নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন পর সামুতে....

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১

অনেকদিন পর নিজের আইডিতে লগইন করতে পেরে সে কী যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছিনা এই মুহূর্তে !
অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় জাদিদ ভাইয়ার প্রতি, তিনি অতি ধৈর্য সহকারে যে একেএকে আমাদের সবার সমস্যাগুলোর কথা শুনছেন ও সাথে তা সমাধান করে সবার জন্য ব্লগ উন্মুক্ত করে দিচ্ছেন বলে।
খুবই আনন্দ লাগছে আমি ব্লগেরএকজন ভিজিটর ও পাঠক হয়ে এখন হতে ব্লগে আবার সব প্রিয় প্রিয় ব্লগার কবি লেখকদের সুন্দর সুন্দর লিখা পড়তে পারব জেনে!

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


সামুতে প্রত্যাবর্তন করায় আপনাকে অনেক অনেক অভিনন্দন ।
আপনার প্রো পিক অনেক ভয়ংকর টাইপো :)
ব্লগের মুক্তিতে জানা আপুর অপ্রাণ চেষ্টার পাশাপাশি জাদিদ ভাইয়ের প্রচেষ্টাও কৃতজ্ঞতা পাওয়ার দাবি রাখে ।


০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: প্রোফাইল পিক দেখে কি সত্যিই বেশি ভয় পেয়েছেন ভাইয়া!! তাহলে তো চেঞ্জ করতেই হবে দেখছি!
আর হ্যাঁ জানা আপু ও জাদিদ ভাইয়া ওনাদের দুজনের আপ্রাণ প্রচেষ্টায় আজকের সামু উন্মুক্ত তাই আবারো অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর সাথে ভাইয়া আপনার মন্তব্যের জন্যেও আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই...

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে কি ভালোই লাগছে আজ অনেকদিন পরে সামুতে আসতে পেরে। আপনার জন্য শুভকামনা। :)

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

রুমী ইয়াসমীন বলেছেন: হ্যাঁ অনেক ভালো লাগছে ভাইয়া, ভেবেছিলাম আইডি আর অন করাই যাবেনা।
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা জানাই এবং মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে না না, পাল্টাবে কেন!
সুন্দর কিন্তু কম না :)



ব্লগে সক্রিয়তা বাড়াও । ভালো থাকো সবসময়।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

রুমী ইয়াসমীন বলেছেন:

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আশা করি এখন থেকে আপনি সামুতে নিয়মিত হবেন।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রুমী ইয়াসমীন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া....
অবশ্যই চেষ্টা করবো....

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রুমী ইয়াসমীন বলেছেন: মন্তব্যে শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া...

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার ধুমাইয়া ব্লগিং কর। শুভ কামনা।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রুমী ইয়াসমীন বলেছেন: হা হা হা হা...
চেষ্টা করব অবশ্যই শ্রদ্ধেয় ভাইয়া!

৭| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: ভীষন হতাশার পোষ্ট। প্রত্যাবর্তন সুন্দর কিছু লিখে হতে পারতো। ব্লগে ধন্যবাদ পোষ্টের চেয়ে বিরক্তিকর আর কিছু নেই। এটা ফেসবুক নয়। আপনি সেলিব্রিটি কোনো ব্লগার নন যে ঘোষনা দিয়ে প্রত্যাবর্তন করতে হবে। কাভা তার চৌকষ পেশাদারি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এখন সামুর লক্ষাধিক ব্লগার ধন্যবাদ পোষ্ট দিতে শুরু করলে তো ......... যাগগে, ধন্যবাদের জন্য পিনপোষ্ট বা স্টিকিপোষ্ট আছে। কমেন্ট এবং রিপ্লাইয়ের সঠিক নিয়মকানুন এখনো রপ্ত করেননি। আগে ভালো করে ব্লগিংটা শিখুন। বেশি বেশি পড়ুন। ভালো লিখে পাঠক হৃদয় জয় করুন। ম্যাঁওপ্যাঁও পোষ্ট দিয়ে নয়।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

রুমী ইয়াসমীন বলেছেন: জেনে অন্রক উপকৃত হলাম।
আশাকরি এমন মহাভুল আমার আর হবে।
আপনার মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৯

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আমি গভীর!!!... আমি স্বচ্ছ!!!... আমি স্থির!!!... আমি নিঃসঙ্গ!!!....

গভীর লোকজন স্বচ্ছ হয় না আর নিঃসঙ্গতার প্রকাশ স্থিরতা নয়। অপ্রকাশই স্থিরতা। আপনার মাঝে দ্বৈততা প্রবল।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রুমী ইয়াসমীন বলেছেন: আবারো অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মন্তব্যে....
এই আমি ব্যক্তি হিসেবে কেমন তা যথাযথ বিশ্লেষণ করতে চাচ্ছি না তবে আপনার করা বিশ্লেষণে কিছুটা নতুন ধারণা পেলাম বাস্তবে আমি তেমনটা কী না তা আমি নিজের মধ্যেই প্রশ্নটা রাখলাম !?!

৯| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: লেখক বলেছেন: জেনে অন্রক উপকৃত হলাম।
আশাকরি এমন মহাভুল আমার আর হবে। !!!

'অন্রক' টাইপো'র ব্যপারে সতর্ক থাকবেন আশা করি। নাকি মহা'র মতন এই ভুলও আরো হবে???

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

রুমী ইয়াসমীন বলেছেন: জ্বি আবারো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য... ভুল-ত্রুটি মানুষই করে কোনো শয়তান কখনো ভুল করে না।
আর ব্লগে আমার ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য আপাতত মনে করি আপনি তো আমার পাশে আছেন-ই তাই আর কোনো টেনশন করিনা। ভুল করতে করতেই একদিন সবকিছু ঠিকঠাক শিখে নিবো ইন-শা-আল্লাহ্!

১০| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: এই আমি ব্যক্তি হিসেবে কেমন তা যথাযথ বিশ্লেষণ করতে চাচ্ছি না তবে আপনার করা বিশ্লেষণে কিছুটা নতুন ধারণা পেলাম বাস্তবে আমি তেমনটা কী না তা আমি নিজের মধ্যেই প্রশ্নটা রাখলাম !?!

নিজেই নিজের ধারণা দিয়ে বলছেন বিশ্লেষন করতে চাইছেন না!
নিজের মাঝে প্রশ্ন রেখে স্পষ্ট করলেন যে আপনার সম্পর্কে আপনি নিজেই স্বচ্ছ নন। দ্বৈত মনের মানুষদের সমস্যা হলো এরা ভীষন ট্রাবলমেকার। অযথা জট পাকায়। নিজেকে নিজের খুঁজে পাওয়াটা জরুরী। কখনোসখনো হঠাৎ উচ্চাভাব পতন আরো ত্বরান্বিত করে।
আপনার আঁধার কাটুক।

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

রুমী ইয়াসমীন বলেছেন: ভুল বুঝলেন জনাব, আমি আমার সম্পর্কে সবসময় স্বচ্ছ ধারণাই রাখি। তাই আমাকে নিয়ে কে কি বললো ও ভাবলো তা নিয়ে আমি মোটেও বিচলিত নই। কিন্তু আপনি এমনভাবে আমার সম্পর্কে অগ্রিম ধারণা পোষণ করছেন তাতে মনে হচ্ছে আপনি আমাকে নিয়ে অলৌকিক ক্ষমতার বলে নিজে নিজেই অগ্রিম বিচলিত হচ্ছেন।
যাই হোক আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে এইখানে আপনার মতন কেউ একজন আমার প্রতি গুরুত্বারোপ করছেন দেখে!

১১| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আবারও দ্বৈততা!!
নিজেই বললেন আমি তেমনটা কী না তা আমি নিজের মধ্যেই প্রশ্নটা রাখলাম !?!

ব্লগ ফেবুর ওয়াল নয় যে পছন্দের মানুষজন লিস্টিতে রেখে ইচ্ছেমতন ছড়ি ঘুরনো। এটা সরাসরি পাবলিক প্লাটফর্ম।এখানে ডোডো মগজের লোকজনই চাপ নিতে না পেরে বিচলিত হয়ে পিছটান দেয়। আপনার টেম্পার কম বলেই মনে হচ্ছে। দেখা যাক।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: জ্বি, দেখতে থাকুন সেটা আপনার ইচ্ছে।
আর একটা কথা মনে রাখবেন দয়া করে, কাউকে হেয়জ্ঞান করে কেউ কখনো বড় হতে পারেনা ও বড় সাজতেও পারেনা।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য পেয়েছি বলে।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

নীল আকাশ বলেছেন: @ ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকাঃ আপনার সমস্যা কি? অনেক দিন পরে একজন ব্লগার আসতে পেরে খুশি হয়ে একটা পোস্ট দিতেই পারে। এত ভুল ধরতে গেলে তো ব্লগে কেউ কিছু লিখতে পারবে না।

@ রুমী ইয়াসমীনঃ আমি কিন্তু আপনার ব্লগীয় পারফর্মান্সে সন্তুস্ট নি।
পোস্ট করেছি: ২টি
মন্তব্য করেছি: ২২টি
মন্তব্য পেয়েছি: ২৫টি
ব্লগ লিখেছি: ৩ বছর ২ মাস
অনুসরণ করছি: ৬ জন
অনুসরণ করছে: ০ জন

৩ বছর ধরে এত কম মন্তব্য দেয়া এবং পাবার কোন গ্রহনযোগ্য কারণ কি আছে?
দ্রুত ব্লগে মিথস্ক্রীয়া বাড়িয়ে দিন।
বেশি বেশি করে পড়ুন এবং নিজে পোস্ট দিন।
৩ বছরে ২টা পোস্ট? হুম, এটার অবস্থা আরও খারাপ।

ভালো থাকুন, শুভ কামনা রইল।

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আসলে সত্যি বলতে আমি একজন সাহিত্যপ্রেমী হিসেবে সামু ব্লগের একজন পাঠিকা ও ভিজিটর যা আমি পোস্টের মধ্যেই উল্লেখ করেছি। আমি কোনো লেখক নই তবে কিছুটা লিখার চেষ্টা করি বলে ব্লগে আমার নিরব পদচারনা ছিল সবসময় কেবল গত একবছর ধরে ব্লগে একদম প্রবেশ করতে পারিনি আর এখন যখন আইডিতে লগইন করতে পেরেছি তাই অতি আনন্দে এই পোস্টখানি করা।

ভাইয়া আপনার মন্তব্য পেয়ে অনেক কৃতজ্ঞ হলাম, আশা করি আমার সবসময়ই চেষ্টা থাকবে ব্লগে সক্রিয় থাকার...

১৩| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১২

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: @নীল আকাশঃ আপনার কমেন্টেই আপনার উত্তর আছে। উনার প্রাপ্ত ২৫টি কমেন্টের মধ্যে ২৫%ই আমার। উনাকে সমৃদ্ধ করছি।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

নীল আকাশ বলেছেন: @ ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা: উনাকে উনার ভুল ধরিয়ে দিলে আরও সহজে বুঝতে পারবেন। আমি বা আপনি একই কাজ করেছি তবে ভিন্ন নিয়মে। এটা ব্লগের সবার দায়িত্ব নতুনদের ভুল ধরিয়ে দেয়া। আপনাকেও এইজন্য ধন্যবাদ।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: নীল আকাশঃ সমস্যা এখানেই। নতুনদের ভুল বুঝার মানসিকতা থাকতে হয়। কেবলমাত্র ব্লগার পরিচিতির জন্যে 'ব্লগিং-লগিন' হলে তার স্থায়িত্ব হয় না। সে আমরা পুরনোরাই বুঝি। ব্লগ পিগমিজ আর ডোডো মুক্ত হোক। আপনাকেও ধন্যবাদ।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: আতাফল নিয়ে গল্পটা লিখে ফেলুন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

রুমী ইয়াসমীন বলেছেন: অবশ্যই ভাইয়া লিখবো বলেছি যখন আমার শৈশববেলার স্মৃতিগুলোর মধ্যে এটাও একটা স্মৃতি।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্যে। শুভেচ্ছা নিবেন.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.