নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাজয়ে ডরে না বীর

খোলা কলম

খোলা কলম। হাত খুলে লেখার অন্যতম জায়গা।

খোলা কলম › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি কাকে বলে ভিডিওটি দেখুন। দোষ আমাদের না রাজনীতি নেতাদের???

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০



ছাত্রলীগ নেতার মুগ্ধ করা বক্তব্য, যা আমার জীবনদশায় কোন দায়ীত্ববান ছাত্রলীগ নেতার মুখ থেকে উচ্চারিত হতে দেখিনি, সপর্ষ্টবাদী নেতা -কর্মীদের গায়ের জামা কাপড় বেশি সু-দর্শন হয়না। সেলুট আপনাকে....

https://www.facebook.com/100007334707599/videos/1762381917349615/

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



কোন ছাত্রের কি রাজনীতি করার কথা, মগজহীন? লাথি মারি স্যালুটে!!!

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭

খোলা কলম বলেছেন: দুনিয়ায় একমাত্র মগজযুক্ত ব্যাক্কল আপনাকেই দেখি। দুনিয়ার সকল রাজনীতির সমাধানের প্রিসক্রিপশন আপনি দিয়ে থাকেন। আড়ে আবঢালে আওয়ামীদের সাফাই সব আপনি আওড়ান। সবাইকে পান্তা খাওয়া চুদু মানে করেন??? যখন দেশের ভিতর কোন রাজনৈতিক অকাম ঘটে তখন ডাক্তার সাহেবের আর পশ্চাত দিয়ে আর প্রিসক্রিপশন বের হয়না। কারন তখন বের করলে তো নিজে গোত্র চেনা হয়ে যাবে।

২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৭

কলম চোর বলেছেন: বক্তব্য গুলো অনেক সুন্দর, আমি আগেও একবার শুনেছিলাম।
বর্তমানে কারা রাজনীতি করে? এবং কি জন্য করে??
এই নাম না জানা নেতার মুখে কিছু উত্তর পাওয়া গেছে, কিন্তু মূল কারণ হচ্ছে ক্ষমতা। রাজনীতি বর্তমানকালে রাজনীতির মূল উদ্দেশ্য থেকে সহস্র মাইল দূরে।
আমার বাবা (ছাত্র ইউনিয়ন),চাচা (ছাত্র ইউনিয়ন),মামারা ( ছাত্রলীগ) ১৯৭১ এর ছাত্রনেতা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন। সে সময় (যুদ্ধের সময়) ছাত্রনেতার নাম শুনলে মানুষ গরু জবাই দিয়ে খাওয়াতো। আর এখন কোন ছাত্রনেতার নাম শুনলে পেছলে দুটো গালি দেয়।
ছাত্ররাজনীতির এমন করূন দশা কেন হলো সে সম্পর্কে বলতে গেলে অনেক বড় প্রবন্ধ লেখা হয়ে যাবে।
সেযাগগে, ছোট্ট কাহিনী বলে মন্তব্য খতম করছি।
গত বছর আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুলিস্তানের আওয়ামী অফিসের মিটিংএ উপস্থিত এক ছাত্রলীগ কর্মী যার কপালে পট্টি বাধা ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম, "ভাই আপনি বলতে পারবেন, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতার নাম?? সে উত্তর দিল- বঙ্গবন্ধু!! আমি বললাম ঈশ্বর আপনার মঙ্গল করুক। সে অনেকটা বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে থাকলো আর আমি পাত্তা না দিয়ে চলে আসলাম।
যে ছেলে নিজের দলের প্রতিষ্ঠা সম্পর্কে জানে না, সে যদি পরবর্তীতে নেতা হয় তাহলে একটা উজবুক সমাজব্যবস্থা উপহার দিবে, যেমনটা এখন হচ্ছে।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৫

খোলা কলম বলেছেন: রাজনীতি খারাপ না তবে আমরা রাজনীতির শুধু সংজ্ঞা পরিবর্তন করেছি....

৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



@লেখক,
আপনি লিখেছেন, "যখন দেশের ভিতর কোন রাজনৈতিক অকাম ঘটে তখন ডাক্তার সাহেবের আর পশ্চাত দিয়ে আর প্রিসক্রিপশন বের হয়না। "

-আপনার মত কমবুদ্ধিমান নাগরিকই আকাম ঘটায়

৪| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


@লেখক,
আপনি লিখেছেন, "যখন দেশের ভিতর কোন রাজনৈতিক অকাম ঘটে তখন ডাক্তার সাহেবের আর পশ্চাত দিয়ে আর প্রিসক্রিপশন বের হয়না। "

-আপনার মত কমবুদ্ধিমান নাগরিকই আকাম ঘটায় । আকামের পর, যে ধরণের প্রেসক্রিপশন দরকার, সেটা আপনাকে শেখ হাসিনা দেবেন।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪১

খোলা কলম বলেছেন: আপনার মত মাথা মোটা মানুষের জন্য কমবুদ্ধি লোক গুলো আকাম করার সুযোগ পাই। তাদের সুযোগ আপনারা করে দেন। যা কিছু পান সব লুটেপুটে খাওয়ার ধান্ধায় ঔ্বত পেতে থাকেন। ভাল কথা গুলো শুনার পরে সেগুলো মেনে নিলে নিজের থলি থেকে অনেকটাই কম হতে পারে তাই মেনে নিতে পারলেন বরং তেলে বেগুনে জ্বলে গেলেন।

‘’আকামের পর, যে ধরণের প্রেসক্রিপশন দরকার, সেটা আপনাকে শেখ হাসিনা দেবেন।’’ আপনি যে আওয়ামীলীগের খাস মুন্সি সেটা প্রমান করলেন। আমি সিওর এখানে খালেদা বা তারেক হলে নুন্যতম সন্মানটুকু দিতেন না।

৫| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

খন্দকার আঃ মোমিন বলেছেন: বলেছেন: দুনিয়ায় একমাত্র মগজযুক্ত ব্যাক্কল আপনাকেই দেখি। দুনিয়ার সকল রাজনীতির সমাধানের প্রিসক্রিপশন আপনি দিয়ে থাকেন। আড়ে আবঢালে আওয়ামীদের সাফাই সব আপনি আওড়ান। সবাইকে পান্তা খাওয়া চুদু মানে করেন??? যখন দেশের ভিতর কোন রাজনৈতিক অকাম ঘটে তখন ডাক্তার সাহেবের আর পশ্চাত দিয়ে আর প্রিসক্রিপশন বের হয়না। কারন তখন বের করলে তো নিজে গোত্র চেনা হয়ে যাবে।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৫

খোলা কলম বলেছেন: তিনি সারা বিশ্বের সকল সমস্যার সমধানের মুন্সিয়ানা করে থাকেন আবার বাংলাদেশের একমাত্র সমাধান হাসু আফারে ছাড়া পান না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.