নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি কুখ্যাত সেলফি আর আমাদের মূল্যবোধ!!!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৯


সেলফি এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে যা কিনা আমাদের সকল বিবেক মূল্যবোধ বিসর্জন দিয়ে তার মুল্যয়ন বেশি চলছে। শুধু তাই না বিসর্জনের সবোর্চ্চ সীমা অতিক্রম করেছে।সেলফি তোলার জন্য এ প্রর্যন্ত অনেকে জীবন প্রর্যন্ত দিয়ে ফেলেছে। কতটা গুরুত্ব না হলে তার জন্য জীবন দেওয়া যায় চিন্তা করে দেখেছেন??? আসুন কিছু কুখ্যাত সেলফি দেখে নিই.....

১. ”গুড বাই দাদু” সেলফিটির ক্যাপশনটি এমনই ছিল। আমাদের মূল্যবোধ কোথাঃয় পৌছালে এমন একটি সেলফি তোলা যায়।

২. সদ্য বোনের কবরের পাশে ভাইয়ের সেলফি। ভাইয়ের সামনে বোনের কবর কতটা হৃদয় বিদারক অথচ আমাদের কাছে তার উল্টা হতে চলেছে।

৩. নানু গুরুতর অসুস্থ এমন সময় মন থেকে প্রার্থনা আসার কথা অথচ আমরা ব্যস্ত আমাদের কাজে।

৪. নামাজের সেলফি ভাবতে পারা যায়???

৫. এই ভদ্রলোক চাঁদ দেখা কমিটির প্রধান। তিনিও অভিনেত্রীর সাথে আপত্তিকর ভাবে সেলফি তুলে কম বিপদে পড়েননি।

৬. ইফতার পার্টিতে সেলফি।

এছাড়া আমাদের আশেপাশে প্রতিদিন এমন কিছু হয়েই চলেছে। যেটা আমাদের বিবেক মূল্যবোধ অবক্ষয় ছাড়া আর তেমন কোন পরিচয় বহন করতে পারেনা। যাই হোক আমাদের মনে রাখা উচিত আমরাও মানুষ নামে সভ্য প্রানী যেখানে অসভ্য প্রনীর মত সকল কিছু বিসর্জন দিয়ে নিজেকে জাহির করা উচিত না।

(বি:দ্র: আমিও একজন সাধারন মুসলিম তাই আমার চারপাশে যা ঘটে অনেকটাই মুসলিম কেন্দ্রীক। এখানে অধিকাংশ ছবিতে মুসলিম কেন্দ্রীয় হওয়ায় কেউ কষ্ট পেলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার বিশ্বাস কোন প্রকৃত মুসলিম বিবেকহীন কাজ করেনা বা করবেনা।)

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

নুর আমিন লেবু বলেছেন: সেলফি সেলফি
মানুষ এত্তো সেলফি দিয়ে কি করে???

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

খোলা মনের কথা বলেছেন: বেশি ফেসবুকে আপলোড করে!!!

কিছু মানুষের কাছে এটি বিরক্তর কারন হলেও অনেকের কাছে খুব প্রিয়। তবে যেকোন জিনিস বেশি মাতামাতি ভাল না

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

অদৃশ্য বলেছেন:



বলা যায় বোধের অভাব... যা আমাদের সবারই আছে... এই অভাব থেকে বের হবার উপায় খুঁজতে হবে...

শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১

খোলা মনের কথা বলেছেন: আপনার সাথে একদম সহমত।

এ সমস্যার সমাধান নেই আগে নিজেদের বিবেক বোধ জাগ্রত করতে হবে সেটাই একমাত্র করনীয়। ভাল থাকবেন অদৃশ্য ভাই

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

হাকিম৩ বলেছেন: মরলে কি আমাদের সঙ্গে এই সেলফি যাবে ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

খোলা মনের কথা বলেছেন: মরলে আমাদের সাথে সেলফি না গেলেও মরার পর আমাদের পরবর্তী জেনারেশনের ফেসবুকে ঠিকই যাবে। তাই আমাদের পরবর্তী জেনারেশনের মানুষ্যত্ব বোধ বেশি বেশি শিক্ষা দেওয়া আমাদের দরকার। ধন্যবাদ ভাল থাকবেন সবসময়

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

মো:সাব্বির হোসাইন বলেছেন: তারা সেলফাইটিস রোগে আক্রান্ত। এদের অবশ্যই চিকিৎসার প্রয়োজন।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

খোলা মনের কথা বলেছেন: এদের শারীরিক চিকিৎসা দিয়ে কোন লাভ হবে না। মানসিক মুল্যবোধ জাগ্রত ও উন্নয়ন করানো ছাড়া। ধন্যবাদ সাব্বির ভাই ভাল থাকবেন।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানসিক রোগী।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

খোলা মনের কথা বলেছেন: সহমত দিশেহারা রাজপুত্র ভাই। ভাল থাকবেন। শুভকামনা রইল

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ইফতারের সময় সেলফি তুললে সমস্যা কি তা কি বলবেন?

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

খোলা মনের কথা বলেছেন: সেলফি তুললে কোন সমস্যা আছে এটা কি আমি কোথাও বলেছি??? আমার মনে হয়েছে সমস্যা কোন সেলফিতে না, সমস্যা আমাদের বোধশক্তির।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:

সত্যিই দুঃখজনক!!!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

খোলা মনের কথা বলেছেন: সুন্দর ভাবে সাজিয়েছেন আপু। এখন আমাদের অবস্থা প্রায় এরকমই। ধন্যবাদ বীথি আপু। অনেক শুভ কামনা রইল

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনি যেভাবে ব্যাপারটা উপস্থাপন করলেন তাতে যে কেউই মনে করবে যে ইফতারে সেলফি তোলা ঠিক না..!! যাহোক আমি আপনার "বোধশক্তি" ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন?

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

খোলা মনের কথা বলেছেন: ইফতার কি একটি ধর্মীয় ইবাদত মনে হয় না??? যে ইবাদতের মধ্যে নারীপুরুষ এক হয়ে সেলফি তুলছে আবার সেটি ফেসবুকে শেয়ার হচ্ছে।

ধর্মীয় দিক বিবেচনা করে কি এটি কে সামর্থন করেন??? যাই হোক ধর্ম সামর্থন করে না বলে আমার মনে হয়। ধন্যবাদ

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: এখন ব্যাপারটি বুঝতে পেরেছি। আপনি ইফতারে 'Free-mixing'র কথা বলছেন। আমি মনে করেছিলাম, আপনি মনে করেন ইফতারে সেলফি তোলা ঠিক না।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৪

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়। শুভ কামনা রইল

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: বিবেক শূন্য মানুষ !!

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৫

খোলা মনের কথা বলেছেন: এই বিবেক জাগ্রত করা ও উন্নয়ন করা আমাদের সকলের দায়িত্ব। ধন্যবাদ সুমন ভাই

১১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৫২

মহা সমন্বয় বলেছেন: মানুষগুলো এমন ক্যারে?? কমনসেন্স বলতে কি কিছুই নেই?? X((

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

খোলা মনের কথা বলেছেন: শুধু কিছু মানুষের কমনসেন্স নেই তাদের জন্য নৈশ শিক্ষার ব্যবস্থা করা যায়

১২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: সেলফি জিনিসটাই আমার কাছে বিরক্তিকর মনে হয়

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

খোলা মনের কথা বলেছেন: শুধু আপনার কাছে না অনেকের কাছে বিরক্তিকর। ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই। ভাল থাকবেন

১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১০

নীলপরি বলেছেন: চারদিকটা কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে । তবে আপনার মতো মানুষরা আছেন বলেই মানবতা আছে । থাকবে ।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

খোলা মনের কথা বলেছেন: যান্ত্রিক জীবনটি আমাদের আস্তে আস্তে পৃথিবীটা সংকুচিত করে দিচ্ছে। আমাদের মনোযোগ, ধ্যান ধারনাও সংকুচিত হয়ে যাচ্ছে। বাইরের পরিবেশ থেকে দুরে সরে যাচ্ছি। এখান থেকে আমাদের বের হওয়া দরকার

১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭

আমি ইহতিব বলেছেন: ঘন ঘন সেলফিতোলকদের আমার কেন যেন অসুস্থ মনে হয়। অবশ্য এটা কিছুদিন আগের একটা রিপোর্টেও এসেছিলো সেলফি তোলা একটি মানসিক রোগ।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

খোলা মনের কথা বলেছেন: আমাদের কাছে যারা ঘন ঘন সেলফি তুলে তাদের অসুস্থ মনে হলেও যারা সেলফি তুলে তাদের কাছে আমরা যারা ঘন ঘন সেলফি তুলিনা তারা তাদের কাছে অসুস্থ। হা সেলফি তুলে অনেক গুলো রিপোর্ট হয়েছে তার মধ্যে আমারটাও..... :)

১৫| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



টেকনোলোজী সৃস্টি করেন বুদ্ধিমানেরা, ব্যবহার করে সবাই; সবার মাঝে অনেকের অবস্হা সমকালীন সভ্যতার থেকে পেছনে।

০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

খোলা মনের কথা বলেছেন: সহমত চাঁদগাজী ভাই।

বুদ্ধিমানেরা যা সৃস্টি করেছেন আর তার নিবুদ্ধি ব্যবহার দেখলে তাদের অনুভুতি কেমন হত জানতে পারলে ভাল হত!!!!
ভাল থাকবেন। শুভ কামনা রইল

১৬| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক ইসলামী শিক্ষার অভাবেই মূল্যবোধের অধঃপতন...

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

খোলা মনের কথা বলেছেন: ইসলাম শিক্ষার অভাবতো আছেই সাথে ধর্মভিত্তিক শিক্ষা সম্পর্কে বিভিন্ন খারাপ ধারণা দেওয়া হচ্ছে যেটা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে।

ধন্যবাদ ভাই। ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.