নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

শেষ শ্লোক

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২



কবিতা মরে গেল, না কি কবি?
কথারা হারিয়ে গেল, না কি শব্দেরা?
যে শ্লোকে শোকগাথা গেঁথে রবে
নাকি সেই শ্লোকই হারিয়ে গেল?
বলি,কবিতা কি মরে কভু?
নাকি মরে কবির স্বাদ?

শব্দেরা খেলা করে নাকি কথারা নৃত্য করে!
যে শ্লোকে রবে কবির শোক,
যে শ্লোকে রবে জীবন কবিতার ভোগ;
সেই শ্লোক রচিত করতে চাই
জীবন কবিতার প্রতিটা পাতায়,
কণ্ঠনালীর শেষ শব্দে,
বর্ণমালার অঘোষিত বর্ণে
যাযাবর জীবনের নিষিদ্ধ চলাচলের পথে প্রান্তরে!
আমি সেই শেষ শ্লোক রচিত করতে চাই.......

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ও সাবলীল লেখনী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথম মন্তব্যে আপনাকে পাশে পেয়ে উৎসাহিত হলাম খুব ভাইয়া। অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমার শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন সবসময়....

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: শেষ শ্লোক বলে কিছু নেই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: সবকিছুরই তো শেষ থাকে ভাইয়া যা আমার অভিমত।
একদিন এই দুনিয়াটাও ধ্বংসের মধ্যে শেষ হবে।

মন্তব্যে বরাবরই আপনাকে পাশে পাই বলে অনেক ধন্য ও খুশি হই ভাইয়া সাথে অনুপ্রেরণাটুকুও পাই।
আমার অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সবসময়.....

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। রচনা করুন। করতে থাকুন। শুভ কামনা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম পদচারণায় আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি।
আর আপনার পাঠে ও সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত ও উৎসাহিত হলাম।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্যেও... ভালো থাকবেন সবসময়।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো আপু।
শুভকামনা রইলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

রুমী ইয়াসমীন বলেছেন: পাঠে ও মন্তব্যে ভালো লাগলো জেনে অনেক ধন্য ও উৎসাহ পেলাম ভাইয়া এবং বরাবরই পাশে পেয়ে।
আপনার জন্যেও আমার আন্তরিক শুভকামনা রইলো
ভালো থাকবেন সবসময়....

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিছু শব্দ নিজের করে লিখতে হবে। যেমন, কথামালা- বহুল ব্যবহৃত শব্দ। লিখুন- 'কথারা হারিয়ে গেল, নাকি শব্দেরা?'
'কভু' শব্দটাও যথাসাধ্য এড়িয়ে চলা ভালো। বা ব্যবহার করলেও, এখানে আমার কাছে ভালো লাগে নি। বরং, 'কখনো' লিখলে ভালো হতো।

আবার, 'কথামালা' শব্দটা দ্বিতীয়বার লিখে ফেলেছেন :)

ধীরে ধীরে এমন সব বিষয়ে যেতে হবে যেগুলো নিয়ে কেউ ভাবেন না, আপনি ছাড়া।

চর্চা অব্যাহত থাকুক। শুভেচ্ছা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া আপনার মূল্যবান গঠনমূলক ও সমালোচনামূলক সুন্দর এই মন্তব্যের প্রতিমন্তব্য যথাসময়ে করতে পারিনি বলে।
আর আপনার মন্তব্যে অনেক ধন্য ও উৎসাহিত হলাম আপনি আমার লিখাটা গুরুত্বসহকারে পড়ে আমার অজানা সীমাবদ্ধতাগুলো তুলে ধরেছেন সুন্দর করে তাই অনেককিছু জানতে পারলাম ও শিখতে পারলাম বলে আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আপনার মন্তব্যের প্রতি সম্মান রেখে পুনরায় এডিট করলাম।
আশাকরি ভাইয়া সবসময় এইভাবে পাশে পাবো গঠনমূলক মন্তব্যে।
আমার আবারো অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্যেও অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবসময়.....

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা কিন্তু কোনো দিন শেষ হবে না। মানুষের ক্ষুধারও কিন্তু শেষ নেই। প্রেম ভালোবাসারও শেষ নেই।
পৃথিবী যতদিন থাকবে, কবিতা, ক্ষুধা, প্রেম ভালোবাসা থাকবে।
আমার কোনো কামকাজ নাই। বেকার মানুষ। হাতে অফুরন্ত সময়। তাই সামুতে কাটাই সারাদিন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

রুমী ইয়াসমীন বলেছেন: "কবিতা লেখা কিন্তু কোনো দিন শেষ হবে না। মানুষের ক্ষুধারও কিন্তু শেষ নেই। প্রেম ভালোবাসারও শেষ নেই।
পৃথিবী যতদিন থাকবে, কবিতা, ক্ষুধা, প্রেম ভালোবাসা থাকবে।"

ভাইয়া আপনার আবারও এই সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে ও উৎসাহ পেলাম তাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি আমার লিখায় এটাই তো বললাম কবির কবিতা লিখার স্বাদ কখনো পুরায় না এবং কথা ও শব্দেরা মরেনা কখনো।

ভাইয়া আপনি বেকার মানুষ কথাটা শুনলে কেমন জন্যে অসহায় অসহায় লাগে ভাবতে গেলে। মন হতে দোয়া করি আপনার বেকারত্বের অবসান ঘটুক কাজকর্মের মাঝে পরিপূর্ণ স্বাভাবিক ব্যস্ততায় কাটুক আর সদা সুস্থ সুন্দর থাকবেন এই শুভকামনা রইল৷

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

নিভৃতা বলেছেন: কবিতায় এক রাশ ভালো লাগা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৮

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মূল্যবান এই সুন্দর মন্তব্যে আমাকে অনেক ধন্য করলেন আপু ও অনুপ্রাণিত করলেন।
আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপু।
আমার আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন সবসময়....

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১০

নীল আকাশ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কভু' শব্দটাও যথাসাধ্য এড়িয়ে চলা ভালো। বা ব্যবহার করলেও, এখানে আমার কাছে ভালো লাগে নি। বরং, 'কখনো' লিখলে ভালো হতো।
আমিও এটা বলার জন্য নেমে দেখি উনি আগেই বলে দিয়েছেন। গুরুজন।
একটা প্রশ্ন? কবিদের কী আসলেও শেষ শ্লোক বলে কিছু আছে? প্রতি মুহূর্তেই তো তাদের বুকে দ্রোহের আগুন জ্বলে উঠে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০২

রুমী ইয়াসমীন বলেছেন: "কবিদের কী আসলেও শেষ শ্লোক বলে কিছু আছে? প্রতি মুহূর্তেই তো তাদের বুকে দ্রোহের আগুন জ্বলে উঠে!"

কবিদের শেষ শ্লোক নেই বলেই তো শেষ শ্লোক রচিত করতে চাই যে শ্লোকে জীবনের সব শোক বা ব্যর্থতার পরিসমাপ্তি যেন ঘটে সেই শ্লোকের কথাই লিখাতে বলতে ও বুঝাতে চেয়েছি।

শ্রদ্ধেয় ভাইয়া আবারও আপনার গঠনমূলক মূল্যবান এই সুন্দর মন্তব্যে পাশে পেয়ে আমি অশেষ কৃতজ্ঞ হলাম। আর ভাবছি এইবার হতে কোনো লিখা পোস্ট করার আগে আপনাকে লিখাটা ইনবক্সে দেখাবো আমার লিখার আগাম ভুলত্রুটি শুধরিয়ে দেবার জন্যে যদি অনুমতি দেন আরকি তবে অনেক উপকৃত হতাম।

মন্তব্যে আমার অফুরান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনার শবনম বইয়ের জন্যে অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়....

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৬

রুমী ইয়াসমীন বলেছেন: আবারো আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপু আপনার মূল্যবান মন্তব্যে পাশে পেয়ে।
অনেক উৎসাহ পাই আপু আপনার কাছ হতে সবসময়।
আমার অফুরন্ত ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সবসময় এই দুয়া করি।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬

দৃষ্টিসীমানা বলেছেন: হাই , স্বাগতম ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে জানাই সুস্বাগতম। আপনার প্রথম পদধূলিতে আমি ধন্য হলাম ও আনন্দিত হলাম।

মন্তব্যে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন রইল।
ভালো থাকবেন সবসময়....

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: রুমী ইয়াসমীন,




কবিতার প্রতি ভালোবাসার কবিতা।
শব্দ ব্যবহারে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্যের সাথে সহমত। এর সাথে "রচিত" শব্দটিকেও সমার্থক অন্য শব্দ দিয়ে লেখা যেতো।

আরও কবিতা পড়ুন, আরও লিখুন। লিখতে লিখতেই কবির কন্ঠে শেষ শব্দ বলে কিছু থাকবেনা, সব শব্দই হবে চলমান, উচ্চকিত!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪

রুমী ইয়াসমীন বলেছেন: শুরুতেই আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ নিবেন শ্রদ্ধেয় ভাইয়া আবারও আপনার মূল্যবান গঠনমূলক ও সমালোচনামূলক মন্তব্যে আমাকে কৃতার্থ ও ধন্য করলেন বলে।
আর ভাইয়া আপনার মূল্যবান উপদেশ মাথা পেতে নিলাম।
আমি কবিতা ভালবাসি ভীষণ তাই কবিতা সবসময় পড়ি বলেই কিছুটা লিখার প্রয়াস ও আরো চেষ্টা থাকবে ভালো করে পড়ার ও বুঝার। আশাকরি এইভাবে সবসময় আপনাদের আন্তরিকভাবে পাশে পেয়ে শিখতে পারবো অজানা ভুলত্রুটি শুধরিয়ে আরো অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্যে।

আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই শ্রদ্ধেয় ভাইয়া। ভালো থাকবেন সবসময়.....

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ! নিজের মতই কবিতা লেখুন নিজের স্বকীয়তা ধরে মনের আনন্দে লেখুন। শুভেচছা রইল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৩

রুমী ইয়াসমীন বলেছেন: কবি আবারো অনেক ধন্য করলেন আমাকে আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের মধ্য দিয়ে । সাথে প্রচুর সাহস দিলেন উৎসাহিত ও অনুপ্রাণিত হওয়ার মতন মন্তব্য দিয়ে আমাকে।
তাই আবারো আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অফুরন্ত শুভেচ্ছা জানাই কবি।
ভালো থাকবেন সুন্দর থাকবেন সবসময়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.