![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কবে ফাল্গুনী মুখোপাধ্যায় এর একটি উপন্যাস পড়েছিলাম। 'চিতা বহিমান' আমার পড়া প্রথম উপন্যাস। কত বয়স হবে ১৩ বা ১৪। পড়ে মনে হয়েছিল ধুর এই জিনিস মানুষ কিভাবে পড়ে, এত কঠিন ভাষা! তারপর হঠাৎ একদিন "হুমায়ূন স্যারের" একটি বই হাতে এসে যায় কাকতালীয় ভাবে। "কৃষ্ণপক্ষ " এই উপন্যাসটি পড়েই প্রেমে পড়ে যাই উপন্যাসের, প্রেমে পড়ে যাই হুমায়ূন স্যারের লেখনীর। সেই প্রেম আর কাটেনি! এরপর আরো ফাল্গুনী মুখোপাধ্যায় এর বই পড়েছি, বঙ্কিমচন্দ্র, মানিক বন্দোপাধ্যয় পড়েছি। আর কখনো কঠিন লাগেনি। আরো অসংখ্য লেখকের বই পড়েছি। উপন্যাসের প্রতি ভালোবাসা বেড়েই গেছে, কিন্তু হুমায়ূন আহমেদ রয়ে গেছেন সেই অনন্য উচ্চতায় । তাঁর মতেই "কন্যা সুন্দর আলোয় দেখা আমার প্রথম ভালোবাসা" হয়ে। আজ তাঁর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে। স্যার আপনি অাপনার লেখনীর মাধ্যমে অভিভূত করেছিলেন পুরো একটি জাতিকে। তৈরি করেছেন অনন্য কিছু চরিত্র। যা চিরকাল রয়ে যাবে বাংলা সাহিত্যে। আপনি চিরকাল রয়ে যাবেন মধ্যবিত্ত বাঙালাদের হৃদয়ের গভীরে।
"নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে"
©somewhere in net ltd.