![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচারা একজন সম্পাদক !!!!
উনি ভুলে গিয়েছেন আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করাকে বলে ......এবং এটা প্রচার করাকে মত প্রকাশের স্বাধীনতা বলে না ।
হা হা হা হা
আরেকজন বেচারা ব্লগার !!!!
কি কয়া কি বিপদে পড়ল বেটায় ... গ্রেফতারও হইয়া গেল। কবে বাইর হইব আল্লাহই জানে ।
যদিও তার ইসলামিক ব্লগগুলা কারো কারো জালা ধরায়া দেয় !!!!
আর এইদিকে আরেকটা দল কি শুরু করসে !!!!!!!
একজনকে বাচাইতে যাইয়া ৭০ জন মরল ।
যদিও তাদের ক্ষেত্রে মানবাধিকার প্রযোজ্য নয় বলেই এখন মনে হয়...।।
আর সবচেয়ে বড় বেচারা হইলাম আমরা যারা সত্য কে সত্য বলতে ভয় পাই
যদিও স্রোতের তোরে না ভাইসা কমপক্ষে দাঁড়াইয়া থাকাই ছিল শ্রেয় ।
বেশি বলে ফেললাম নাকি????
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩২
আমরা বুঝি... বলেছেন: জানেন না কি কৈলো??
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
আকন্দ বলেছেন: এত প্যাচান কেন? ম্যাডামের মতো ডাইরেক্ট বইলা ফালান।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
আমরা বুঝি... বলেছেন: কি পেঁচাইলাম ??আর আপ্নে কি বুঝলেন??
৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫১
অাতিক বলেছেন: আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনকারীরা যদি রাস্ট্রদোহী হয় তাহলে শাহাবাগে আন্দোলনকারীরাও ত রাস্ট্রদ্রোহী হয়। উনি কি তাই বলতে চান?
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪১
অাতিক বলেছেন: কি কয়া কি বিপদে পড়ল বেটায় ... গ্রেফতারও হইয়া গেল
buzcen to