নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ যেখানে ঠেকে সেখান থেকেই শিখতে পারে

যদি তোর ডাক শোনে কেও না আসে তবে একলা চলোরে

ইয়ািসর অাহেমদ

জীবন মাএই যোদ্ধ

ইয়ািসর অাহেমদ › বিস্তারিত পোস্টঃ

সিম্ফনির কাস্টমার কেয়ার, ও আমার ফিডব্যাক !!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

একদা খরিদ করেছিলুম সিম্ফনির মস্ত বড় একখান সেট। তার পরের কাহিনির সার-সংক্ষেপ নিচে তুলে ধরার চেষ্টা করলুম। :(

অক্টোবর-১:

আমার সিম্ফনির টাচে সমস্যা দেখা দেয়ায় নিকটস্থ কাস্টমার কেয়ারে (symphony Smile) এ গেলাম। দেখলাম ২ জন young কাস্টমার কেয়ার প্রতিনিধির উপস্থিতি। প্রায় ২ ঘন্টা বসে থাকার পর আমার সিরিয়াল আসলো। সেদিন অনেক কাস্টমার তাদের সেট নিয়ে এসছিলেন। যাই হোক,

কাস্টমার কেয়ার প্রতিনিধি-১: জানাল আপনি ঈদের পরে আসেন এখন দিলে ১০-১২ দিন সময় লাগবে। আমি তার কথায় খুশি হয়ে নাছতে নাচতে বাড়ি ফিরলুম।

অক্টোবর-২৭

আমার সেটের টাচ ১০০% অকেজো হয়ে গেল। মানে, ডেড। গেলাম কাস্টমার কেয়ারে।

কাস্টমার কেয়ার প্রতিনিধি-২: এবং আমাকে probable date দিলেন ১৭ ই নভেম্বর ২০১৩। এত দেরি হবার কারন হিসেবে জানালেন, হরতালে তাদের পার্টস আসতে সময় লাগবে। আমি ওকে বলে চলে আসলাম।

নভেম্বর-১৭

যথারীতি, অনেক আশা নিয়ে ১৭ ই নভেম্বর গেলাম আমার Android 4.0.1 সেটখান হাতে পাবার আশায়। Exciting থাকারর ফলে রাতে ভালো মতো ঘুম ও হল না।

কিন্তু একি !!! আমি symphony Smile এর আসল Smile সেদিন থেকেই দেখলাম। প্রায় ২১ দিনে আমার সেট তারা ধরেও দেখেনি। জানাল, তাদের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ তাই কাল আসবেন। মানে ১৮ ই নভেম্বর আমাকে আসতে বলা হল। জানাল, কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ । মেজাজ টা চরম আকার ধারন করলো । তবে কিছু বললাম না।

১৮ ই নভেম্বরঃ (আজ)

কাস্টমার কেয়ার এ গেলাম, বহুত কষ্টে কারন রাস্তায় VIP রা যাবে বলে ২ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা বন্ধ । রিকশা, বাস , মানুষ তো দুরের কথা একটা কুকুর ও রাস্তা পার হতে পারবে না !!!

আজ নতুন একজন দেখলাম, কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ এর পাসে দারানো। ইনিই সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার সাহেব । আমি আমার স্লিপ দিলাম গার্ড এর নিকট, কিছুক্ষন পর আমাকে ইঞ্জিনিয়ার সাহেব ডাকল।

বলল, আপনাকে আজকে আসতে বলছে কে ? আমি জানালাম “কাস্টমার কেয়ার প্রতিনিধি-১” ।

ইঞ্জিনিয়ারঃ আপনার সেট তো ঠিক হয় নি । ওটার টাচ এর পাসা পাসি আরও একটা problem আছে, আপনি কি তা জানেন ?

আমিঃ না তো ।

ইঞ্জিনিয়ারঃ আপনার সেট এর নেটওয়ার্ক এ সমস্যা আছে। আর তার জন্য যে parts দরকার আর তা কবে নাগাদ আসবে আমরা বলতে পারছি না।

আমিঃ মানে কি !!! তাহলে আজকে আসতে বলা হল কেন ?

এ সময় কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ বলে উঠলঃ আমি আপনাকে আজ আসতে বলছিলাম নাকি ? পরসুর কথা বলছিলাম না? আচ্ছা, আজ কখন আসতে বলছি?

আমিঃ আমিতো আকাশ থেকে পরলাম, ওনার কথা শুনে, এত বড় মিথ্যা কেমনে কয় মানুষ। বললাম, আপনি পরসু শব্দ টা use ই করেন নি ।

এরপর সে থামল।

ইঞ্জিনিয়ারঃ তো আপণী পরে আসেন।

আমিঃ পরে মানে কবে?

ইঞ্জিনিয়ারঃ আমরা আপনাকে তা ঠিক বলতে পারছি না । যখন আমরা পার্টস পাব, তখন ই ঠিক হবে।

আমিঃ তার মানে কি ? আপনারা ১ বছর warranty দিয়ে ১ মাস ২ মাস নিজেদের কাছেই সেট রেখে দিচ্ছেন। This is not fair.



এ সময় কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ ঃ আপনি সেট দিসেন অক্টোবর ২৭ নভেম্বর ২৭ এ একমাস হবে। এখনো কিন্ত নভেম্বর ২৭ আসে নি।

আমিঃ ও তার মানে আপনাদের সেট দেবার কোনো specific date নাই !

ইঞ্জিনিয়ারঃ দেখেন, আমাদের কাগজে কিন্তু লেখা probable date, so আমরা সিওর কিছু বলতে পারছি না। আপনি এই নম্বরে (স্লিপ এ দেয়া একটা নম্বর) ফোন দিয়ে জেনে নিবেন আপনার সেট ঠিক হইছে নাকি।

আমিঃ আমাকে একটা Date দিন specific .

ইঞ্জিনিয়ারঃ আপনি ২৮ নভেম্বর এই নম্বরে ফোন দিয়ে জেনে নিবেন আপনার সেট ঠিক হইছে নাকি। আমি কিন্তু বলছি না এই দিন ই সেট ঠিক হবে।

আমিঃ মনে মনে কই, এই ছিল আমার কপালে। এত কস্টের টিউশনির টাকা (১২,০০০/=) দিয়ে মাত্র ৩ মাস ব্যবহার শেষে এমন সমস্যা হল। আর তা কবে ঠিক হইব তার ও কোন ঠিক নাই।

ইঞ্জিনিয়ার সাহেবকে Thank you দিয়ে চলে এলাম। ৪ টা দিন গেলাম একটা সেট ঠিক করাতে তাও হল না। এটাই কি symphony Smile ????? এই হাসির দরকার নাই ।



আপনারা তাই সেট কিনার আগে ১০০ বার ভেবে কিনবেন এটাই চাওয়া।



বিঃ দ্রঃ লেখায় সাধু ও চলিত এবং বাংলা ও ইংরেজির ব্যবহারের মিস্রন দূষণীয়।



মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

জাহিদ ২০১০ বলেছেন: হালার পুতগো কানশার নিচে ঠাডায়া একটা থাপ্পর না দিলে কোনদিন এগুলা শিক্ষিত হইব না।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

ইয়ািসর অাহেমদ বলেছেন: মনের কথাডা কইছেন ভাই, আমি বলে আসছে ২৮ তারিখে কি হবে সেটা "time will say"।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

পথহারা নাবিক বলেছেন: ভাই brand value বইল্লা যে কথাটা আছে তা কিন্তু মিথ্যা না!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

ইয়ািসর অাহেমদ বলেছেন: ভাই, কথা সত্য, নকিয়া ৫১৩০ ৫ বছর ধরে চালাই। এখনো ফিট।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

বেকার সব ০০৭ বলেছেন: আমি একখানা symphony কিনতে চেয়েছিলাম কিন্তু, আপনার কথা শুনে ........... কিনার স্বাদ মিটে গেছে

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

ইয়ািসর অাহেমদ বলেছেন: symphony আর symphony নাই রে ভাই । কম দামে যে ভাল জিনিস সবসময় পাওয়া যায় না সেটা আবারো প্রমানিত।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

দিশার বলেছেন: আমাদের দেশ য়ে এখনো , সার্ভিস সেক্টর গড়ে উঠে নাই .

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

িশক্ষাথী বলেছেন: আপনার সিয়িয়াল নং ও মোবাইল নং টা দয়া করে ইমেল করেন প্লিজ-
eng_mahboobডটyahoo.com

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

ইয়ািসর অাহেমদ বলেছেন: আপনি কি symphony তে জব করেন নাকি , ভাই ?

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

িশক্ষাথী বলেছেন: আপনার সিয়িয়াল নং ও মোবাইল নং টা দয়া করে ইমেল করেন প্লিজ-
eng_mahboob@yahooডটcom

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

ইয়ািসর অাহেমদ বলেছেন: ওকে

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

মমবাতি বলেছেন: িশক্ষাথী জানিনা আপনি কি সিম্ফনির জব করেন কিনা। ওদের কথা একটাও ঠিক নাই। সালারা একটা ফালতু কোম্পানী।

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

ইয়ািসর অাহেমদ বলেছেন: কি জানি ভাই, হতেও পারে !

৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

িশক্ষাথী বলেছেন: Hope solve as soon a possible.

৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

আমিই আজাদ বলেছেন: শিক্ষার্থী ভাইয়ের ব্যাপারটা তো বুঝলাম না।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ইয়ািসর অাহেমদ বলেছেন:
আমিও বুজলাম না । কিন্তু মেইল করলাম আমার "সিয়িয়াল নং ও মোবাইল নং " সমস্যা হবে নাকি ??

১০| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

অচেনা পথিক ১৮ বলেছেন: ইয়াসির ভাই, আমি ১৫ দিন আগে xplorer w140 কিনলাম। আপনার কথা শুনে তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এর আগে নকিয়া কেয়ারে আমি তিনবার সেট নিয়ে গেছি। একবার সব্বোচ্চ ৭ দিন সময় নিছে মাদারবোর্ড নস্ট হয়ে গেছিল বলে। আল্লাহই জানেন আমার ভাগ্যে কি আছে!!!

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ইয়ািসর অাহেমদ বলেছেন: সাবধানে ইউজ করেন, ভাই । নাইলে এরকম বিপদে পরা লাগতে পারে :( কেন যে কিনতে গেসিলাম !!! xplorer w140 কত নিল অচেনা পথিক ১৮ ভাই ?

১১| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: দোষটা আপনারই ভাই, সব জায়গায় খালি সস্তা খুঁজলেতো হবেনা, সস্তার তিন অবস্থার কথাটাও ভাবতে হবে কেনার আগে। সিম্ফোনি একটা ব্র্যান্ড হলো কেনার মতো? এই ব্র্যান্ডের ফোন মানুষের সামনে বের করাওতো লজ্জার ব্যাপার।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইয়ািসর অাহেমদ বলেছেন:
ভাই, কিনেছিলাম হুজুগে পরে । আসে পাসে অনেক কেই দেখসিলাম সিম্পনি কিনতে কিন্তু আমার ভাগ্য যে এই ছিল জানতাম না । :( "সস্তার তিন অবস্থা " কথাটার সাথে আমিও একমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

জামান হেপি বলেছেন: আমি symphony T8i Tab কিনেছিলাম। কয়দিন পর পর হ্যাং হয়ে যায়। হ্যাং ঠিক হতে ৪৮ ঘন্টা সময় লাগে। আবার কয়দিন পর হ্যাং হয়ে যায়।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইয়ািসর অাহেমদ বলেছেন:
আমারটা তেও প্রথম প্রথম এরকম হত। রাতে হ্যাং হত, (টাচ কাজ করত না একদমই) কিন্তু সকালে উঠে দেখতাম ঠিক হয়ে গেসে।
পরে একদিন আর ঠিক হল না । তখন ই দিলাম ।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

অচেনা পথিক ১৮ বলেছেন: xplorer w140 এর দাম ১৪,৪৫০ টাকা। এর যে কনফিগারেশন তাতে এই মানের ভাল ব্রান্ডের সেট কিনতে ৪৫০০০+ লাগবে। আমার পক্ষে যা অসম্ভব।আর একটা পথ ছিল ওয়ালটন। কি আর করা? শিক্ষার্থী ভাইয়ের ব্যাপারটা কি হল?

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

ইয়ািসর অাহেমদ বলেছেন: আমি ও এক ই সংকটে পরে কিনি। স্যামসাং এর এই কনফিগ এর দাম ২০-২৫ হাজার টাকা।
তবে আমই যত দূর জানি ওয়ালটন কিন্তু ভালই সিম্ফনি থেকে। যদিও মার্কেটে পরে আসছে।
শিক্ষার্থী ভাইকে তো মেইল করলাম সিরিয়াল নং। সে তো রেস্পন্স করল না :(

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

িশক্ষাথী বলেছেন: We are working with ur issue......

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

ইয়ািসর অাহেমদ বলেছেন: Thanks for you attention. একটু early হলে ভাল হয় ভাই।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

ইয়ািসর অাহেমদ বলেছেন:
আপনে কি সিমফনি তে জব করেন ?

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আমি কিনেছিলাম সিম্ফনি ডব্লিউ ১০।

চার্জ থাকে না।

৩ বার সার্ভিস সেন্টারে দিয়েছি।

ওখানে এক গুণি বললেন, আমাদের প্রডাক্ট ১ লাখে ১টা এরকম ডির্স্টাবিং হয়।
ঐ ১টিই এটা।

আমিও হোজ্জ্বার মতো সঙ্গে সঙ্গে ঐ গুণি ইঞ্জিনিয়ারের গলায় গলা মিলিয়ে বললাম, জ্বি জ্বি ভাইজান, এক্কেরে ঠিক কথা কইছেন।

ঘরে ফিরেই বিক্রয় ডট কমে অর্ধেক দামে বেচে দিয়ে রাহু মুক্ত হলাম।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

ইয়ািসর অাহেমদ বলেছেন: বেঁচে গেসেন ভাই। আমই ও হাতে পাইয়া এটাই করব ভাবসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.