুন্নাহ“ত নামায পড়ে ইমাম সাহেবের সাথে দু“রাকাত ফরয নামায পড়ে, যখন আমি পিছনদিকে তাকিয়েছি তখন দেখতে পাই, একটি ছোট্ট ছেলে তার আব্বুর সাথে নামায পরছে, ছেলেটার বয়স তিন থেকে চার বছর হবে । আজ আমরা অলসতার কারণে ফযরের নামায পড়তে পারি না । আমার কথা হলো ওই ছোট্ট ছেলেটা যদি সেহেরী খেয়ে তার আব্বুর সাথে নামায পরতে আসতে পারে। তাহলে কেন আমরা নামাযের জন্য আসতে পারি না ।
©somewhere in net ltd.