নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

কবিতার শোকগাঁথা

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২



এসেছিলাম একবার কবিদের ভিড়ের মাঝে হারিয়ে যেতে
হাজার কবিতার খোরাক নিয়ে মুঠো ভরে।
এতে ছিলনা দুঃখ, নয় সুখ, নয় আনন্দ ও
ছিলনা কোনো বিরহের বাণী।
তবে এতে ছিল ভিসুভিয়াস ও ফুজিয়ামার মতো
অন্তর্জ্বলা অনল নিভানো কথামালা,
ছিল সাহারার তপ্ত মরুর বুকে
শীতল আল্পসের বরফের মতোই
জমাটবাঁধা শব্দের মিলনগাথা,
ছিল ঝরঝর নায়াগ্রার জলপ্রপাতের মতোই ধ্বনির ব্যঞ্জনা।
কলকল ছলছল মুখরতায় ভলকা ও
হোয়াংহোর মতোই ছিল বর্ণের সমাগম.....

কিন্তু হঠাৎ যেন এতে লাগলো তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস!
নিমেষেই হুড়মুড় করে ছুটোছুটি,
শুরু হলো মনে মনে দ্বন্ধ ও রেষারেষি!
অদৃশ্য গুলিতে ধুলোয় লুটিয়ে পড়ল বর্ণছেড়া শব্দেরা,
হিরোশিমার ধ্বংসস্তুপের মতোই আহত হলো কথামালা,
আর নৃশংস হত্যাযজ্ঞে নিহত হলো কবির সুপ্ত কবিতারা।
শেষে রচিত হলো নিষিদ্ধ এক কবিতার শেষ শ্লোকে শোকগাঁথা!

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: দারুন তেজি কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথম মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি ভাইয়া৷
আমার আন্তরিক শুভেচ্ছা রইলো..... :)

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পেঁয়াজের ঝাঁঝ সামান্য কমলেও কবিতার ঝাঁঝ চরম ঝাঁঝালো। +++

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: হা হা হা হা..... পেঁয়াজের ঝাঁঝ কিন্তু আবার বেড়ে গেছে ভাইয়া এর সাথে এখন কবিতার ঝাঁঝ একটু বাড়ে তবে কবিতা ও কবিরা স্বার্থক হতো। :p
আপনার এই ঝাঁঝালো এই মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম।
আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন। :)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


কবিতে কবিতে কথা হয় কবিতার ভাষায়; সেখানে ভালোবাসা, শান্তি, প্রেম, পীরিতি থাকার কথা

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

রুমী ইয়াসমীন বলেছেন: হা হা হা হা..... কবিতার ভাষাতে সবসময় প্রেম,পীরিতি ও ভালোবাসার কথা থাকতেই হবে এমন কোনো শর্ত আছে কিনা জানা নেই তবে থাকলে ভালই হতো। :p
এরপর হতে অবশ্যই চেষ্টা করব প্রেম ভালোবাসা নিয়ে কবিতা লিখতে চাঁদদাদু। :)
আর বরাবরের মতই আমার লিখা আপনি পড়েছেন ও মন্তব্য করেছেন দেখে রীতিমতো খুশিতে মনটা ভরে গেল।

অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ, সুন্দর ও চিরসবুজ হয়ে আমাদের সাথে থাকবেন এই দুয়া রইল....

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা আপি
শুভকামনা

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

রুমী ইয়াসমীন বলেছেন: প্রিয় আপু আপনার মন্তব্য পেয়ে বরাবরের মতন আবারো অনুপ্রাণিত ও উৎসাহিত হলাম। অনেক অনেক কৃতজ্ঞ আমি... :)
আপনার জন্যেও শুভকামনা সবসময়..... ❤

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: সুন্দর!

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রুমী ইয়াসমীন বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার লিখাটি পড়েছেন জেনে।
অনেক ভালো থাকুন। শুভকামনা রইলো.... :)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

হাবিব বলেছেন: অনবদ্য

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া আপনার মন্তব্যে....
ভালো থাকবেন। আমার শুভেচ্ছা রইলো..... :)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

সাইন বোর্ড বলেছেন: কবিতার জয় হোক, জয় হোক কবির শব্দ ও কথামালার...

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

রুমী ইয়াসমীন বলেছেন: শুরুতেই আমার ব্লগে সুস্বাগতম জানাচ্ছি।
আমার লিখাটা পড়েছেন জেনে ধন্য হলাম ও এতো সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি.... :)
আপনার কথার সুরে বলছি জয় হোক কবিতা, জয় হোক কবির শব্দ ও কথামালার....
ভালো থাকবেন। শুভকামনা রইলো....

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

নীল আকাশ বলেছেন: কবিদের ভাষা আজকাল যেকোন দিকে যেতে পারে। ফলাফল, কন্দোল আর কাটাকাটি।
দারুন সব উপমা ব্যবহার করেছেন। আমি মুগ্ধ! কবিতা ব্যপ্তি বহুদুর ছড়িয়ে পরেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

রুমী ইয়াসমীন বলেছেন: বরাবরই অনেক ধন্য হলাম ভাইয়া আপনার এমন সুন্দর মন্তব্য পেয়ে ও পাঠে মুগ্ধ হয়েছেন জেনে। :)
আবারো আপনার মন্তব্যে উৎসাহিত হলাম লিখার তরে....
অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকবেন সবসম.....

৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

কিরমানী লিটন বলেছেন: কিন্তু হঠাৎ যেন এতে লাগলো তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস!
নিমেষেই হুড়মুড় করে ছুটোছুটি,
শুরু হলো মনে মনে দ্বন্ধ ও রেষারেষি!
অদৃশ্য গুলিতে ধুলোয় লুটিয়ে পড়ল বর্ণছেড়া শব্দেরা,
হিরোশিমার ধ্বংসস্তুপের মতোই আহত হলো কথামালা,
আর নৃশংস হত্যাযজ্ঞে নিহত হলো কবির সুপ্ত কবিতারা।
শেষে রচিত হলো নিষিদ্ধ এক কবিতার শেষ শ্লোকে শোকগাঁথা

এককথায় অসাধারণ....
মন ভরে গেলো অম্ল মধুর অনুভবে। স্নিগ্ধ শুভকামনা সুপ্রিয় রুমী আপু।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্যে আমার ভালোলাগা জানাচ্ছি ভাইয়া... :)
অনেক ধন্য হলাম ও কৃতজ্ঞ হলাম।
আপনার জন্যেও শুভকামনা রইলো.....
ভালো থাকবেন।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রুমি দেখছি চমৎকার কবিতা লেখে !!
শুভ কামনা।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণাতে অনেকটাই আমার লেখার প্রয়াস শ্রদ্ধেয় ভাইয়া।
আপনার মন্তব্যে বরাবরই ধন্য ও উৎসাহিত হলাম ভাইয়া। :)
দোয়া করি সবসময় ভালো থাকুন, সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৫

রুমী ইয়াসমীন বলেছেন: শ্রদ্ধেয়, আমার ব্লগে আপনার আজ প্রথম মন্তব্য পেয়ে ধন্য হলাম।
অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন এই শুভকামনা করি....

১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০১

খোলা মনের কথা বলেছেন: বিদ্রেহী কবিতা মনে হলো। সাথে ভয়ংকর বার্তা। মানুষের মনের যুদ্ধই হল ৩য় বিশ্ব যুদ্ধ। আর সত্যিই যদি ৩য় বিশ্ব যুদ্ধ এসে যায় তাহলে সেটি হবে মানবজাতির জন্য ভয়ংকর ব্যাপার। ভাল লাগলো....

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯

রুমী ইয়াসমীন বলেছেন: বাহ্! অনেক সুন্দর বলেছেন তো.. "মানুষের মনের যুদ্ধই হল ৩য় বিশ্ব যুদ্ধ।"
এই যুদ্ধে নিজেই নিজেকে জয় ও পরাজয়ের মধ্যে সর্বদা দোলাচলে থাকতে হয়।
এমন তৃতীয় বিশ্বযুদ্ধে কেউ যেন না হারে, সবাই যেন বিজেতা হয় এই প্রত্যাশা করি।
মন্তব্য ভালো লাগলো ভাইয়া। আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: রুমী ইয়াসমীন,




বর্ণছেড়া শব্দমালা দিয়েই তো গেঁথে গেলেন এক শোকগাঁথা!

আসলে ধুলোয় লুটিয়ে পড়া কবিতার শবদেহ থেকেও উঠে আসে আতর-লোবানের গন্ধ!

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই স্বাগতম জানাচ্ছি ও আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্লগে প্রবেশ করে আমার লিখাটা পাঠ করে এমন সুন্দর মন্তব্য করার জন্যে শ্রদ্ধেয়....

আপনি বলেছেন,
"বর্ণছেড়া শব্দমালা দিয়েই তো গেঁথে গেলেন এক শোকগাঁথা!"

আসলে ধুলোয় লুটিয়ে পড়া কবিতার শবদেহ থেকেও উঠে আসে আতর-লোবানের গন্ধ!"

আতর-লোবানের গন্ধ আর অদৃশ্য গোলাবারুদের ঝাঁঝালো গন্ধ যখন কবিতার শবদেহ থেকে উঠে আসে তখন এমনিতেই শোকাবহের আবেশে শ্লোকগাঁথা হয়ে যায় তাতে বর্ণ, শব্দ ও কথামালার কিছুই প্রয়োজন হয়না কেবল অনুভব করা যায় সেই শোক।

অনেক অনেক ধন্য হলাম ও কৃতজ্ঞ হলাম আপনার মন্তব্য পেয়ে।
ভালো থাকবেন।


১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: আপনি আমার কবিতা সংকলনে যান না কেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা নিবেন দাদা....
দ্বিতীয়ত আপনি আমার ব্লগে প্রবেশ করেছেন ও মন্তব্য করেছেন দেখে অনেক অনেক ধন্য হচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা।

দাদা আমি ব্লগে নতুন যদিও আইডি কয়েকবছর আগের হলেও আমি ব্লগে নিয়মিত ছিলাম না। এখন হতে চেষ্টা করছি ব্লগে সবসময় সক্রিয় থাকার ও সবার লিখাগুলো পড়ার প্রয়াস রাখার। আশীর্বাদ করবেন দাদা ....
ভালো থাকবেন, সুন্দর থাকবেন....

১৫| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

এম ডি মুসা বলেছেন: বিশ্ব যুদ্ধে কবিতার অক্ষরে , হওয়ায়র না হওয়ার ওমরে মুচরে উঠুক কথা।
গদ্য কবিতার সাথে পদ্যের চর্চা, দিকে মনোযোগ হোক। গদ্য কবিতার।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করার জন্যে অনেক ধন্য হলাম ভাইয়া।
দোয়া করবেন গদ্য কবিতায় যেন পদ্যের চর্চা হরদমে যথাযথভাবে চলতে পারে।

আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সবসময়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.