নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চিরকুট

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫

চিরকুট এলো নীলখামে
প্রায় একদশক পরে!
ভালোবাসার বাহক হয়ে
হলদে কাগজে লিখা
নীল কালির ঝর্না কলমে!
গোলাপি ফ্রেমের আবছায়
ছড়িয়ে আছে তাতে শ্বাশ্বত প্রেম!
কী জানি কেমন করে
এতদিন তা আটকে ছিল
হয়তোবা নিষিদ্ধ কোনো জংশনে!
ধরেনি মরিচার দাগ, পড়েনি ভাঁজ,
হয়নি ধুলোতে মলিন!
ভাষাগুলো যেন সদ্য হাতের লেখায়
ষোড়ষী মনের জাগ্রত প্রেম!
তবে কি এই সেই ভালোবাসার চিরকুট
যা এসেছে স্বর্গের কোন দেশ হতে!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ব্লগে স্বাগতম
কবিতা ভাল লেগেছে । আরো লিখে যাও সাথেই আছি
ব্লগিং জগত ভাল আর আনন্দে কাটুক :)

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

রুমী ইয়াসমীন বলেছেন: দোয়া করবেন আপু। অনেক উৎসাহ পেলাম আপনার থেকে। ভালো থাকবেন সবসময়....

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!:)


লাভ ইউ আপুনিমনি!!!!!!!!!!!

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

রুমী ইয়াসমীন বলেছেন: শুভেচ্ছা নিবেন আপুনি.....। :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা খুবই ভাল হয়েছে ।
পাঠে মুগ্ধ । নীল খাম খূললে
বের হয় সবুজ, নীল শেষ হলেও
সুবজ ফুরায় না , নীলের পরে
নীল পেরুলেও সবুজ ফুরায় না
এই প্রেমের নেই কোন
আদি অন্ত ঠিকানা ।
শুভেচ্ছা রইল

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

রুমী ইয়াসমীন বলেছেন: শুরুতেই আমি আআন্তরিকভাবে দুঃখিত যে আপনার করা মন্তব্য আমি এইমাত্র দেখলাম।

আমার ব্লগে প্রবেশ করেছেন দেখে অনেক কৃতজ্ঞ হলাম ও স্বাগতম জানাচ্ছি আপনাকে।
আর আপনার এতো সুন্দর মন্তব্য পেয়ে সত্যি আমি অনেক ধন্য হলাম ও পাঠে মুগ্ধ হয়েছেন জেনে আরো অনুপ্রাণিত হলাম।
হ্যাঁ প্রেমের কোনো শেষ নেই, আদি অন্ত বলেও কোনো ঠিকানা নেই.....

আপনার প্রতি আমারও আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন।
:)


৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

রুমী ইয়াসমীন বলেছেন: আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত ভাইয়া আপনার মন্তব্যটি এইমাত্র নোটিফিকেশন চেক করে পেয়েছি বলে তাই যথাসময়ে প্রতিমন্তব্য করতে পারিনি।
আশা করি বুঝতে পেরেছেন।
আর বরাবরই আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি ও আনন্দিত হচ্ছি যে আমার এতো আগের লিখাটা আপনি পড়েছেন দেখে। সত্যি অনেক অনেক কৃতজ্ঞ হয়ে রইলাম ভাইয়া।
অনেক অনেক শুভকামনা করি ভালো থাকবেন সবসময়। :)

৫| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০১

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে আপনার প্রথম কবিতাটিও বেশ ভালো লেগেছে।

২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

রুমী ইয়াসমীন বলেছেন: শুরুতেই আমি ভীষণভাবে দুঃখিত ভাইয়া আপনার মন্তব্যের প্রতিমন্তব্য যথাসময়ে দিতে পারিনি বলে কারণ নোটিফিকেশন চেক করে মাত্র দেখলাম।
আর আমি অশেষ অশেষ কৃতজ্ঞ হয়ে রইলাম আমার ব্লগবাড়ি আপনি এসে সম্পূর্ণ ঘুরে গেলেন দেখে আর আমার লিখা পাঠে আপনার ভাললাগার পরশ রেখে গেলেন দেখে। সত্যিই আমি অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবোধ করছি।
আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.