![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(৩১)
জানালার আড়াল থেকে উঁকি দেখি!
যার তার উঁকি নয়! সুন্দরি রমনি !
জানি না, কোন শাহযাদী তুমি!
তোমার উদ্দেশ্যে কিছু বলি !
কেনই বা জানালার পাশে,উঁকি!
তুমি দেখতে অনেক সুন্দরি।
কোন শাহাযাদার অপেক্ষায় বন্দী ঘরে পড়ে আছ তুমি।
জানি না, কোন শাহাযাদা তোমার মনের খাঁচায় বন্দী!
©somewhere in net ltd.