![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ আমি আমার কেন পাখির মত মন তাইরে নাইরে নাইরে না সারাটি জীবন তাইরে নাইরে নাইরে না আ আআ আ…
তোমাকে ভালবেসে বিব্রত করার জন্য আমি দুঃখিত
এভাবে হুট করে ভালবেসে ফেলা
একদম ঠিক হয়নি আমার।
বাণিজ্যিক চলচ্চিত্রের মত
অত সহজে বিনা-কারণে যে কিছু হয়না
এ বোধ কখনো ছিল না আমার ।
গ্রহ নক্ষত্রের উপবৃত্তীয় গতিপথের মত
গণিত সর্বত্র খেলা করে।
আমাকে ক্ষমা করো বালিকা,
বেঁচে থাকার জন্য খুবি সামান্য
গণিত শিখেছি আমি।
নিশ্চয়ই এই দারুণ পৃথিবীতে
চমৎকার কারো হাত ধরে হাঁটতে তুমিও ইচ্ছুক
তোমারো আছে বলার অনেক কথা।
হয়তো, তুমিও পাওনি খুঁজে তারে
হয়তো, খুঁজছো তুমি।
তোমার মনের গতিপথ নিয়ন্ত্রন করে চলেছে কোন জটিল সমীকরণ।
নির্ভয়ে নির্ভুল এগিয়ে যাও বালিকা
সমাধান আসবেই।
হুম, গণিতের রহস্য এখানেই।
২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫
ৈজয় বলেছেন:
সামান্য গনিত শিখলেতো দুনিয়া চলবে না ব্রাদার, দরকার হৈলে প্রাইভেট মাস্টার রাখেন
২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯
বটবৃক্ষ~ বলেছেন: জীবন কবিতার মত। আর কবিতাগুলো দুর্বোধ্য। খুব সুন্দর জীবনবোধের কথা.....
তোমাকে ভালবেসে বিব্রত করার জন্য আমি দুঃখিত
এভাবে হুট করে তোমাকে ভালবেসে ফেলা
একদম ঠিক হয়নি আমার।
হুম...হিসেব নিকেষ করে যদি ভালোবাসা যেত তাহলে ভালোবাসার নতুন ইতিহাস রচিত হতো.......
হয় ভালোবাসা ...
নয়তো কেবলি গনিত.....
২৮ শে মে, ২০১৩ দুপুর ১:০৪
ৈজয় বলেছেন: গনিত এবং ভালবাসা দুটোরি দরকার। কোনটাকে অবহেলা করার সুযোগ নেই। তবে চমৎকারভাবে দুটোর সমন্বয় করাটা শিখতে হবে। আমিও শিখতে চাই।
৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সাবলীল ভাষায় লিখেছেন ! পড়ার পর বুক টা ধপ করে উঠলো !
২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
ৈজয় বলেছেন: আমার পক্ষে সাবলীল ভাষায় লেখার বিকল্প নাই জটিল ভাষা জানিনা।
কিন্তু বুকটা ধপ করার কারণ কি ব্রাদার ?
৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসার সমীকরণ সম্ভবত গণিতের চেয়েও কঠিন।
শুভেচ্ছা রইলো
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭
ৈজয় বলেছেন: হুম.....সম্ভবত।
শুভেচ্ছা অনেক অনেক।
৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: @অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসার সমীকরণ সম্ভবত গণিতের চেয়েও কঠিন।,,,,,,,,,,,সহমত
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১২
ৈজয় বলেছেন: সহমত
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ২:১৫
মাগুর বলেছেন: সরল ভাষায় প্রাঞ্জল কবিতা। চমৎকার হয়েছে
৩য় প্লাস সেই সাথে শুভ কামনা।
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:০০
ৈজয় বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক শুভ কামনা
৭| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮
আরজু পনি বলেছেন:
আমাকে ক্ষমা করো বালিকা,
বেঁচে থাকার জন্য খুবি সামান্য
গণিত শিখেছি আমি।
আমার তো বলা উচিত বালক
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০
ৈজয় বলেছেন:
৮| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
নাজিয়া জামান বলেছেন: আমাকে ক্ষমা করো বালিকা,
বেঁচে থাকার জন্য খুবি সামান্য
গণিত শিখেছি আমি।
ভালবাসা কি আর গণিত বোঝে ?
কবিতা ভাল লেগেছে ।
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
ৈজয় বলেছেন: থ্যাংকু ভাল লাগার জন্যে
৯| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম ! ভালবাসা করতে হলে গনিতের দরকার আছে ।
রড , সিমেন্ট , বালি , কত স্কয়ার ফিট ? সবইতো গণিত ।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১
ৈজয় বলেছেন:
আমিওতো হেইডাই কইলাম
১০| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: অলস !
ভাঙ্গে ভালবাসার কলস!
আপনার কবিতা ভাল লাগল ।গণিতের রহস্য আপনি না বুঝলেও আমি বুঝছি ।
ভাল থাকবেন ভাই ।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩
ৈজয় বলেছেন:
ভাল থাকবেন।
১১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
মাহমুদা সোনিয়া বলেছেন: জাতি বালিকার পরিচয় জানতে চায়!
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯
ৈজয় বলেছেন: জাতি এত ছোটখাট বিষয় নিয়ে বসে থাকার কথা না, জাতির কাজকাম আছে
১২| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৪
দুঃস্বপ্০০৭ বলেছেন: ৈজয় গনিতময় কবিতা ভাল লেগেছে ।
ঈদের শুভেচ্ছা ।
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
ৈজয় বলেছেন: থ্যাঙ্কু
১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
ৈজয় বলেছেন: আমার পাতায় আসার জন্য বিশেষ dhonybad
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪
আদার ব্যাপারি বলেছেন:
আমাকে ক্ষমা করো বালিকা,
বেঁচে থাকার জন্য খুবি সামান্য
গনিত শিখেছি আমি।