![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মাএই যোদ্ধ
জিপি কল সেন্টারে ভাইভা(ভয়েস টেস্ট), কিভাবে নিজেকে প্রস্তুত করবো ঠিক বুজতে পারছিনা। এর আগে ২ বার একই পোস্ট এ voice test দিয়েসিলাম। কিন্তু কোন লাভ হয় নাই। আমার এক বন্ধু ৪ বার দিসিল তারপর ও হয় নাই। কি কারনে যে ওনারা বাদ দেয় বুঝি না।কারো যদি কল সেন্টার বা জিপি এর এই পোস্ট সমপর্কে অভিজ্ঞতা থাকে প্লিজ শেয়ার করবেন।
_ধন্যবাদ
১৫ ই মে, ২০১৪ রাত ১:৪৫
ইয়ািসর অাহেমদ বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়েস সেন্টারের অভিজ্ঞতা নেই.. তবে নিউজ কাষ্টিংয়ের ভয়েস টেষ্টের অভিজ্ঞতা থেকে বলতে পারি..
অবশ্যই লাউডলি (চিৎকার করে নয়, খুব ণীচু ভয়েসেও নয়। ষ্পষ্ট করে ষ্পষ্ট স্বরে) পাঠ করবেন বা বলবেন
উচ্চারন অবশ্যই প্রমিত হতে হবে। আরজে স্টাইল নয় ইংরেজী হলে তাও অতি বিট্রিশ বা অতি আমেরিকান ষ্টাইল না এনে নিজের সুন্দর টুকু উপস্থাপন করুন।
যা বলবেন তাড়াহুরো করতে গিয়ে ওভারলেপিং হয়না যেন, দ্রুত কিন্তু যতটুকু প্রয়জন ততটুকু সময় নিয়ে বলুন।
অবশ্যই আত্মবিশ্বাস দৃঢ় রাখুন।
আপনার কণ্ঠস্বরেই আপনার বিশ্বাস ফুটে ওঠে। তাই কোন রকমের নার্ভাস ফিল করবেন না। বরং ভাবুন আপনার নিজের কোন আয়োজনে আপনিই ভাষ্যকার। গুছিয়ে সুন্দর করে আপনাকেই সব বলতে হবে। আপনিই বিচারক হয়ে যান
এইতো... বাকী আপনার পূর্বাভিজ্ঞতাকে কাজে লাগান।
আপনার জন্য শুভ কামনা।
১৪ ই মে, ২০১৪ রাত ৮:২৬
ইয়ািসর অাহেমদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই। অনেক উপকারি কথা বলেছেন। চেষ্টা করবো অক্ষরে অক্ষরে মেনে চলার। আর আমাকে একজন বললেন নিজের কথা রেকর্ড করে শোনার জন্য। সেটাও ট্রাই করবো। দেখি কি হয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
একজন ঘূণপোকা বলেছেন:
ভাইবা ভালো হউক।