নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

বানভাসি স্বপন

২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭





এই তল্লাটে এসে শিখে গেছি বানভাসিদের মতো
বাস্তুহারা, সর্বহারা, অজ্ঞাতনামা যাই বলনা কেন
তাদের মতো করেই জেনে গেছি কিভাবে স্বপ্ন ভাসিয়ে দিতে হয়,
জেনে গেছি ঘুমহীন চোখেও কিভাবে স্বপ্নকাতুর জীবন ঢলতে হয়!

বেশতো বলে সবাই; যখন প্রকৃতিতে ঝড় ওঠে
আর লণ্ডভণ্ড করে দেয় ক্ষণজন্মা মনের ঘর!
আমি বলি, নাহ্ এইতো শুরু কেবল!
মরা নদীওতো বানভাসি জলে আবার
নতুন করে জেগে ওঠে, প্রাণ ফিরে পায়!
তবে কেন বলো তোমাদের
এত ভয়?
এত হাহাকার?
এত আর্তনাদ?
এত লোকলজ্জা?

বলি,
ঘোলাটে চাঁদ দেখলেই মনে যতো সংশয় হয় নিন্দুকের।
কিন্তু পূর্ণ অমানিশায় বা কৃষ্ণপক্ষ রাতে যদি
সেই চাঁদ নেমে আসে তাদের ধরণীতে ;
তবে কেন আবার চুপচাপ কলঙ্কিনী জেনেও
তার রূপসাগরে ডুবসাঁতার কাটে?
তাই বলি; দ্রোহ নয়,
সংঘাত নয়,
নয় কোনো আক্ষেপ।
জীবন-মন-দেহ ও বাহুল্য বাতাস যে কী
তা এই তল্লাটে এসেই আরো জেনেছি বুঝেছি
তাই বলি; নূতন করে আমাকে শিখাতে এসো না
স্বপ্ন কী?
জীবন কী?
দ্রোহ কী?
আর শেষে নাহয় আবার বলেই দিলাম
এই পোড়া চোখে আজও বুনেছি বানভাসি স্বপন!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকেসুন্দর কবিতা।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দিয়ে আমার পাশে থাকার জন্যে।
আপনিও অনেক সুন্দর সহজ করে বাস্তব আবেগগুলো আপনার লিখাতে ফুটিয়ে তুলেন যা পড়ে মুগ্ধ হই যেটা সহজ করে সবাই লিখতে পারে না।
আমার শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন ....

২| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

সোনালী ডানার চিল বলেছেন:

কবিতা ভালো লাগলো-
কিন্তু শেষ লাইনের সর্বশেষ শব্দের ব্যবহারটি একটু চোখে লাগলো!
মানে আর একটু ভাবা যায় কিনা!
আমার মন্তব্য যদি অসংলগ্ন হয় তার জন্য ক্ষমাপ্রার্থী-

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

রুমী ইয়াসমীন বলেছেন: "কিন্তু শেষ লাইনের সর্বশেষ শব্দের ব্যবহারটি একটু চোখে লাগলো!
মানে আর একটু ভাবা যায় কিনা!
আমার মন্তব্য যদি অসংলগ্ন হয় তার জন্য ক্ষমাপ্রার্থী-"

আরে না না কী যে বলেন ক্ষমাপ্রার্থী বলে আমাকে লজ্জা দিচ্ছেন। আমি বরং অনেক ধন্যবোধ করছি যে আপনি আমার লিখাটা ভালো করে পড়েছেন দেখে ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কৃতজ্ঞ করলেন। এইভাবেই তো লিখার প্রতি আরো যত্নবান হওয়া যায়, উৎসাহী হওয়া যায়।
আপনার ভাবনার সাথে আমার ভাবনার মিল হবে কিনা জানিনা তবে চেষ্টা করেছি ভেবে শেষ শব্দটা আবার পরিবর্তন করার।

শেষে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবসময়....

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

রুমী ইয়াসমীন বলেছেন: জাযাকাল্লাহু খাইরান। অনেক খুশি হয়েছি আপু আপনার পাঠে ও লাইকে যা বরাবরই আমাকে অনুপ্রেরণা দেয়।
অনেক অনেক ভালোবাসা নিবেন আপু.... ❤❤❤

৪| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

ময়ূরী বলেছেন: খুব সুন্দর লিখেছেন।।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনার প্রথম আগমনে আমাকে অনেক আনন্দিত করল আপু। আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন।
আর আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ও ধন্য হলাম। :)

অনেক অনেক শুভকামনা রইল...
ভালো থাকবেন সবসময়....

৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

রুমী ইয়াসমীন বলেছেন: ফিরে এসে আবার আমার মন্তব্য দেখার জন্যে অনেক খুশি হলাম ভাইয়া। :)
আর আপনার ব্যবসার জন্যে অগ্রিম শুভকামনা করি। ভালো থাকবেন।

৬| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩

নীল আকাশ বলেছেন: আপনার টাইপ করা শব্দটি হল বানবাসী এবং আপনার টাইপ করা শব্দটির বানান শুদ্ধ নয়, শুদ্ধ বানানের জন্য সম্ভাব্য ইঙ্গিত হচ্ছে-
বানভাসি।
স্বপন নিয়ে কবিতা ভালো ভালো হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

রুমী ইয়াসমীন বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা জানাই ভাইয়া আপনি আমাকে শুদ্ধ বানানটা বলে দিয়েছেন বলে। প্রথমে আমিও বানভাসি লিখেছিলাম এবং তাই-ই জানতাম কিন্তু পরে এডিট করেছিলাম বানবাসী কারণবশত তা বলতে চাচ্ছি না এইখানে। এখন আবার এডিট করলাম।

আর আশাকরি সবসময় এইভাবে পাশে পাবো আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে ভুলত্রুটি শুধরিয়ে শিখতে পারবো।

আবারও অনেক কৃতজ্ঞতায় ঋণী হয়ে রইলাম।
ভালো থাকবেন সর্বদা.....

৭| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন: " অপূর্ব , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।"

জেনে অনেক ধন্য ও খুশি হলাম ভাইয়া। উৎসাহিত হচ্ছি প্রচুর....
আর আমার লিখা আপনার পাঠে ও মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি

আমার অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল আপনার জন্যে। ভালো থাকবেন।

৮| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



স্বপ্ন সব সময় বড় ও কিছুটা অবাস্তব হয়।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

রুমী ইয়াসমীন বলেছেন: আসলেই মানুষের বড়বড় স্বপ্নগুলো বাস্তবায়ন কমই হয়।

অনেক খুশি হয়েছি চাঁদদাদু আপনার মূল্যবান মন্তব্য পেয়েছি দেখে তাই অশেষ কৃতজ্ঞতা আমার....
দোয়া করি সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০০

এম ডি মুসা বলেছেন: শব্দ কথায় অসাধারণ হয়েছে ।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯

রুমী ইয়াসমীন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে।
আশাকরি সবসময় আপনাদের কাছ হতে অনুপ্রেরণা ও উৎসাহ পেয়ে শব্দের কলম চলবে....

আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা গ্রহণ করবেন ভাইয়া। ভালো থাকবেন সবসময়....

১০| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন: "ভালো লাগছে"

আপনাদের ভালো লাগাতেই কোনকিছু লিখার স্বার্থকতা অনুভব করি ও অনুপ্রাণিত হই ভাইয়া সত্যিকার অর্থে।
মন্তব্যে আবারও পাশে পেয়ে আমি অনেক কৃতজ্ঞ ও ঋণী রইলাম ভাইয়া।
দুয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.