![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মাএই যোদ্ধ
আগামি শুক্রুবার DU-EMBA তে ভর্তি পরীক্ষা। মাত্র এক সপ্তাহ আগে চাকরিতে রিজাইন দিলাম, MBA -এর জন্য প্রেপ নিবো বলে কিন্তু এখন কোনটা রেখে কোনটা পরবো বুজতে পারছিনা। আমি প্রাইভেট থেকে BBA শেষ করেছি। চাকরির অভিজ্ঞতা 0। তাই ৯০ এ পরীক্ষা দিয়ে টিকার লরাই করাটা বেশ কঠিনই হবে মনে হচ্ছে। S@ifur’s EMBA test paper, Cliff’s Tofel, GMAT, Mentor’s test paper এগুলোই দেখছি আরকি। কিন্তু পুরোপুরি কোনোটাই শেষ করতে পারি নাই। Math আর English এর জন্য কি কি পরলে এখন ভালো হবে বলে হয়, জানাবেন।
আমি জানি অনেক বড় ভাইরা আছেন এখানে যারা আমার মতো পরীক্ষা দিচ্ছেন, বা অধ্যায়নরত আছেন। সবার কাছ থেকেই পরামর্শ আশা করি। এখন আমার কোনটা পড়ার ওপর বেশি জোর দেয়া উচিত বলে মনে করেন?
-ধন্যবাদ
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
ইয়ািসর অাহেমদ বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
আক্তার হোসেন বলেছেন: ভাই টেনশনের কিছু নাই। মাথা ঠাণ্ডা রেখে পরীক্ষা দেন। আরো ৭ দিন সময় আছে। যেহেতু বিবিএ ব্যাকগ্রাউন্ডের তাই অংকে একটু জোর দেন। মানে এই কদিন বেশি বেশি অংক করেন। আর বিগত ৫ বছরের প্রশ্ন সমাধান করেন। এখন বেশির ভাগই আসলে ৯০ এ পরীক্ষা দেয়। আমি নিজেও ৯০এই পরীক্ষা দিয়েছিলাম। আপনি রিটেন ৮০ তে ৪৮ এর বেশি রাখার চেষ্টা করেন। ভালো সাবজেট পাবেন। আমি মোট ৫৭.৯০ পেয়ে ১৫৭তম হয়েছিলাম। এখন আছি মার্কেটিং এ। ব্যাচ ২২। পরীক্ষার দিন আমি যাবো। প্রয়োজনে যোগাযোগ করবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
শিহাবুর রহমান বলেছেন: