নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

স্বর্গীয় প্রদীপ

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২




ভুলে যাওয়ার সময় শেষে তুমি এলে মৃদু শব্দে
না না আলোর দীপশিখা হাতে নয়;
স্বয়ং মৃত্যুপুরীর রাজ্য নিয়ে!
আমি হেসে বললাম;
কি আর মৃত্যু দেখাবে আমায়?
চারদিকে তাকিয়ে দেখো,
আমিতো মৃত্যুপুরীতেই আছি,
ভালো করে শুঁকে দেখো,
লোবানের ঝাঁঝালো গন্ধে
ভরপুর আমার চারপাশ৷
কেবল শবযাত্রাটুকু বাকি!

তবে এসো, এসো হে আমার মৃত্যুদূত!
আমি প্রস্তুত; চেয়ে দেখো হে.....
হাসিমুখে তৈরী আমি, ত্বরা গ্রহণ করে নাও আমায়;
পিছু ফিরে তাকানোর কোনো ক্ষণই যে আমার হাতে নেই৷
তবে প্রচন্ড আফসোস রয়ে যাবে,
যদি একটু স্বর্গীয় দীপক হাতে আসতে তুমি;
তাহলে এই শবযাত্রা হতে হয়তো বেঁচে ফিরতুম
নূতন কোনো এক জীবনের আহবানে!

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

নার্গিস জামান বলেছেন: কি যে সুন্দর , আপু !
:)

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্যে ....
আমাদের শেষযাত্রাও যেন সুন্দর হয়.... :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

রুমী ইয়াসমীন বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ধন্য হলাম ভাইয়া।
ভালো থাকবেন। :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগছে ভাইয়া।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন। :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

নুরহোসেন নুর বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা।
চারদিকে মৃত্যু পুরীর গম্ভীরতা নেমে এসেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

রুমী ইয়াসমীন বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানাচ্ছি ভাইয়া আপনার সুন্দর মন্তব্যে!
মাঝে মাঝে এমনই মনে হয় আমরা স্বয়ং যেন মৃত্যুপুরীতেই আছি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি.... :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

ইসমাঈল আযহার বলেছেন: করুণ অনুভূতি

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: মৃত্যুর অনুভূতি আসলে করুণ-ই হয়।
তবে কোনো করুণ মৃত্যূ চাইনা আমরা।
জীবনের মতন মৃত্যুকেও যেন হাসিমুখে আনন্দের সহিত বরণ করতে পারি আমরা সবাই।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন ভাইয়া.... :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা !!

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: কৃতজ্ঞ হলাম ভাইয়া আপনার মন্তব্যে।
আমার ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন সবসময়..... :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

হাবিব বলেছেন: ভুলে যাবার সময় শেষে তুমি এলে মৃদু শব্দে.......... কাউকে ভুলা যায়?

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

রুমী ইয়াসমীন বলেছেন: এইখানে ইহকালিন জীবনকে বুঝানো হয়েছে ভাইয়া কোনো ব্যক্তি বিশেষকে নয়। আর তুমি মানে মৃত্যুদূতকে সম্বোধন করা হয়েছে।
আর হ্যাঁ এই জীবনে কাউকে সহজে ভুলা যায় না হয়তো ভুলে থাকার চেষ্টা চালাতে হয়।

বরাবরই আপনার মন্তব্য পেয়ে অনেক ধন্য হলাম ভাইয়া।
সবসময় ভালো থাকবেন এই দোয়া করি।
:)

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩২

জগতারন বলেছেন:
সুন্দর কবিত।
পাঠ করিয়া মুগ্ধ আমি।
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি আমার লিখা পাঠ করেছেন ও মুগ্ধ হয়েছেন জেনে অনেক ধন্যবোধ হচ্ছি ও কৃতজ্ঞ হলাম আর আপনার মন্তব্য পেয়ে অনেক অনেক খুশি হলাম।
সু-স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে।
আমারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো.... :)

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখবোধের কবিতা !
ভাল হয়েছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

রুমী ইয়াসমীন বলেছেন: সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন যাপন।
দুঃখ আছে বলেই তো সুখের মুল্য আছে আর মৃত্যু আছে বলেই তো জীবনের এতো মূল্য!

বরাবরই ভাইয়া আপনার মন্তব্য আমার কাছে অতি মূল্যবান কারণ আমি অনেক উৎসাহ পাই আপনার কাছ হতে। :)

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫

কিরমানী লিটন বলেছেন: বিশুদ্ধ কবিতা খেলাম - খুব ভালোলাগা কবি- অভিবাদন জানবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন: বিশুদ্ধ কবিতা খেলাম - খুব ভালোলাগা কবি- অভিবাদন জানবেন।"

কবিতা তাহলে খাওয়া যায় ভাইয়া !!! হা হা হা..... :p

আপনার ভালোলাগায় আমারও ভীষণ ভালো লাগলো মন্তব্যে। :)
নিরন্তর শুভেচ্ছা ও অভিবাদন জানাই আপনাকেও....

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: মৃত্যুর কথা নাকি আমি একাই খুব বেশী বলি- এমন একটা চাউর হয়েছে ফেসবুক বন্ধুদের মাঝে ! আপনিও মৃত্যু নিয়ে অসাধারণ বিষাদ তুলে ধরেছেন!
ভালো লেগেছে। +

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

রুমী ইয়াসমীন বলেছেন: মৃত্যুর কথা সবসময়ই স্মরণ করি। ইদানিং যেন একটি বেশি করেই মনে পড়ে কারণ প্রতিদিনই কারো না কারো মৃত্যু সংবাদ দূর হতে মাইকের মাধ্যমে ভেসে আসে তখন কেমন যেন এই জীবন নিয়ে একটা আফসোস জেগে ওঠে তাই এইভাবে লিখা।

শ্রদ্ধেয় ভাইয়া আপনি আমার লিখা পড়েছেন ও মন্তব্য করেছেন দেখে অনেক অনেক ধন্য হলাম ও কৃতজ্ঞ হলাম আবারো।
ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল.....

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: !!!

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১

রুমী ইয়াসমীন বলেছেন: !?!?!?!

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬

ওমেরা বলেছেন: মৃত্যুকে ভুলে থাকতে চাই খুব ভয় লাগে জানি তার কাছ থেকে পালানো যাবে না , সময় হলে সে আসবেই ।
মূত্যুর কথা স্বরনে থাকলে আমাদের জীবনে পাপ অনেক কম হবে, পূণ্য বেশী হবে । পূণ্যবানেরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে ।
নির্মম সত্যি মৃত্যুকে স্বরন করা কবিতাটি ভালো লাগল ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

রুমী ইয়াসমীন বলেছেন: বরাবরের মতই অনেক সুন্দর করে মন্তব্য করেছেন আপু তাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।
:)
আসলেই আপু আমরা সবাই মৃত্যুর কথা ভাবলে ভয় পাই তারপরও আমরা চিরন্তন সত্য মৃত্যুর কথা ভুলে থাকি।
মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলেই পাপ হতে দূরে থাকা যায় পূণ্যের কাজ করা না গেলেও ...

আপনার মন্তব্যে অনেক অনেক ভালোলাগা....
দোয়া করি ভালো থাকুন ও সুস্থ সুন্দর থাকুন সবসময়....

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

এস সুলতানা বলেছেন: বাহ, দারুণ দারুণ দারুণ কবি

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আপু... আপনার মন্তব্যের জন্যে ভালোলাগা ও পাঠে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি
শুভ ব্লগিং....
ভালো থাকবেন সবসময়.... :)

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন:

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন:

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রুমী ইয়াসমীন বলেছেন: বাহ্, দারুণ ছবি!!! ভাইয়া আপনি সত্যি অনেক সুন্দর ছবি তুলেন। কাঁচা আতাফলের ছবিও কি সুন্দর লাগছে পাকা হলে তো নিশ্চয়ই আরো দারুণ লোভনীয় হতো... :) ইনশাআল্লাহ লিখে ফেলবো আমার স্মৃতিকথন!
অনেক অনেক খুশি হলাম ছবিগুলো আমাকে দিয়েছেন বলে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ! চমৎকার ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২

রুমী ইয়াসমীন বলেছেন: আপু আপনি বলেছেন: " বাহ! চমৎকার ।"
শ্রদ্ধেয় আপু, আপনার প্রথম এই মূল্যবান মন্তব্যটুকুতেই আমি অনেক অনেক ধন্যবোধ হচ্ছি এবং সাথে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আশাকরি আপনাদের গুণীজনদের পাশে পেয়ে নিজের ভুল-ত্রুটিগুলো শুধরিয়ে নিয়ে আবার নতুন করে শিখতে পারবো।
ভালো থাকবেন সবসময় এই দোয়া করি....

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৪

মুক্তা নীল বলেছেন:
চিরন্তন সত্যি মর্মস্পর্শী কবিতাটি খুবই ভালো লেগেছে।
অনেক শুভকামনা রইলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক ধন্য হলাম আপু আপনার প্রথম মন্তব্য পেয়ে সাথে অনুপ্রাণিতও হচ্ছি আমার লিখাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে। :)
আমার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে শুভেচ্ছাও....
ভালো থাকবেন সবসময়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.