নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

FM রেডিও ক্রিকেট ধারাভাষ্য যেমন হতে পারে অদূর ভবিষ্যতে....

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

ধারাভাষ্যকে নতুন মাত্রায় নিয়ে গেছেন বাংলাদেশের মহান রেডিও চ্যানেলগুলো। শুরুতে শুধু ওভারের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন। তারপর শুরু হইলো, বাউন্ডারি বা উইকেট পতনের পরেও বিজ্ঞাপনের অত্যাচার। এখন শুরু হইছে প্রতিটা টার্ম স্পন্সর করা, যেমন, প্রাণ ফ্রুটো স্কোর, প্রাণ লেয়ার পার্টনারশিপ, পাওয়ার এনার্জি ড্রিংক পাওয়ার-প্লে, তিব্বত কদুর তেল ছক্কা।

এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে কমেন্ট্রি যে রকম হতে পারে.....

গ্রামীনফোন থ্রিজি স্পিডে দৌড়ে আসছেন মুস্তাফিজুর রহমান, পাওয়ারড বাই রবি ফোর জি। ফ্রেশ সয়াবিন প্রান্ত থেকে বল করছেন তিনি। কদুর তেল আম্পায়ারকে অতিক্রম করলেন, জাম্প কেডস ছোট্ট একটা লাফ দিলেন, মেন্টোস ফ্রেশ বল করলেন। ওপাশে প্রস্তত ব্যাটসম্যান ওয়ালটন শেন ওয়াটসন, পেছনে স্যামসাং গ্লাভস হাতে প্রস্তুত উইকেটকিপার মুশফিকুর রহিম,পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কুট। মেন্টস বল করলেন মুস্তাফিজ, পেপসি গুডলেংথ বল, রাঁধুনি অফ কাটার, বাটা ফ্রন্টফুটে এসে হরলিকস কাভার ড্রাইভ করলেন ওয়ালটন ওয়াটসন।

প্রাণ চাটনি বল চলে গেল রুপায়ন সিটি মাটি কামড়ে টেলিটক সীমানার দিকে, ডাচ-বাংলা ব্যাংক চার হওয়ার সম্ভাবনা! কিন্তু না! সাকিব আল হাসান, পাওয়ার্ড বাই বাংলালিংক, লাইফবয় ঝাঁপিয়ে পরে বাঁচালেন নিশ্চিত ল্যাবএইড চার! তবে ম্যাগি নুডুলস দুই রান নেয়া থেকে বিরত রাখতে পারলেন না দুই ফেয়ার এন্ড হ্যান্ডসাম ব্যাটসম্যানকে! প্রাণ ফ্রুটো স্কোর আপডেট, ইয়েলো অস্ট্রেলিয়া দুই রান, কোকাকোলা শূন্য উইকেটের বিনিময়ে!

একটু হাঁসির চেষ্টা, এফবি, সংগৃহীত।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

হাসান মাহবুব বলেছেন: খুবই ডিসগাস্টিং ব্যাপার।

লেখসেন ভালো।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

২| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা...হা....হা.......
অদূর ভবিষ্যতে এমন হলে সত্যিই অবাক হবোনা!

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

খোলা মনের কথা বলেছেন: সত্যিই তাই

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫

নকীব কম্পিউটার বলেছেন: হয়েই তো গেছে এমনটি বাকি আর কই? ১২ আনা হলে চার আনা বাকি।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

খোলা মনের কথা বলেছেন: ঠিক বলেছেন নকীব ভাই

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: সুন্দর আইডিয়া। ধন্যবাদ

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

খোলা মনের কথা বলেছেন: ভাল থাকবেন প্রামানিক ভাই

৫| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার আইডিয়া।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। ভাল থাকবেন

৬| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫

সাহসী সন্তান বলেছেন: পোস্টটা দেখি অনেক আগের! তবে মজা পাইলাম খুব! ;)

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৯

খোলা মনের কথা বলেছেন: শুভ কামনা রইল সাহসী ভাই

৭| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:




বেশীরভাগ বিজ্ঞাপন বিরক্তিকর হয়ে যাচ্ছে ক্রমেই।

২৪ শে জুন, ২০১৬ রাত ৮:১০

খোলা মনের কথা বলেছেন: ঠিক বলেছেন ভাই। সবখানেই কামাশিয়াল চিন্তা ভাবনা।

৮| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:২৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেকদিন ব্লগে দেখি না।

নতুন পোস্ট দিন।

২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৩৬

খোলা মনের কথা বলেছেন: নতুন দুটা দেওয়া হয়েছিল। দুটাই এখন ড্রাফটে অবস্থান করছে :(( তার পরও চেষ্টা করবো বিজন রয় ভাই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন

২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৩৮

খোলা মনের কথা বলেছেন: আর হা ভুলে গেছিলাম আমি ভাল আছি । আশা করি আপনিও ভাল আছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.