নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনার হার আর লিওনেল মেসির বিদায় সত্যিই দু:খজনক

২৭ শে জুন, ২০১৬ রাত ৮:২৪


যদিও আমি ব্রাজিলের সার্পোটার তারপরও আমি মনে করি মেসির ফুটবল থেকে বিদায় নেওয়াটা ফুটবল প্রেমীকদের জন্য অনেক বড় উপভোগ থেকে বঞ্চিত হওয়া। তার বয়স এখম মাত্র ২৯ বছর। ফুটবল বিশ্বকাপ খেলেছেন মাত্র ৩ টি। (উইকিপিডিয়া সুত্র অনুসারে)। তার খেলার দক্ষতা, নৈপুন্য দেখলে মনে হয়না কোন কিছুর ঘটতি আছে। তাই দেশ বা ফুটবল প্রেমীদের দেওয়ার মত অনেক কিছু আছে বলে আমি মনে করি।

যদিও ফাইনালের দ্বারপ্রান্ত থেকে বার বার ব্যর্থ হয়েছেন। তার কারনে কি এমন একটা চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত??? হতে পারে এর থেকে ভাল কিছু অপেক্ষা করছে তার জন্য। তাই আমি মনে করি শেষ প্রর্যন্ত চেষ্টা করা উচিৎ। ইতিমধ্যে তার অবসারে ফেসবুক টুইটারে ভক্তদের বিভিন্ন রিএক্ট দেখা গেছে। কারণ তার কাছ থেকে এমন কেউ আশা করেনি।

লিওনেল মেসি, রোনাল্ড, নেইমাদের খেলা সত্যিই উপভোগ্য। তাদের কাছ থেকে ফুটবল প্রেমীরা অনেক কিছু আশা করে। তারা না থাকলে ফুটবল প্রেমীরা বুঝবে কি করে জীবান্ত ফুটবল কি। আশা করি তিনি আমাদের মাঝে আগের মতই আবার ফিরে আসুক......

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:




ক্লাউন কি অবসরে যাচ্ছে? গত কিছুদিন সে তার ভয়ংকর মেজাজ দেখাচ্ছে সব জায়গায়; ইয়েলো-কার্ড পাওয়া খেলোয়াড়ের খেলা আমি দেখতে চাই না।

২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৪৮

খোলা মনের কথা বলেছেন: ক্লাউন ও অবসারে যাওয়ার কথা শোনা যাচ্ছে।

তবে মেসি অবসারে গেলে আর্জেন্টিনা দলটি বড় একটি ধাক্কা পাবে। এটা সামলে কতটুকু দাড়াতে পারবে সেটিও দেখার বিষয়। ধন্যবাদ চাঁদগাজী ভাই

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৪০

শেয়াল বলেছেন: কি দরকার এইসব কোথাকার কোন মেসি নেইমার নিয়া ধুন্দুমার মার মার কাটকাট :-<

২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৫২

খোলা মনের কথা বলেছেন: কোথাকার কোন মেসি নেইমার??? আপনার কাছে মুল্য না থাকলেও সারা বিশ্ব তাদের নিয়ে আলোচনা, সমালোচনা মাতামাতি। যদিও আপনার মুল্য নিয়ে কারো কিছু যায় আসে না।

আপনি কোথাকার কে বলতে পারেন??? :P

৩| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:




গতকালের খেলায়, সে খেলা দেখাতে ব্যস্ত ছিল; সে নিজের পজিশনে ছিল না; তার দরকার ছিল, নিজের পজিশনে থেকে স্কোর করা ; স্কোর করা কঠিন কিছু নয়, খেলা দেখানো ও স্কোর করা কস্টকর।

২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৫৪

খোলা মনের কথা বলেছেন: যথার্থ বলেছেন। আমিও আপনার সাথে একমত

৪| ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:৩৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ব্রাজিল সাপোর্ট করলেও লিও আমার খুবই প্রিয় একজন প্লেয়ার। তার জন্য খুবই খারাপ লাগছে।

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫২

খোলা মনের কথা বলেছেন: একই অবস্থা ভাই। ভাল থাকবেন

৫| ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: ফুটবল বিশ্ব একজন লিজেন্ড হারাল।

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩

খোলা মনের কথা বলেছেন: সত্যিই তাই। তবে ফিরে আসার আশা রাখি। ফুটবল বিশ্বকে দেওয়ার অনেক কিছু আছে তার মধ্যে

৬| ২৭ শে জুন, ২০১৬ রাত ১০:১৩

কল্লোল পথিক বলেছেন:






সত্যি দুঃখ জনক।
মেসি আমার খুব পছন্দের তারকা ছিলেন।

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫৫

খোলা মনের কথা বলেছেন: শুধু আপনার না অনেকেরই ছিল। ভাল থাকবেন কল্লোল পথিক ভাই

৭| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



মত এখনো বদলায়নি? তার কিছু একটা সমস্যা হচ্ছে, খেলার কয়েকদিন আগে সে এয়ারপোর্টের লোকদের গালাগালি করেছিল।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০২

খোলা মনের কথা বলেছেন: হয়তো।

দেশের কথা চিন্তা করে হয়তো ফিরে আসার সম্ভবনা থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.