নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ যেখানে ঠেকে সেখান থেকেই শিখতে পারে

যদি তোর ডাক শোনে কেও না আসে তবে একলা চলোরে

ইয়ািসর অাহেমদ

জীবন মাএই যোদ্ধ

ইয়ািসর অাহেমদ › বিস্তারিত পোস্টঃ

নতুন চাকরি প্রার্থীদের কিছু ভুল

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে অধিকাংশ ব্যক্তিরই চাওয়া থাকে একটা ভালো চাকরি। কিন্তু কজনই বা শুরুতে সফল হয়! ইয়াহু জবসের ক্যারিয়ার বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ খুঁজে বের করেছেন। এসব ভুলের কারণে নতুন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা পছন্দের চাকরিটি খুঁজে পান না।



* পাস করে বের হয়ে অনেকেই কিছুদিন বিশ্রাম নিতে চান। এটাই বড় ভুল। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চাকরি খুঁজতে সক্রিয় হওয়া উচিত।

* একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী ৫৭ শতাংশ নতুন চাকরিপ্রার্থী মনে করেন, চাকরির বিজ্ঞপ্তি কেবল ইন্টারনেটে থাকে। ইন্টারনেটে আবেদন করবেন আর চাকরি মিলে যাবে। এ ধারণা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগলেও এটাই চাকরি পাওয়ার একমাত্র উপায় নয়।

* নতুন চাকরিপ্রার্থীদের জন্য নেটওয়ার্ক থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পরিসংখ্যান বলে বেশির ভাগেরই প্রথম চাকরি হয় পরিচিত কারো সুপারিশে।

* অনেকেই চাকরির জন্য আবেদন করেন আর ভাবতে থাকেন চাকরিদাতা ফোন করে চাকরিটা দিয়ে দেবেন। বাস্তবে এমনটা খুব কমই হয়। ফলোআপ করাটা জরুরি।

* অনেকে শুরুতেই খুব ভালো চাকরির প্রত্যাশা করেন। চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তা তো মানতে হবে। শুরুতে বেশি উচ্চাশার কারণেই অনেকে চাকরি খুঁজে পেতে দেরি করে ফেলেন।



সূত্র: ইয়াহু জবস

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আরেকটা বড় ভুল হলো শুরুতেই বেতন নিয়ে ভাবা। অনেকে বেতন কম দেখে জয়েনই করেনা। শুরুতে যে জবটা পাওয়া যায় সেটাতেই জয়েন করার চেস্টা করা উচিৎ, দরকার হলে পকেটের টাকা দিয়ে খরচ চালিয়ে হলেও।

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২

ইয়ািসর অাহেমদ বলেছেন: সঠিক বলেছেন। অনেকেই এর জন্য দির্ঘ সময় বেকার জীবন অতিবাহিত ওঁ করে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.