নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

বাবার কন্যা

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩


ইচ্ছে করে আবার বাবার সেই আদুরে কন্যাটি হতে,
বায়না ধরে বাবার হাতের মুঠোতে তর্জনীটি রেখে গুটিগুটি পা ফেলে
সেই ছোট্ট আমিটি বৈশাখী পৌষমেলা দেখতে যেতে!
তিলের টকি, মাটির পুতুল, হাতি-ঘোড়া, গ্যাসবেলুন,
বাসন্তীরঙা সেই মাটির ফুলদানীটা আবার কিনে আনতে।

ইচ্ছে করে আবার বাবার সেই স্নেহময়ী কন্যাটি হতে,
সবজি বাগানে তপ্ত দুপুরে রোদের ঝাঁঝে কাজের মাঝে
ব্যস্ত বাবার গায়ে ছাতা হাতে শীতল ছায়া দিতে!
বেগুন, টমেটো, কুমড়ো,লাউ, ডাটা ও পুঁই শাকের কচি লতার মাঝে
বাবার সেই কোমল মমতা ফিরে পেতে।

ইচ্ছে করে আবার বাবার সেই মমতাময়ী কন্যাটি হতে,
মুরগীর খামারে নানান দরকারে বাবার হুটহাট
ডাক শুনার তরে এক পায়ে খাড়া থাকতে,
বাক্সভরা সদ্যোজাত আনা মুরগীর তুলতুলে ছানাগুলো
একমাত্র আমি-ই পরম মমতায় এক-দুই-তিন গুনে হিসেব করে করে বের করতে!

ইচ্ছে করে আবার বাবার সেই ভালবাসার প্রিয় কন্যাটি হতে,
দড়ি, বস্তা,কাস্তে নিয়ে বাবা যখন
তাঁর প্রিয় গরু বাছুরের
ঘাস খড়ের গাদা এনে ফিরতেন
তখন ক্লান্ত তৃষ্ণার্ত বাবার পাশে পানি হাতে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে!

ইচ্ছে করে আবার বাবার সেই আহ্লাদীপনা কন্যাটি হতে,
বাবার একটু আদর একটু বাড়তি যত্নের লোভে
যখন উস্কশুষ্ক চুলে এলোমেলো বসনে ধরতাম ছুঁতো;
বাবা তখন কাছে ডাকতেন আমায়
অতি আদুরে স্বরে বলতেন; পরিপাটি করে চলবি মা সবসময়
গায়ে জড়াবি পরিচ্ছন্ন জামা,
মাথার চুলে করবি ঝুঁটি,
আর ঠিকমতন পায়ে পরবি চটি!
আমিও এই সুযোগে আবদারের সুরে বলতাম;
বাবা এনে দিও তবে একটা ভালো তেল ও শ্যাম্পুর বোতল,
চুল বাঁধার হরেক রঙবাহারি মাথার ক্লিপ ফিতে,
কিনে দিও লাল টুকটুকে সুন্দর একটা রানীজামা
আর পিঁয়ূ পিঁয়ূ করা বাঁশিওয়ালা একজোড়া গোলাপী জুতো!

জানি বেলাশেষে সবারই হারিয়ে যায় একদিন এমন শৈশব-কৈশোরবেলা,
হারিয়ে যায় বাবা-মায়ের আদর শাসনে ঘেরা হাজারো চাওয়া পাওয়া!
তবুও বারবার ফিরে পেতে ইচ্ছে করে আমার সেই প্রিয় মেয়েবেলা।
বারবার বাবার স্নেহের ছায়ায়, আদরের মায়ায়
সবসময় ঘেঁষে থাকতে ইচ্ছে করে আমার এই বড়বেলা।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছো আপি
শুভকামনা

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আপনার কমেন্ট ও লাইক পেয়েছি বলে অনেক অনেক অনেক ধন্য হলাম এবং সাথে লিখার উৎসাহও পেলাম প্রিয় কবি আপু :)

আপনার জন্যেও শুভকামনা করি অবিরত....

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

নীল আকাশ বলেছেন: স্মৃতি আর মেয়েবেলা নিয়ে দুর্দান্ত লিখেছেন।
লাইনগুলি আরেকটু ছোট করে লেখা যেত না?
বাচুর নয় বাছুর হবে।
ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

রুমী ইয়াসমীন বলেছেন: ভাইয়া মন্তব্যের জন্য প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাথে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্যে।
:)
সংশোধন করে দিচ্ছি এখনি.....
আর আমার পাশে থাকার জন্যে আবারও আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি....

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

হাবিব বলেছেন: অসাধারণ .....

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

রুমী ইয়াসমীন বলেছেন: ভাইয়া আপনার মন্তব্য ও লাইকের জন্যে অনেক ধন্য হলাম।
আর পাঠ করেছেন জেনে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি...
:)

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

রুমী ইয়াসমীন বলেছেন: বরাবরই আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনার কমেন্ট ও লাইক পেয়েছি বলে।

নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্যে.... :)

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাবার সান্নিধ্যের মধুর শৈশব স্মৃতি ।
সুন্দর লিখেছেন রুমী ইয়াসমীন ।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমার শৈশব জীবনটা আসলেই অনেক মধুর কেঁটেছে ভাইয়া।
শৈশববেলার সেসব মধুময় স্মৃতি সবসময়ই আমি খুঁজে ফিরি স্বপ্নে বা জাগরনে...

আপনার মন্তব্য পেয়ে বরাবরের মতন অনেক ধন্য হলাম শ্রদ্ধেয় ভাইয়া। :)
দোয়া করি সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন সবসময়.....

৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪০

ওমেরা বলেছেন: ছোট বেলায় আমি খুব আমার আব্বুর ঝন্য খুব পাগল ছিলাম, খাওয়া , ঘুমানো, গোছল , গল্প শোনা সবই হত আব্বুর । খুব অল্প বয়সেই আব্বু, আম্মুকে রেখে চলে আসলাম কি যে কষ্ট লাগতো খত চোখের পানি যে ফেলেছি।

আপনার লিখা খুব ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

রুমী ইয়াসমীন বলেছেন: আমার লিখা ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে আপু.....
আর আমার লিখা পড়েছেন বলে ও এমন সুন্দর মন্তব্য করেছেন দেখে অনেক ধন্য হলাম সাথে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি.....
আর হ্যাঁ বাবা মানেই যেন মেয়েদের জীবনের প্রথম সঙ্গী, চাওয়া পাওয়া আবদার আহ্লাদ ও আনন্দ সবকিছুই যেন বাবাকে ঘিরে রাখে তার কন্যাদের জন্যে.....

৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুর্দান্ত লিখেছেন। শৈশব , আহারে ........

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আমার ব্লগে আপনাকে জানাচ্ছি সুস্বাগতম.... :)
আর আমার লিখা পাঠে ও মন্তব্যের জন্য অনেক উৎসাহিত হলাম ভাইয়া।
আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো....
ভালো থাকবেন।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



কন্যার জগতে বাবা একটি বটগাছ; কবিতা সেই কথাটিকে ভাবের জগতে এনেছে

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: আবারো অনেক অনেক ধন্যবোধ করছি শ্রদ্ধেয় আপনার এতো সুন্দর মন্তব্যটা পেয়ে যা আমার কাছে এটাই সেরা মন্তব্য। "কন্যার জগতে বাবা একটি বটগাছ" ❤❤❤

হ্যাঁ আমি একমাত্র বটগাছের ছায়ার মতন আমার বাবার ছায়াতেই আছি আর থাকতে চাই এমনটা সারাজীবন....
আমার জগতে আমার বাবাই হচ্ছেন একমাত্র সুপারম্যান, সুপার হিরো....

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো বাবার সেই কন্যা হতে চাওয়া কবিতাটি।

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

রুমী ইয়াসমীন বলেছেন: আমার লিখাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে আপনার মন্তব্যে।
আর আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি সাথে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদও জানাচ্ছি।
ভালো থাকুন সবসময়..... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.