নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

কবিতার দেহ

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭




কবিতার শরীর,
নাকি শরীরের কবিতা;
নাকি আস্ত শরীর
নাকি আস্ত কবিতা!
কোনটা তোমার ভীষণ প্রিয় তা তো বুঝে গেছি!


শুনেছি আজকাল তুমি গোগ্রাসে পান করো
দেহ নামক আস্ত কবিতার সুরা'কে!
আস্তিক নাস্তিকতার বাছ-বিচার ছাড়াই
মেতে রও আদিম বুনো খেলাতে!


আচ্ছা, মনে আছে তো?
ওই যে, একদা বলেছিলে;
খাপছাড়া বাতাস তোমার নাকি বড্ড অসহ্য লাগে।
মনে জ্বালা ধরায়,
চোখে নেশা জাগায়,
শরীরে গুটি বসন্তের মতন পঁচন রোগে ভোগায়?


হা হা হা,,,,....
কী যে বোকা ছিলেম আমি!
আসলেই ভাবার্থ বুঝিনি সেদিন এই আনাড়ি আমি
অযথা ভালবাসার বীজ বুনেছি
তোমার কাছে অ-কবিতা নামক দেহে!


সত্যিই তো বুঝিনি আমি;
শরীর যে তোমার এত্তো প্রিয়!
খোলামেলা অর্গান বাতাস,
পাশ্চাত্য অবয়বের কবিতার সাজ,
আর নাদানের মতন একজোড়া পালিশ ঠোঁট!

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা হয়েছে আপি

শরীর প্রিয় মানুষগুলোর মনে ভালোবাসার অনুভূতি কম

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আপু আপনার লাইক ও সুন্দর মন্তব্যটা পেয়ে অনেক ভালো লাগছে আপু। অনেক কৃতজ্ঞতা উৎসাহ পেলাম বলে।

আসলেই আপু শরীর প্রিয় মানুষগুলোর কাছে তাই ভালবাসা প্রত্যাশা করতে নেই। এদের কাছে মন অন্যের মন ও ভালোবাসার মূল্য নেই। :(

আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন আপু। ❤

২| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার বোধের কবিতা রুমী আপু।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫

রুমী ইয়াসমীন বলেছেন: ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম এবং উৎসাহিত হলাম।

আন্তরিক শুভেচ্ছা নিবেন আমার।
অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা রইলো....

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

এম ডি মুসা বলেছেন: ভালো লাগলে কবিতা

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও স্বাগতম জানাচ্ছি ভাইয়া।
কবিতা ভালো লেগেছে জেনে আমি অনেক ধন্য হলাম ও উৎসাহ পেলাম। :)
আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা পবিত্র জিনিস। এখানে সব দায়ের অবসান। এখানে পরম শান্তি। সেই কবিতাকে ভালোবাসো। ... সব সময় মনে রেখ - লোকটা যখন কবিতা লিখছে - নিজেকে পুড়িয়ে লিখছে।' - রাম বসু

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

রুমী ইয়াসমীন বলেছেন: অতি চমৎকার একটা উক্তি শেয়ার করেছেন ভাইয়া তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার....
তবে যারা কবিতাকেও অপবিত্র করে তোলে ঠিক শরীরের মতন করে তখন সেটা আর কবিতা থাকে কী করে!?!

আপনার মন্তব্য পেয়ে বরাবরই অনেক অনেক খুশী হলাম ভাইয়া।
ভালো থাকবেন সবসময়....

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!

সেইরাম হইছে।
কিন্তু বড্ড যাতনার ছায়া অনুভব জুড়ে
বড্ড কষ্ট কাৎতারায় প্রতি পলে পলে
কতটা অকবিতার যাতনা সইলে অমন কবিতার জনম হয়? ভাবছি বসে...

কবিতায় +++

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

রুমী ইয়াসমীন বলেছেন: আরেহ্! আমাকে একেবারে ধন্য ও ঋণী করে দিলেন শ্রদ্ধেয় ভাইয়া আপনার এমনতর মন্তব্যের মাধ্যমে যা ভাবতেই পারছিনা।
কৃতজ্ঞতার ভারে স্বীকার করতেই হচ্ছে আপনাদের গুণীজনদের কাছ হতে শিখে ও আপনাদের দেয়া উৎসাহেই সবসময় লেখার সাহস ও অনুপ্রেরণা পাই। :)

তবে কবিতায় কষ্ট, রাগ,ক্ষোভ, বিদ্বেষ, ভালোবাসা ও সুখানুভূতির ভাষা যদি যথাযথভাবে ফুটিয়ে তুলতে না পারি তবে তো লিখাটাই ব্যর্থ হয়ে যাবে।

মন্তব্যে আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাইয়া। শুভকামনা সবসময়....
ভালো থাকবেন, সুস্থ সুন্দর ও নিরাপদে থাকবেন দোয়া রইল....

৬| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

নেওয়াজ আলি বলেছেন: য়ারা কবিতার শরীর ভালোবাসে, তারা কবিতার অক্ষর ভালোবাসে না।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি ভাইয়া আর আপনার এই সুন্দর মন্তব্যের জন্যে অনেক কৃতজ্ঞতা আমার।

আপনি বলেছেন: "য়ারা কবিতার শরীর ভালোবাসে, তারা কবিতার অক্ষর ভালোবাসে না।"
আসলেই আপনার মন্তব্যের সাথে আমি সহমত প্রকাশ করছি আর কামনা করি যারা সত্যিকার অর্থেই কবিতা ভালোবাসেন তারা যেন কবিতার প্রতিটি অক্ষর/বর্ন ও শব্দ নিবিড়ভাবে ভালবেসে সুস্থ এক কবিতার শরীর সৃষ্টি করেন।

শেষে আমার শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সবসময়...
শুভকামনা রইলো আপনার জন্যে.... :)

৭| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ কাব্য।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

রুমী ইয়াসমীন বলেছেন: শ্রদ্ধেয় ভাইয়া আপনার এই এক কথার মন্তব্যে বরাবরই আমার লিখার অনুপ্রেরণা দিচ্ছে পাশে থেকে সাহসও পাচ্ছি বারবার ।
অশেষ কৃতজ্ঞতা জানবেন আমার।
দোয়া করি সবসময় ভালো, সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকবেন। :)

৮| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: রুমী ইয়াসমীন,




বেশ ভালো হয়েছে কবিতার শরীর আর শরীরের কবিতার রূপকতা।
তবে দ্বিতীয় স্তবকের প্রথম দু'লাইন সম্পর্কে বলছি- সুরাকে কেউ গোগ্রাসে গিলে খায় না, গোগ্রাসে পান করে।
কবিতায় অবশ্য কবির কথার উপরে বলার কিছু থাকেনা, কবির স্বাধীনতার কারনে তবুও সুরাকে "পান" করা বললে ক্রিয়াজনিত সুন্দরতা বজায় থাকতো।

লাইকড।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

রুমী ইয়াসমীন বলেছেন: শ্রদ্ধেয় ভাইয়া, প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যটা পেয়েছি দেখে ও অনেক ধন্যবোধ করছি।
আপনি বলেছেন - " সুরাকে কেউ গোগ্রাসে গিলে খায় না, গোগ্রাসে পান করে।"
লিখাটা লিখার সময় এই ব্যাপারটা আমারও মাথায় ছিল কিন্তু এতে আমার কাছে মনে হচ্ছিল এতে লিখাটায় সহজ প্রাঞ্জলতা ও নান্দনিকতার জন্যে 'গিলে খাও' বলেছি।
তবে আপনি যখন বলছেন "পান" করা বললে ক্রিয়াজনিত সুন্দর দেখাবে তাই আপনার মন্তব্যের সম্মানার্থে আবার এডিট করে দিলাম। :)
আশা করি সবসময় গঠনমূলক মন্তব্যে আপনাকে পাশে পাবো, শুদ্ধরূপে লিখার প্রতি উৎসাহ পাবো।

আবারও আমার আন্তরিক কৃতজ্ঞ, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবসময়.....

৯| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী।
ওই যে,, - একটা কমা হবে। ঠিক করে দিন।
ইচ্ছে করলে সুরাকে এর জায়গায় সুরা'কে দিতে পারেন।
আজকাল প্রেম ভালোবাসা শরীর নির্ভর হয়ে গেছে। যারা মনের চাইতে শরীরের দাম বেশি দেয় এরা আদতে শুধু শরীর'টাই বুঝে, সেটা নির্লজ্জের মতো খুঁজে বেড়ায়।
এটা মনে হয় কোইন্সিডেন্স, আজকে একই বিষয়ের উপর আমিও একটা লেখা দিয়েছি।
ভালো লিখেছেন কাব্যের ভাষায়। প্রতিবাদ সব জায়গায়ই হওয়া উচিৎ।
ধন্যবাদ।


২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

রুমী ইয়াসমীন বলেছেন: শুরুতেই আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য ও লাইক পেয়েছি দেখে। সাথে অনেক উৎসাহিত ও খুশি হলাম যদিও ভয়ে ভয়ে ছিলাম নিশ্চিত আমার লিখাটা আপনি পড়লে আমার ডাবল কমা দেয়াটা ভুল হিসেবে ধরবেন। :)
তবে ভাইয়া আমি এই ডাবল কমা ইচ্ছে করেই দিয়েছি লিখাটা পড়ার সমর ডাবল কমার পরিমাণ বিরতির জন্যে আর এতে যদি ক্ষমার অযোগ্য ভুল হয়ে থাকে তবে সংশোধন করে দিব অবশ্যই।

আর ভাইয়া আপনার লিখাটা আগেই পড়েছি বিস্তারিত করে অনেক চমৎকার লিখেছেন প্রতিবাদ ও অভিযোগের সহিত যা অনেক ভালো লাগলো।
আমি আমার লিখাটা কতটুকু ভালো লিখিছি জানিনা তবে চেষ্টা করি সবসময় কোনো অন্যায়ের বিরুদ্ধে জোড়ালোভাবে না পারলেও নিরবে হলেও প্রতিবাদ করে যেতে আর এতে অনেকের চোখে বাঁকা দৃষ্টির স্বীকারও হয়েছি প্রচুর।

শেষে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়....

১০| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুণ লিখেছেন

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনাকে জানাই সুস্বাগতম।
আপনার প্রথম "দারুণ লিখেছেন" মন্তব্যটা পেয়ে বড়ই উৎসাহিত হলাম লিখার প্রতি।
তাই আমার কৃতজ্ঞতা জানবেন।

সাথে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো৷থাকবেন সবসময়....

১১| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতাটির আবেগমথিত প্রকাশ অভিভূত করেছে। সেই৷ সাথে তার বিন্যাস ভংগিমা,শব্দের চয়ন, ক্রমাগত স্তরে স্তরে ভাবের সঞ্চারন মুগ্ধ করেছে। প্রিয়তে নিলাম। কবির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল।

২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম পদচারণা আমাকে পরম কৃতার্থ করলো।
আর আমার লিখাটা আপনাকে মুগ্ধ করেছে ও প্রিয়তে রেখেছেন জেনে হাজার হাজার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অসম্ভবরকম উৎসাহ ও অনুপ্রেরণাবোধ করছি। :)

আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
ভালো থাকবেন সবসময়....

১২| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৮

নীল আকাশ বলেছেন: ভয়ে ভয়ে ছিলাম নিশ্চিত আমার লিখাটা আপনি পড়লে আমার ডাবল কমা দেয়াটা ভুল হিসেবে ধরবেন। :)
তবে ভাইয়া আমি এই ডাবল কমা ইচ্ছে করেই দিয়েছি লিখাটা পড়ার সমর ডাবল কমার পরিমাণ বিরতির জন্যে আর এতে যদি ক্ষমার অযোগ্য ভুল হয়ে থাকে তবে সংশোধন করে দিব অবশ্যই।

আমি যখন কিছু পড়ি সেটা ভালো ভাবেই পড়ি। পাঠক হিসেবে এটাই আমার দায়িত্ব।
আপনি যদি বিরতি দেয়ার পরিমান বাড়াতে চান তাহলে ; ব্যবহার করুন। এটাই যথেষ্ট। ,, দেয়া আমি যত টুকু জানি ঠিক নয়। দৃষ্টিকটুও বটে।

আমি আমার লিখাটা কতটুকু ভালো লিখিছি জানিনা তবে চেষ্টা করি সবসময় কোনো অন্যায়ের বিরুদ্ধে জোড়ালোভাবে না পারলেও নিরবে হলেও প্রতিবাদ করে যেতে আর এতে অনেকের চোখে বাঁকা দৃষ্টির স্বীকারও হয়েছি প্রচুর।
ভয় পেলে পিছিয়ে গেলে হবে? আমি তো এই ব্লগে সবময়ই যে কোন খারাপ কিছুর প্রতিবাদ করি। নিশ্চয়ই ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামীন সহায় থাকেন।
ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথম হতেই বুঝেছি ভাইয়া আপনি একজন নিখুঁত পাঠকের মতন দায়িত্ব পালন করেন তাইতো এতো ভয়ে ভয়ে ছিলাম।
আপনার মন্তব্যের প্রতি সম্মানার্থে আবার এডিট করলাম এখন একটা কমা কেঁটে দিয়ে। :)

"ভয় পেলে পিছিয়ে গেলে হবে? আমি তো এই ব্লগে সবময়ই যে কোন খারাপ কিছুর প্রতিবাদ করি। নিশ্চয়ই ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামীন সহায় থাকেন।"

ইনশাআল্লাহ ভয়কে একদিন পুরোপুরিভাবে জয় করব ভাইয়া।

শেষে আবারও আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া আপনার মূলবান মন্তব্য দিয়ে আমার পাশে থাকার জন্যে।
ভালো থাকবেন সবসময় দোয়া রইল....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.