নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সিরিয়াল বা পর্ন সাইটগুলো বন্ধ করা জরুরী নয় কি???

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

গতকালের পর থেকে বাংলাদেশ সরকার “ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপ” ইত্যাদি সাইট গুলো বন্ধ করার মত মহান কাজ হতে নিয়েছেন। তাদের এই মহান উদ্ধোগটাকে কি বলে মারহাবা দেব সেটা আমি নিজেও ভালভাবে বুঝতে করতে পারছিনা। এটা কি দেশের অসভ্য জাতির সভ্য করার স্বার্থ না সরকারের নিজস্বার্থ হাসিল করার জন্য করলো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। জনগনের ভালোর জন্য করে থাকলে আমি অবশ্যই তার সমার্থন করবো। তবে এগুলো সামাজিক সাইট গুলো থেকে মারত্বক ক্ষতিকর সাইটগুলোতে কেন সরকার দৃষ্টি দেয়না???

ভারতীয় সিরিয়াল নিয়ে মোটামুটি রাস্তায় মাঝে মাঝে ছোটখাট ব্যানার ফেষ্টুনের আন্দোলন দেখা যায়। তাদের দেখলে শুধু অসহায় না ভারতীয় সিরিয়ালের খপ্পরে পড়ার মত কিছু প্রভাবের ছাপ ও দেখা যায়। ঘরোওয়া ভাবে তারা পরাধীন তাই রাস্তায় নেমে কিছু পরাধীনতা ঘুচানোর মত ব্যার্থ চেষ্টা যে কেউ করেনি সে কথা আজ আমরা কেউ বলতে পারবো না। অনলাইনে ভারতীয় সিরিয়ালের বিরুদ্ধেও লেখালেখি একদম কম হয়না। বর্তমান সমাজে ভারতীয় সিরিয়ালের প্রভাব শুধু শহরে না গ্রামেও দেখা দিচ্ছে। তারপরও সরকারী ভাবে কোন উদ্দোগ নেই কেন????

বর্তমানে যুব সমাজ আর বিশেষ করে আন্ডার এইটট্টিন এইজের কিশোর কিশোরীরা পর্নগ্রাথির উপর নেশার মত ছুটছে যার ফল হচ্ছে ধর্ষণ, ইফটিজিং এর মত জঘন্য অপরাধবোধ। তার ভুক্তভোগীরা ও সাধারণ জনগন। আমাদের আগামী প্রজন্ম যদি এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় হলে আমাদের ভবিষৎ কি হতে পারে????

বর্তমান সরকার যদিও তার নিজ স্বার্থের জন্য ফেসবুক বন্ধ করে থাকে তাহলে আমি বলবো জাতির ভালোর স্বার্থে অন্তত ভারতীয় সিরিয়াল বা পর্নসাইট সাইটগুলো বন্ধ করা উচিৎ। নিজ স্বার্থসিদ্ধ থেকে বড় কিছু জাতির স্বার্থ। আর নিজ ভাল যদি নিজে না বুঝি তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে???

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

শাহাদাত হোসেন বলেছেন: এগুলা বন্ধ করিলে দাদা ও দিদিরা বেজার হইপে

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

খোলা মনের কথা বলেছেন: তেমন কিছুই তো মনে হচ্ছে। ধন্যবাদ

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: ভারতীয় সিরিয়ালের ব্যাপার টানছেন কেন? হিন্দি সিনেমা দেখা গেলে সিরিয়াল চলবে না কেন? আর বাংলাদেশের সিরিয়ালের কথা বলছেন, তা যে খুব দেশীয় সংস্কৃতি তুলে ধরছে তা তো নয়| সিরিয়াল দেখা না দেখাটা পারিবারিক সমস্যা, ওটা নিয়ে স্যাটায়ার করা যায়| বন্ধ করা যাবে না| পর্ণ সাইটের ব্যাপারে একমত

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

খোলা মনের কথা বলেছেন: হিন্দি সিনেমা দেখে তো কেউ প্রভাবিত হচ্ছে না। কখনো করোর হতে হিন্দি সিনেমা দেখার বিরুদ্ধে ব্যানার ফেষ্টুন দেখেছেন??? গোটা জাতি যখন একটা সমস্যায় ভোগে তখন সেটা পারিবারিক নয় জাতীয় সমস্যা। সিরিয়ালের ব্যাপারে আমার কেন মাথা ব্যাথা হতে যাবে?? এ মাথা ব্যাথা এখন অনেকের। দিন দিন সিরিয়ালের সমস্যা মাথাচাড়া হয়ে ওঠছে। পারিবারিক কলহ, পাখি জামার জন্য আত্নহত্যা, কিনণমালা জামা না পেয়ে কিশোরীর আত্নহত্যা ইত্যাদির কথা নিশ্চয় অস্বিকার করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

রক্তিম দিগন্ত বলেছেন: ভারতীয় সিরিয়াল না শুধু ভারতীয় সংস্কৃতির সবই বন্ধ করে দেওয়া উচিৎ। শুধু ভারত না তাতে বহিঃবিশ্বের সব মিডিয়াই অফ করে দেওয়া উচিৎ। ভারতের সাথে সিভিল ওয়ারে যাওয়ার মত তো কিছু করা যাবে না। ভারতের চ্যানেল বন্ধ করলে সেইটাই ঘটবে।

সেইক্ষেত্রে সমাধান - বাংলাদেশের চ্যানেলে কার্যক্রম আরো মান-সম্পন্ন ও আকর্ষণীয় করার। তাহলেই এইটা যাবে।

আর পর্ণ সাইট?
এইডা তো রাখার কোন দরকারই নাই। এইটা বন্ধ করতে যে কী অসুবিধা আমি আজ পর্যন্ত বুঝি নাই।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

খোলা মনের কথা বলেছেন: দেশের সংস্কৃতি গুলো তুলে ধরতে ব্যর্থ আমাদের দেশের চ্যানেল গুলো তাই অন্য দেশের অপসংস্কৃতি পেয়ে বসেছে। ধন্যবাদ

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিরিয়াল দেখা যার যার ব্যক্তিগত ব্যপার। তবে পর্ণ সাইট বন্ধ করাটা সরকারের নিজ থেকেই করা উচিত। এখানে অন্তত তাদের গায়ে ‘সাম্প্রদায়িক’ ট্যাগ লাগবে না। সদিচ্ছা থাকলে সম্ভব।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

খোলা মনের কথা বলেছেন: গোটা জাতি যখন একটা সমস্যায় ভোগে তখন সেটা পারিবারিক বা ব্যাক্তিগত নয় জাতীয় সমস্যা। পারিবারিক কলহ, পাখি জামার জন্য আত্নহত্যা, কিনণমালা জামা না পেয়ে কিশোরীর আত্নহত্যা ইত্যাদির কথা নিশ্চয় অস্বিকার করতে পারবেন না। ধন্যবাদ

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: হিন্দি সিনেমা দেখে গোটা দেশের তরুণ প্রজন্ম প্রভাবিত হয়েছে| ভারতের চ্যানেল বন্ধ করলে অন্যান্য চ্যানেলও বন্ধ করতে হবে| এটা হওয়া উচিৎ হবেই না, কারণ এ যুগে অন্য সংস্কৃতির অনুপ্রবেশ ঠেকানো যাবে না এভাবে, এজন্য নিজেদের ঠিক করা দরকার| আগে একবার ভারতীয় বই আমদানি বন্ধ হয়েছিল, কারণ বাঙালি নাকি বাংলাদেশের লেখকের বই পড়ে না| এটা ভুল প্রমাণিত হয়েছে| এখন আমরা এদেশের বইই বেশি পড়ি, কারণ এখানে ওদের মানের এবং ওদের চেয়ে ভাল মনের সাহিত্যিক আছেন| আমরা ওদের চেয়ে ভাল সিরিয়াল সিনেমা বানালে এমনিতেই ওদের চ্যানেল দেখা বন্ধ হয়ে যাবে|
অবশ্য মনে ভারতবিদ্বেষ গাঁথা থাকলে, এ সত্য অস্বীকার করতেই পারে অনেকে

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

খোলা মনের কথা বলেছেন: আপনার কথার সাথে আমি একমত। বয়কট করার চিন্তা ভাবনা ছুড়ে ফেলে দেওয়া যায় তখন যখন তার কাছাকাছি বা সমান কিছু পাওয়া যায়। কিন্তু আমরা সেটা পাচ্ছিনা এটা আমাদেরই ব্যর্থতা ছাড়া অন্য কিছু না।

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

চলতি নিয়ম বলেছেন: এগুলো বন্ধ করলেই কি আপনি সিরিয়াল আর পর্ন দেখা বাদ দিবেন?

২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

খোলা মনের কথা বলেছেন: হাতের নাগালের জিনিস সবাই একটু নেড়েচেড়ে দেখতে চাই। যখন হাতের নাগালের বাইরে থাকবে তখন সবাই এগুলোর উপর প্রভাবিত হবে না। অন্তত পরিবেশ, সমাজ এগুলো থেকে একটু হলেও দুরে থাকবে । আর যারা বিচার মানি তাল গাছ আমার তাদের জন্য আমার কোন কথা নেই

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

প্রামানিক বলেছেন: এসব নিয়ন্ত্রণে আনা দরকার তা না হলে দেশের পরিবেশ নষ্ট হচ্ছে। ধন্যবাদ পোষ্টের জন্য।

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভারতীয় সিরিয়ালের দৌরাত্ব তখনই কমবে যখন দেশী সিরিয়াল কিংবা নাটকগুলা মানসম্মত হবে। পর্ন সাইট ব্লক করে বন্ধ করা সম্ভব না। এইজন্য আইনের কঠর প্রয়োগ দরকার। দেখলেই কিংবা ব্যবহারের প্রমান পেলে মাসে ১০০-২০০ জনকে ধরে ১-২ মাস করে জেলে রাখলেই অন্যরা সচেতন হবে। দেখার মাত্রা কমে আসবে। ব্লক করে কখনোই দমানো সম্ভব না। কয় হাজার কিংবা কয় লাখ বন্ধ করবেন?

নাওক আর সিরিয়ালগুলোর ব্যাপারে বাংলা চ্যানেলগুলাকেও আইনের আওতায় আনা দরকার। ঘন্টায় ১০ কিংবা ১৫ মিনিএর বেশি এড দিতে পারবেনা এমন কিছু থাকা উচিত। তা না হলে হিন্দীই দেখবো, এইসব বস্তাপচা নকল্বাজী করা বাংলা নাটক দেখতে বইসা দিন পার হইয়া যাবে কিন্তু নাটক শেষ হওয়ার নাম থাকবেনা, এমন কিছু মানুষ কেন সহ্য করবে?

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

খোলা মনের কথা বলেছেন: আপনার সাথে আমি একান্ত একমত। দেশী সংস্কৃতির মুল্যায়ন করতে পারলে এগুলো এমনিতে বিদায় হয়ে যাবে। ধন্যবাদ শতদ্রু একটি নদী ভাই

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

বাংলার ফেসবুক বলেছেন: সরকারের এ সিধান্ত অনেক বড় ভুল।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

খোলা মনের কথা বলেছেন: কোনটা সঠিক কোনটা ভুল সরকার নিজে উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা যেটা করে সেটাই সঠিক আর এটা মেনে চলতে হবে। হিরক রাজার দেশে বসবাসের অপশন এটাই। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.