নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয় ফিরে আয় শৈশব আমার\nআয় ফিরে আয় আমার মেয়েবেলা \nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আমার ছেলেবেলা \nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; \nআয় ফিরে আয় শৈশব আমার \nআয় ফিরে আয় আবার আমার কাছে \nগোল্লাছুট

রুমী ইয়াসমীন

রুমী ইয়াসমীন › বিস্তারিত পোস্টঃ

শান্তির ঘুম

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৫




এই নগরের ধুলোমাখা প্রতিটি পথ
দীর্ঘশ্বাসের সাথী হয়ে উড়ে বেড়ায় বাতাস।
তালপাতার শীতল আবেশে শান্তির ঘুম
খুঁজে চলে এক শকুনির চোখ!
নবোঢ়ার শয্যা ফেলে আকুলি বিকুলি
পথের ধারে ছুটে যায় হন্যে হয়ে।
রাত্রি শেষে শীতের শেষ প্রভাতে
রাঙিয়ে নেয় তার ছোট্ট ললাট কৃষ্ণচূড়ার লালে।
যদি সাদা হিমঝুরি ঝরে পড়ার আগেই
এসে হানা দেয় বসন্তের কোরাস,
তবে একাকী সঙ্গীহীন গেয়ে যাওয়া
শ্যামা পাখিটাও গাইবে জীবনের গান!
আর বসন্তের এই এলেবেলে পথের ধারে
ঘুচিয়ে যাক শকুনির চোখে শান্তির ঘুম।

মন্তব্য ২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮

রুমী ইয়াসমীন বলেছেন: বরাবরই আপনার প্রথম মন্তব্য পেয়ে খুশি হলাম ভাইয়া। ভালো থাকবেন সবসময়। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যে আমাকে উৎসাহ দেয়ার জন্যে। দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন .... :)

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: কবিতা আমার ভালো লেগেছে। নীচে আপনার জন্য আমার প্রিয় একটা কবিতা উপহার দিলাম-

মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস - মহাদেব সাহা---ধূলোমাটির মানুষ
কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস
নিয়ে বেড়ায়-
কোনো বিষণ্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি
অন্তহীন প্রগাঢ় এপিক!
পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ
আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো!
দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল
আর কোথাও নেই,
এমন হলুদ, ধূসর ও তুষারাবৃত!
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে
বেড়ায়, কেউ জানে না
হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে
কিংবা যদি
প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়,
তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে
গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে
মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।
তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস
চেপে রাখে
তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না;
মানুষের বুকের ভেতর কতো যে দীর্ঘশ্বাস, জমাট বেঁধে আছে
কতো যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যুসংবাদ
মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস
আর আহত সভ্যতা
মেঘের মতো ঘনীভূত হতে হতে একেকটি মর্মানি-ক
দীর্ঘশ্বাস হয়ে আছে
মানুস তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে;
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে
বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে
বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়,
হায়, কেউ জানে না!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া ব্যস্ততার জন্যে আপনার এতো সুন্দর মূল্যবান মন্তব্যের প্রতিমন্তব্য করতে পারিনি বলে।
আমার কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে অন্নেক ধন্য হলাম ও অনুপ্রাণিত হলাম এবং সাথে প্রচুর আনন্দিতও হলাম আপনার প্রিয় একটা কবিতা আমাকে জানার ও পড়ার সুযোগ করে দিয়েছেন দেখে তাই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দীর্ঘশ্বাসের সত্য উপলব্ধিময় কবিতা মহাকবি মহাদেব সাহার লিখাটায় তিনি স্পষ্ট সত্য তুলে ধরেছেন।
মানুষের দীর্ঘশ্বাসের বিষয়গুলো নিয়ে লিখতে লিখতেও মনে হয় শেষ হবেনা কবিতার ভাষায়।

ভাইয়া আপনার মন্তব্যে বরাবরই সবসময় আরো শুদ্ধ করে ভালোকরে লিখার উৎসাহ পাই। আশা করি সবসময় এইভাবে উৎসাহের জন্যে পাশে পাবো।

অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া শুভকামনা করি। আর বসন্তের বাসন্তীয়া শুভেচ্ছা নিবেন।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

নিভৃতা বলেছেন: দারুণ কবিতা। ভালো লাগা রেখে গেলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

রুমী ইয়াসমীন বলেছেন: আপু আপনার মূল্যবান মন্তব্যে অনেক উৎসাহ পেলাম আপু। অনেক অনেক শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই আমার। :)
ভালো থাকবেন সবসময়। বসন্তের শুভেচছা ও শুভকামনা রইলো আপনার জন্যে।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:

সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল-

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্যে আমাকে অনেক উৎসাহ দান করে গেলেন তাই আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আশাকরি সবসময় এইভাবে আপনাদের উৎসাহ পাবো ভালোকিছু লিখার জন্যে ।
আর শ্রদ্ধেয় মডারেটর জাদিদ ভাইয়ার প্রতিও আমার আন্তরিক অশেষ কৃতজ্ঞতা জানাই আমার এইলিখাটাও নির্বাচিত পোস্টে স্থান দিয়ে আমাকে আরো উৎসাহিত করার জন্যে।

ভালো থাকবেন সবসময়। ফাগুনের শুভেচ্ছা ও শুভকামনা রইল....

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

রুমী ইয়াসমীন বলেছেন: শ্রদ্ধেয় ভাইয়া আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম ও উৎসাহ পেলাম তাই আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভালো থাকবেন সবসময়। বসন্তের বাসন্তীয়া শুভেচ্ছা নিবেন।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

অজ্ঞ বালক বলেছেন: বাহ। দারুন লিখেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমার ব্লগে আপনাকে জানাই সুস্বাগতম। অনেক ধন্য করলেন আমাকে আপনার এত্তো সুন্দর মন্তব্যখানায় প্রচুর উৎসাহ দিলেন বলে।
আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্যে। বসন্তের শুভেচ্ছা জানাই....

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রত্যাহিক জীবন কথন কবিতায় সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৯

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মূল্যবান সুন্দর মন্তব্যে ও পাঠে আমার লিখাটা স্বার্থক হলো আর আমি প্রচুর উৎসাহ পেলাম।
আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদের সহিত।

অনেক শুভকামনা জানাই। ভালো থাকবেন সবসময়..... :)

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৬

mamunrauth বলেছেন: কবিতা আমার ভালো লাগে, আপনার সহজ সুন্দর কবিতার মাঝে বাস্তবতা খুঁজে গেলাম

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

রুমী ইয়াসমীন বলেছেন: প্রথমেই আমার ব্লগে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছার সাথে সুস্বাগতম।
আর আপনার দীর্ঘ ৮ বছরের ব্লগ জীবনের সর্বপ্রথম করা মন্তব্যটি আমি পেয়েছি দেখে আবেগে আপ্লুত হয়ে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার অন্নেক সুন্দর মন্তব্যখানা পেয়ে প্রচুর উৎসাহবোধ হচ্ছি। আশাকরি আপনাকে সবসময় ব্লগে পাবো।
অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়।। শুভ হোক আপনার ব্লগিং....

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪২

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার মন্তব্যে বরাবরই অনেক ধন্য হলাম ও অনুপ্রাণিত হলাম প্রিয় আপু।
আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা রইল। ভালো থাকবেন সবসময় এই দুয়া করি।

১১| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতার কথামালা মনোমুগ্ধকর।
নীল আকাশ এর মন্তব্যে দেয়ামহাদেব সাহার দীর্ঘশ্বাসের কবিতাটা হৃদয়ে অনুরণন তোলে।
কবিতায় প্লাস + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.