নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

আমার বড় দুলাভাইয়ের এলাহিকান্ড!

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬



আমার বড় আপার বিয়ে হয়েছে আজ থেকে ১৯ বছর আগে। আর আমার বড় আপার হাসব্যান্ড মানে আমার বড় দুলাভাই আমাদের কাছে বড় ভাইয়ের তুল্য। আমরা কখনোই ভাবিনা যে আমাদের বড় ভাই নেই বা থেকেও নেই এমনটা কখনো ভাবিনা। আমাদের সুখ-দুঃখ, বিপদ-আপদের দিনে তিনি যতই দূরে থাকুন না কেন শত ঝড়-বৃষ্টি-তুফান উপেক্ষা করে হলেও সবার আগে একমাত্র তিনিই এসে হাজির হবেন। তাছাড়া দুলাভাই পাড়া প্রতিবেশীর বিপদে আপদে সবসময় সবার আগে এগিয়ে আসেন সাহায্য করার জন্যে, সবার সুখে-দুখে এক সাথে থাকতে তিনি বেশি পছন্দ করেন।
আর আমার দুলাভাইয়ের অন্যতম বিশেষত্ব হলো তিনি যেন এখনো সেই নতুন জামাইয়ের মতন আমাদের বাড়িতে আসেন অতি ঘটা করে আনন্দ উৎসব নিয়ে। কখনোই তিনি খালি হাতে আসেন না।
আসার সময় তিনি পারেননা যেন একেবারে বাজারের সবকিছু মাথায় তুলে নিয়ে আসবেন এমন এক পাগলামো অবস্থা ওনার।
মনে হয় যেন বিলেত ফেরত অনেকদিন পর কেউ দেশে এসেছে এমন বাজার সদাই করে নিয়ে আসেন সবার জন্যে। যেমন- যদি ফল নিয়ে আসেন তবে বাজারের সব রকমের ফলাদি একদম খাঁচি খাঁচি ভরে নিয়ে আসবেন।

তেমনি গত দু'দিন আগে দুলাভাই এসেছেন আমাদের বাড়িতে নানান রকম বাজার করে। তারপর আমাদের গ্রামের বাজারে তিনি হাঁটতে বের হয়ে দেখলেন সদ্য পুকুর হতে তুলে আনা তাজা দেশি কৈ ও শিং মাছ। তিনি তড়িঘড়ি করে একদম সব কৈ ও শিং মাছ প্রায় ১২কেজি কিনে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। দুলাভাইয়ের একটি বিশেষ দোষ হচ্ছে বাজারে ভালো বড় কোনো মাছ দেখলেই তিনি সেটার লোভ সামলাতে পারেন না, এতে পকেটে ওনার টাকা থাকুক বা না থাকুক তা হিসাব না করে সেই মাছটা কিনে বাসায় ফিরবেন-ই এতে আমার আপা দুলাভাইয়ের সাথে প্রায়ই রাগ করেন।
দুলাভাইয়ের এই এলাহিকান্ড দেখে আমার আম্মা ও আব্বা হাসবেন না কাঁদবেন এমন এক অবস্থা কারণ এত্তো মাছ কি করবেন দেখে!
তাছাড়া একসাথে এতো মাছ কাটাকুটি করাও নানান ঝামেলা। তাই বড় বড় পাতিল ও বালতিতে কিছু জিইয়ে রাখা হলো আর কিছু মাছ দুলাভাই নিজেই বটি নিয়ে গায়ে কোট সু পরা অবস্থায় বসে গেলেন কাটতে৷
আম্মা অনেকটা অসুস্থ তাই আম্মাকে ধরতে দেয়া হলো না। দুলাভাইয়ের বটি নিয়ে বসে পড়া দেখে আমি পড়লাম এক মহা বিপাকে৷ কারণ আমি এই জীবনে কৈ ও শিং মাছ কাটিনি। বলা যায় আমি অন্য কোনো মাছই কাটতে পারিনা কারণ বড় বোনেরা ছিল তাই ওরাই করতো আগে আর তাছাড়া এখনও আম্মা আমাকে মাছ কাটতে দেন না হয়তো আম্মা নিজেই কাটেন নাহয় সবসময় বাড়ির কোনো মহিলাকে দিয়ে কেটে নেন।
তো যাই হোক দুলাভাইয়ের মাছ কাটা দেখে আমিও লজ্জায় পড়ে বাধ্য হয়ে মাছ কাটতে বসে গেলাম আল্লাহর নাম নিয়ে সাহস করে। একে তো কৈ মাছ কাটার নিয়ম জানিনা তারউপর সব জ্যান্ত মাছ! মাছ ধরতে গেলেই দেয় লাফ সাথে ভয়ে আমিও দেই চিৎকার করে লাফ! আমার অবস্থা দেখে আব্বা আম্মা ও দুলাভাইয়ের সে কি হাসি! সাথে দুলাভাই কিছুটা মিষ্টিসুরে বকাও দিচ্ছে বুড়ি হয়ে গেছি এখনো মাছ ভয় পাই ও কাটতে জানিনা বলে!
আর মাশাল্লাহ আমার দুলাভাই এত্তো সুন্দর করে অতি দ্রুত মাছ কাটতে পারেন যা চোখে কেউ না দেখলে বিশ্বাসই করবেনা। আমি অবাক হয়ে ওনার মাছ কাটা দেখতেই থাকলাম। আর দুলাভাইয়ের প্রতি হিংসা হয়ে সাহস করে মাছের কাঁটার গুতাগাতা খেয়ে ও হাত কেঁটেছিঁড়ে বারোটা বাজিয়ে আমি এইজীবনে প্রথম এত্তোগুলো মাছ কাটলাম প্রায় ২কেজির মতন কৈ মাছ আর এতে আমার সে কী যে আনন্দ হচ্ছিল যেন আমি যুদ্ধ জয়ের মতন অসাধ্য সাধন করে ফেলেছি। এক দিনেই দুলাভাই আমাকে অতি সুন্দর করে মাছ কাটা শিখিয়ে দিলেন। :)
কিন্ত অতি দুঃখের বিষয় আমার কাটাছেঁড়া হাতের ব্যাথা এই দুদিনে এখনো একটুও কমেনি। :(

আজ ১৫ই ডিসেম্বর আমার বড় দুলাভাইয়ের জন্মদিন। দেশ স্বাধীন হয়েছে যত বছর আমার দুলাভাইয়ের বয়সও তত বছর। ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর আমার বড়ভাই তুল্য দুলাভাইয়ের জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের কয়েকঘন্টা আগে। সেদিন তিনি ওনার মায়ের কোলে ভূমিষ্ট হয়েছিলেন বিজয়ের আগাম মহা আনন্দ-খুশি ও কান্না নিয়ে।
দোয়া করি সবসময় আমার বড় দুলাভাইকে আল্লাহ আজীবন নেক হায়াত দান করুন ও সবসময় সবার সাথে এমন হাসিখুশি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমীন...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন:
:-B শুভ জন্মদিন দুলাভাই !:#P ।আপনার দুলাভাই মানে আমাদের ও দুলাভাই।
আপনার দুলাভাই খুব ভাল মানুস।আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত ও নেক জীবন দিন।

সাথে সাথে আপা, দুলাভাই এর সুখী এবং সমৃদ্ধ পারিবারিক ও বিবাহিত জীবনের জন্যও প্রার্থনা।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনাকে জানাই সুস্বাগতম।
আপনার আজ প্রথম এত্তো সুন্দর মন্তব্য পেয়ে অনেক অনেক খুশি হলাম ও কৃতজ্ঞ হয়ে রইলাম ভাইয়া।

"শুভ জন্মদিন দুলাভাই ।আপনার দুলাভাই মানে আমাদের ও দুলাভাই।
আপনার দুলাভাই খুব ভাল মানুস।আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত ও নেক জীবন দিন।

সাথে সাথে আপা, দুলাভাই এর সুখী এবং সমৃদ্ধ পারিবারিক ও বিবাহিত জীবনের জন্যও প্রার্থনা।"

আসলেই আমার দুলাভাই অনেক ভালোমনের একজন মানুষ।
আল্লাহ আপনার আমার আমাদের সবার প্রার্থনা কবুল করুন। আমীন....

আর ভাইয়া আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইল।
ভালো থাকবেন। শেষে আজ বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন। :)

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: তাহলে তিনি আমাদেরও দুলাভাই।
দুলাভাইকে সালাম জানাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

রুমী ইয়াসমীন বলেছেন: অবশ্যই ভাইয়া আমার দুলাভাই মানে তিনি ব্লগে আমার সকল আপু ও ভাইয়াদেরও দুলাভাই। :) :) :)
আর দুলাভাইকে আপনার সালাম জানিয়ে দিবো....

ভাইয়া আপনার মন্তব্যে খুশি হলাম খুব।
বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন দুলাভাই
সুন্দর থাকুন সুস্থ থাকুন

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২

রুমী ইয়াসমীন বলেছেন: "বলেছেন: শুভ জন্মদিন দুলাভাই
সুন্দর থাকুন সুস্থ থাকুন"

প্রিয় আপু আপনার শুভকামনা দুলাভাইয়ের হয়ে আমি গ্রহণ করে নিলাম। ❤
অনেক অনেক খুশি হলাম আপু আপনার এতো সুন্দর উইশ পেয়ে।

আপনার জন্যে অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল..
ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও..... :)

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি কি করেন ? অর্থাৎ ওনার পেশা সম্পর্কে জানতে পারলে ভালো হতো ।
রাজনীতি করেন না তো আবার।

উনার জন্য শুভ কামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৩

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া আপনার মন্তব্যের উত্তর দিতে পারিনি বলে কারণ এতোদিন ব্লগে আমার আসা হয়নি। আর আমার ব্লগবাড়িতে আপনার প্রথম পদধূলিতে অনেক ধন্য হলাম তাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনি বলেছেন: "উনি কি করেন ? অর্থাৎ ওনার পেশা সম্পর্কে জানতে পারলে ভালো হতো ।
রাজনীতি করেন না তো আবার।"

আমার দুলাভাই একজন অতি সাধারণ মানুষ ও একজন কর্মঠ সৎ ব্যবসায়ী। উনি কোনো রাজনীতি করেন না এবং রাজনীতির সাথে কোনভাবে জড়িতও নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.