নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

সমকামিতা সমর্থন নিয়ে ফেসবুকে বিভ্রান্তি

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০

যুক্তরাষ্ট্রের সব রাজ্যে সমকামীদের মধ্যে শুক্রবার বিয়ের বৈধতা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়ের ফলে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সবকটিতেই সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ের বিষয়টি বৈধতা পায়।

এ রায়কে সাধুবাদ জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষ একটি অ্যাপস চালু করেছে। এই অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তারা তাদের প্রোফাইল পিকচার রংধনু কালার করার সুযোগ পায়। প্রোফাইল পিকচার রংধনু কালার করার অর্থ আপনি সমকামিতা সমর্থন করেন।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজেই প্রোফাইল পিকচার রংধনু কালার করে সমকামিতাকে সমর্থন করেন।

কিন্তু বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এ অ্যাপসটি ব্যবহার নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। অনেক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি না বুঝেই তাদের প্রোফাইল পিকচার রংধনু কালার করছেন। পরে ভুল বুঝতে পেরে প্রোফাইল পিকচার ডিলিটও করছেন।

আহসান নামে একজন ফেসবুক ব্যবহারকারী জানান, সকালে ফেসবুকে ঢুকে অ্যাপসটি দেখে আমার খুব ভালো লাগে। তাই আমি প্রোফাইল পিকচারের কালার রংধনু করি। কিন্তু ৫ মিনিট পরেই একবন্ধু ফোন করে ভুলটি ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে প্রোফাইল পিকচারটি ডিলিট করি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

সাইফুল ফরিদপুর বলেছেন: গোল্লায় যাচ্ছে দিনকে দিন ।

গোমরাহ হতে হতে এমন পর্যায়ে পৌছেযে যে ভালো মন্দ টের পায়না ।

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

খোলা মনের কথা বলেছেন: ঠিক বলেছেন মিয়া ভাই..

২| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সাইফুল ফরিদপুর বলেছেন: এইডা কোন কাম করছে বলেন?

২৭ শে জুন, ২০১৫ রাত ১১:৪৩

খোলা মনের কথা বলেছেন: কাম এইডা বাকি ছিল আর এটা করে ওদের ষোল কলা পূর্ন করলো। আর আপনার কাছে এটা কোন কাম মনে হল না????

৩| ২৮ শে জুন, ২০১৫ ভোর ৪:৪৫

সাইফুল ফরিদপুর বলেছেন: আজাবের জন্য কিছু গুনাহ বাকি ছিল তা পূর্ন করলো আরকি

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

খোলা মনের কথা বলেছেন: পূর্ন হয়েছে বলে আমার মনে হয়নি। পূর্ন হলে টাইটেলটি হত” ধারাবাহিক নাটকের শেষংশ। একটু সবুর করেন আরও ভাল কিছু অপেক্ষা করছে।

৪| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:

অপ্রয়োজনীয় বিষয় নিয়ে লিখে, উহাকে বিষয়ে পরিণত করছেন?

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০

খোলা মনের কথা বলেছেন: সানি লিয়ন বাংলাদেশে আসছে, চাপাতি দিয়ে মুত্রমনার আর একটি উইকেটের পতন হল, লেংটু বাবা এখন পতাকা নিয়ে টি এস সি তি ইত্যাদি ইত্যাদি আপনার কাছে প্রয়োজনীয় বিষয় মনে হয়??? আপনার কাছে উপযুক্ত বিষয় কি কি একটু জানালে খুশি হতাম সুপ্রিয় পাঁদগাজী।

৫| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকে মানুষ নিজকে জাহির করার চেস্টায় অনেক কিছু করে, যা সে নিজেই বুঝে না

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

খোলা মনের কথা বলেছেন: আপনার বুঝার ক্ষমতা একটু জিয়া উদ্দ্যান থেকে মাপিয়ে নিবেন।

৬| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

হালি্ বলেছেন: জুকা ও সমকামি সাপুর্ট করছে, কন্কি B:-)

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

খোলা মনের কথা বলেছেন: জুকারের পুরাতন নেশায় পাইছে তো তাই আর লোভ সামাল দিতে পারে নাই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.