![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর ধারেই পথ
পথ ফুরালেই গাঁ
গ্রামের পর গ্রাম
তবু সবুজ ফুরায় না।
ডানে সবুজ বায়ে সবুজ
সামনে পিছেও তাই
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা
দেশটা আমার ভাই।
সবুজ মাঠ সবুজ বন
সবুজ পাহাড় বেশ
সবুজ ছায়া, সবুজ মায়া
সবুজ বাংলাদেশ
ইউসুফ আলী
©somewhere in net ltd.