নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

একজন কিংবদন্তি শিল্পী "সঞ্জীব চৌধুরী"

১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫


আমার একজন অতিপ্রিয় শিল্পীদের মধ্যে একজন হচ্ছেন প্রয়াত সঞ্জীব চৌধুরী। তাঁর গাওয়া অতিপ্রিয় সেই গান- 'আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরাণ পথে' এখনও পর্যন্ত আমার মোবাইলে রিং টোনে সেটিং করে রাখা আছে একজন প্রিয় শিল্পীর সম্মানার্থে।

দেখতে দেখতেই আজ ১২ বছর কেটে গেল। আজকের এই দিনটিতে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সংগীতে ক্ষণজন্মা কিংবদন্তি সঞ্জীব চৌধুরী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর ৪৪ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর একযুগ পরেও এখনো মানুষের মুখে মুখে ঘোরে ফেরে তাঁর গাওয়া গানগুলো।

‘আমি তোমাকেই বলে দেবো’, ‘হৃদয়ের দাবি’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ’, ‘রিকশা’, 'বায়স্কোপ', 'গাড়ি চলে না', আহ ইয়াসমিন' ইত্যাদি গানে তার ব্যতিক্রমী অসংখ্য গান দিয়ে মানুষের হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন ও যুগযুগ বেঁচে রবেন অত্যন্ত মেধাবী সাংবাদিক,গীতিকবি, সুরকার এবং দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা গায়ক সঞ্জীব চৌধুরী।
ওপারে ভালো থাকুন প্রিয় শিল্পী.....


https://youtu.be/kCcRQ72dovM
https://youtu.be/XOgZo66gKQA

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বুক জুড়ে এই বেজান শহর নিয়ে বেঁচে আছি তোমার শহরে প্রিয় সমুদ্র সন্তান ! ভালো থাকবেন।

১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই এমন সুন্দর মন্তব্যের জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও আমার শুভেচ্ছা জানাচ্ছি......

এমনি করেই কিংবদন্তি সঞ্জীব চৌধুরী বেঁচে রবেন আমাদেরই মাঝে তাঁর রেখে যাওয়া সৃষ্টিতে যুগযুগ ধরে

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

নেক্সাস বলেছেন: মিস সঞ্জিব চৌধুরী

১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া....
আসলেই প্রয়াত সঞ্জীবদাকে অনেক মিস করি দলছুট ব্যান্ডে, যখন তাঁর গানগুলো বাপ্পাদা ওনার সম্মানার্থে যে কোনো কনসার্টে শুরুতেই গেয়ে ওঠেন। :(

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো লোক গুলো তাড়াতাড়ি মরে যায় !

১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

রুমী ইয়াসমীন বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া...
এই ভালোলোক গুলোই পৃথিবীতে যেমন অতিদ্রুত তাঁর আলো ছড়িয়ে দেন ঠিক ততটাই দ্রুত ওই চিরন্তন সূর্যটার মতন অস্তমিত হয়ে যান পৃথিবী হতে....... :(

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনপ্রিয় বাংলা ব্যাণ্ডদল দলছুটের অন্যতম প্রধান সদস্য, সংগীআআশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় গায়ক সঞ্জীবদা সম্পর্কে আরো সুন্দর করে বিস্তারিত জানতে পেরেছি আপনার লিখাটা পড়ে।
ওপারে অনেক অনেক ভালো থাকুন প্রিয় শিল্পী সঞ্জীব চৌধুরী

৫| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: প্রতিদিন শোনা হয় সঞ্জিব চৌধুরীর কোন না কোন গান।

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম আপু। :)
জেনে অনেক ভাল লাগছে আমার একজন প্রিয় শিল্পীর গান আপনিও শুনেন জেনে।

ভালো থাকবেন আপু.. সবসময়ই শুভকামনা করি

৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২

আসোয়াদ লোদি বলেছেন: শিল্পী অমর। বেঁচে থাকে মানুষের মাঝে।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: অবশ্যই শিল্পীরা তাঁর সৃষ্টিকর্ম দিয়েই বেঁচে থাকেন মানুষের মাঝে।

আপনার মন্তব্য পেয়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
শুভেচ্ছা নিবেন.... :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: স্মরণ করি।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ধন্য হলাম।
আমার অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো থাকবেন সতত.... :)

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষ বেচেঁ থাকে তার কর্মফলের মাঝে
..................................................................................
সকলেই কমবেশী মরে যাবার পর অন্যর মাঝে বেচেঁ থাকতে চায়,
শিল্পীর সঙ্গীত সার্থক, তার এই অনুপ্রেরনা আপনাকে মুগ্ধ রাখুক
শুভেচ্ছান্তে ......

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্যে ভালোলাগা ও ধন্যবাদ জানাচ্ছি।
গুণীজনরা প্রকৃত সৃষ্টিশীল শিল্পমনা ব্যক্তিরা যুগেযুগে মুগ্ধতায় ও অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে রবেন আমাদেরই মাঝে!

৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমি দেশের বাইরে থাকায়, উনার গান ইতয়াদি মিস করেছি; আপনার লেখা থেকে উনার সম্পর্কে জানলাম।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় চাঁদদাদু।
অনেক ধন্য বোধ করছি আপনি আমার ব্লগে প্রবেশ করছেন দেখে ও লিখাটা পড়েছে জেনে ।

আর হ্যাঁ এই গুণী মানুষটার কথা দেশে অনেকেই জানেনা এমনকি দেখা যায় নামও পর্যন্ত শুনেনি এমন অনেকেই আছেন আর আপনি তো সুদূর পরবাসী......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.