![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ ইচ্ছা করলেন, তিনি মানুষ বানাবেন।
একজন মানুষ, নাম তাঁর আদম।
হযরত আদম (আঃ)।
তিনি হবেন প্রথম মানুষ।
তারপর একজন দু‘ জন করে অনেক মানুষ হবে।
হাজার হাজার, লাখ লাখ মানুষ হবে।
কোটি কোটি, শত শত কোটি মানুষ হবে।
সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়বে।
পৃথিবীর সব দেশে মানুষ হবে।
আরব দেশে, চীন দেশে, বাংলাদেশ-
ইউরোপে, আমেরিকায়,এশিয়ায়, আফ্রিকায়-
এভাবে পৃথিবীর সব দেশে, সব মহাদেশে অসংখ্য মানুষ হবে।
সবখানে আল্লাহর খলীফা। আল্লাহ্ ফিরিশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে।
ফিরিশতা হলেন নূরের তৈরী।
আল্লাহ জ্বিন সৃষ্টি করেছেন আগুন দিয়ে। জ্বিন হলো আগুনের তৈরী।
আল্লাহ্ ইচ্ছা করলেন, আদমকে তিনি সৃষ্টি করবেন মাটি দিয়ে।
হযরত আদম হবেন মাটির মানুষ।
মাটির পৃথিবীতে বাস করবে মাটির মানুষ,
কিন্তু আল্লাহর ইবাদত করে মাটির মানুষ হবে নূরের ফিরিশতাদের চেয়ে উত্তম।
ফিরিশতারা হলেন আল্লাহর প্রিয়, খু-উ-ব প্রিয়।
তাই হযরত আদম (আঃ) কে সৃষ্টির আগে আল্লাহ্ ফিরিশতাদের ডেকে বললেন-
শোনো! পৃথিবীতে আমি একজন খলীফা বানাবো।
( মাটি দিয়ে একজন মানুষ বানাবো।
পৃথিবীতে মানুষ হবে আমার খলীফা।
মানুষ আমার ইবাদত করবে এবং আমার কথা মেনে চলবে।
পৃথিবীতে আমার হুকুম চলবে। মানুষ আমার হুকুম চালাবে।
মানুষ হবে আমার খলীফা।)
ফিরিশতারা আল্লাহর যিকির করেন, ইবাদত করের।
সব সময় আল্লাহর যিকির-ইবাদতে মশগুল থাকেন।
ফিরিশতাদের তো আহার-নিদ্রা ও আরামের প্রয়োজন হয় না,
তাই তাদের যিকির ইবাদত কখনো বন্ধ হয় না।
ফিরিশতারা আল্লাহর অনুগত থাকেন।
কখনো আল্লাহর অবাধ্য হন না।
সব সময় আল্লাহর আদেশ পালন করেন, আল্লাহর হুকুম মেনে চলেন।
আল্লাহর কোন হুকুম অমান্য করেন না।
তাই নতুন কথা শুনে ফিরিশতারা অবাক হলেন।
পৃথিবী আবাদ করার জন্য মানুষ সৃুষ্টর কথা শুনে বেশ অবাক হলেন।
ফিরিশতারা আল্লাহকে তাদের মনের কথা বললেন।
প্রথম মানুষ পর্ব (১)
প্রথম মানুষ পর্ব (২)
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
রোজনামচা বলেছেন: বলার জন্য ধন্যবাদ ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
টুটুল বলেছেন: জানা ইতিহাস; তবুও নতুন উপস্থাপন। মন্দ না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০
রোজনামচা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বলার জন্য ধন্যবাদ ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় একের পর এক পোষ্ট করবেন না। প্রথম পাতা থেকে একটা পোষ্ট সরে গেলে আবার করবেন। অন্যথ্যায় কি হবে বুঝতেই পারছেন।